রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

সাভার ট্র্যাজেডির পোস্টমর্ট

সাভার ট্র্যাজেডি আমাদের বিবেক ও রাষ্ট্রকে একটি বড় ধরনের ঝাঁকুনি দিয়ে গেছে। এই ঝাঁকুনি আমাদের ভবিষ্যৎ পথকে ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কতটুকু প্রভাবিত করবে এটা এই মুহূর্তে বলা না গেলেও এটা বলা যায়, এই ঘটনার একটি সুদূরপ্রসারী প্রভাব থেকে যাবেই। এই ঘটনায় কত মানুষ মারা গেল, কত মানুষকে উদ্ধার করা হলো, বিষয়গুলো খুব মানবিক এবং সন্দেহ নেই এই মর্মান্তিক ঘটনা অর্থাৎ সাভার ট্র্যাজেডি আমাদের জন্য একটি মেসেজ পৌঁছে দিল। নীতি-নির্ধারকরা এ ব্যাপারে যদি...

হত্যাযজ্ঞের তালিকায় আরেকটি নাম

হত্যাযজ্ঞের তালিকায় আরেকটি নাম যোগ হলো। রানা প্লাজা। এত মৃত্যু আগে কেউ কখনো দেখেনি। তাজরীন গার্মেন্ট ২০১২, স্পেকট্রাম ২০০৫, তেজগাঁওয়ে ফিনিক্স ভবন ২০০৬, বেগুনবাড