রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

এ বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম

বাংলাদেশ চল্লিশ বছরে পা দিয়েছে, স্বাধীনতা ঘোষণার চল্লিশ বছর। সময়টা একেবারে কম নয়। কিন্তু আমরা কি এমন বাংলাদেশকে চেয়েছিলাম? চৌধুরী আলম, ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার নিখোঁজ ১০ মাস ধরে। তাঁর খবর আমরা জানি না। গত ১০ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন মুফতি আমিনীর ছেলে মাওলানা হাসানাত! আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বললেন, তারা মাওলানা হাসানাতকে অপহরণ করেননি। তাকে পাওয়া গেল ১১ দিন পর চোখ বাঁধা অবস্থায়। কে তাকে অপহরণ করেছিল? কেনই বা পুলিশ চৌধুরী আলম কিংবা মাওলানা হাসানাতের অপহরণকারীর খোঁজ বের করতে পারবে না? গত ২০ এপ্রিল...

বিশেষ সাক্ষাৎকার ][ সংবিধান কোনো দল বা ব্যক্তিবিশেষের নয়,

সাতবেলা :: আদালতের রায়ে সংবিধান সংশোধন করা হলে তা সংসদের সার্বভৌমত্বকে খর্ব করে কি? ড.তারেক শামসুর রেহমান ::  সংবিধান কোনো দল বা ব্যক্তিবিশেষের নয়, এটা সমগ্র জাতির। ১৬ কোটি লোকের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই সংবিধান। অথচ সংবিধান সংশোধন হয়ে যাবে উচ্চ আদালতের একটি রায়ে? কিংবা বিশেষ কমিটির কলমের খোঁচায়? উচ্চ আদালতও কাজ করে সংবিধানের আওতায়। উচ্চ আদালত ৫ম ও ৭ম সংশোধনী বাতিল করে দুটি রায় দিয়েছেন। তাদের সেই রায়টি হচ্ছে পর্যবেক্ষণ। উচ্চ আদালত এ ধরনের কাজ করতে পারেন। যদি সংবিধানের ধারার প্রয়োগ নিয়ে কিংবা সংবিধানের কিছু দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে,...

পার্বত্য চট্টগ্রামে আস্থার সঙ্কট রয়ে গেছে

গত ১৭ এপ্রিল খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ি সন্ত্রাসীদের নৃশংস হামলা ও তিন বাঙালিকে হত্যা করার ঘটনার পর যে প্রশ্নটি আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে শান্তি চুক্তি স্বাক্ষরের ১৩ বছর পার হয়ে যাওয়ার পরও সেখানে আস্থার সঙ্কট রয়ে গেছে। গত ২০ এপ্রিল সংবাদপত্রগুলো আমাদের খবর দিচ্ছে খাগড়াছড়ির রামগড় উপজেলার বড়পিলাকসহ আশপাশের ১৫-২০টি গ্রামের বাঙালিরা আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে। দিনের বেলায় নিজেদের জায়গাজমিতে বাঙালিরা থাকলেও রাতে বাঙালি অধ্যুষিত গ্রামে আশ্রয় নিচ্ছে (আমার দেশ, ২০ এপ্রিল' ১১)। ইতোমধ্যে ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হলেও,...

রাজাপাকসের বাংলাদেশ সফর

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের তিন দিনব্যাপী বাংলাদেশ সফর শেষ হয়েছে বুধবার। তাঁর ওই সফরের সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনীতি, কৃষি, শিক্ষা ও যোগাযোগ উন্নয়নের পাঁচটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির মধ্যে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ও শ্রীলঙ্কার রপ্তানি উন্নয়ন বোর্ডের মধ্যে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক, দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময়বিষয়ক সমঝোতা স্মারক, শ্রীলঙ্কার টারশিয়ারি ও ভোকেশনাল এডুকেশন কমিশনের সঙ্গে বাংলাদেশের...

একটি সিদ্ধান্ত প্রত্যাহার ও কিছু প্রশ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। ওই সিদ্ধান্তে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়াকে একটি ‘কারণ দর্শাও’ নোটিশ দেয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার লিখিত একটি প্রবন্ধে (উচ্চশিক্ষার চালচিত্র, যুগান্তর, ৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করেছেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে জনাব ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের ‘কারণ দর্শাও’ নোটিশের জবাব দিয়েছেন। তার জবাবের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দেয়া নোটিশটি প্রত্যাহার করে নিল। কিন্তু এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটি...

একটি সিদ্ধান্ত ও কিছু প্রাসঙ্গিক কথা

একটি তুঘলকি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। কমিশন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্ত ব্যক্তিগত পর্যায়ে ব্যবহূত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রতি ঘনফুট সিএনজির দাম ধরা হয়েছে ২৫ টাকা ২ পয়সা। এর মধ্যে দিয়ে বিইআরসি কী অর্জন করলো কিংবা পরিবেশ বিপর্যয় রোধে তা কতটুকু সহায়ক হবে তা আমি বুঝতে অক্ষম। বলা হয়েছে গণপরিবহন-এর ক্ষেত্রে তা কার্যকরী হবে না। কিন্তু এই ‘গণপরিবহন’-এর ব্যাখ্যা কোনটি যে ‘গণপরিবহন’ আর কোনটি যে গণপরিবহন নয়, তা নিয়ে...

দীপু মনির একটি সাক্ষাত্কার প্রসঙ্গে দুটি কথা

ডা. দীপু মনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট আস্থাভাজন। না হলে অনভিজ্ঞ দীপু মনিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কেন দিলেন। আমি পররাষ্ট্রনীতি নিয়ে একটু লেখালেখি করি। এ বিষয়ে আমার কিছু গবেষণাও আছে। ছাত্রদের পড়াইও এ বিষয়ে। গত ২০ বছরে ঢাকায় পররাষ্ট্র তথা নিরাপত্তা নিয়ে যেসব সেমিনার হয়েছে, আমি সেখানে অবশ্যম্ভাবী ভাবে থাকার চেষ্টা করেছি। আন্তর্জাতিক রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আমার বেশ ক’টি বই, গবেষণা প্রবন্ধও রয়েছে। তাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখনই কোনো সেমিনারে যান, বক্তব্য রাখেন, আমি আগ্রহভরে তা থেকে...

আরও বিশ্ববিদ্যালয় আরও প্রশ্ন

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান ও তাদের কর্মকাণ্ড নিয়ে যখন খোদ শিক্ষামন্ত্রী তার অসন্তোষ প্রকাশ করেছেন, সেখানে সংবাদপত্রে ছাপা হয়েছে একটি সংবাদ। তাতে বলা হয়েছে, আরও ৪৮টি বিশ্ববিদ্যালয় অনুমোদনের জন্য আবেদন করেছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের দু'বছর পার করেছে। এই দু'বছর জাতীয় শিক্ষানীতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের মতো দুটি গুরুত্বপূর্ণ আইন সংসদে পাস করেছে। যে কারণে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোক্তাদের আগ্রহের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় তেমন নজর দিতে পারেনি। তবে নিশ্চিত করেই বলতে পারি, সরকারের টার্ম শেষ হওয়ার আগেই...

পররাষ্ট্রনীতি : একটি মূল্যায়ন

মহাজোট সরকার তিন বছরে পা দেবে আজ। পররাষ্ট্রনীতির গত দুই বছরের সাফল্য ও ব্যর্থতা যদি পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে পররাষ্ট্রনীতিতে এক ধরনের ভারতমুখিতা রয়েছে। যদিও প্রধানমন্ত্রী তাঁর চীন সফরের মধ্য দিয়ে এই দুই প্রতিবেশী তথা নিকট প্রতিবেশীর মধ্যে এক ধরনের 'ব্যালেন্স' কিংবা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছেন। গত দুই বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কে যথেষ্ট অগ্রগতি লক্ষ করা গেছে, কিন্তু দুই দেশের মধ্যে যেসব সমস্যা বিরাজমান, সে ব্যাপারে সমাধানের কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, প্রধানমন্ত্রীর ভারত ও চীন...

শিক্ষাক্ষেত্রে সরকারের সাফল্য ও ব্যর্থতা

শিক্ষাক্ষেত্রে মহাজোট সরকারের গত দু’বছরের সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনা করতে গেলে দুটো বিষয় প্রাধান্য পাবে বলে আমার বিশ্বাস। প্রথমটি, জাতীয় শিক্ষানীতি সংসদে পাস আর দ্বিতীয়টি, দেশজুড়ে ছাত্রলীগের তাণ্ডব। জাতীয় শিক্ষানীতি সংসদে পাস হওয়ার সঙ্গে সঙ্গে পাস হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন। জাতীয় শিক্ষানীতি সম্পর্কে কোন কোন মহল থেকে আপত্তি উঠলেও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সর্বমহলে গ্রহণযোগ্যতা পেয়েছে। শিক্ষামন্ত্রী একাধিক কারণে আলোচিত ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সম্পর্কে তিনি একাধিকবার সতর্কবাণী উচ্চারণ করলেও বাস্তবতা হচ্ছে বেসরকারি...

ভারতীয় পানি আগ্রাসনঃ ফারাক্কা থেকে টিঁপাইমুখ

বাংলাদেশ বড় ধরনের ভারতীয় পানি আগ্রাসনের সম্মুখীন হয়েছে। সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশের মানুষ যখন গঙ্গার পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তখন নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে তিস্তায় পানি না পাওয়া এবং টিঁপাইমুখ বাঁধ নিয়ে। ৭ মে, ২০০৯ সংবাদপত্রের খবর, রাজশাহীর কাছে পদ্মা নদীর প্রবাহ বন্ধ হওয়ার পথে। এ অঞ্চলের পানির অন্যতম প্রধান উৎস পদ্মা নদী এখন শুধু বালুচর। কোথাও কোথাও হচ্ছে শস্য চাষ। চরছে গবাদি পশু। ১৯৯৬ সালের পানি চুক্তি অনুযায়ী ভারত ফারাক্কা...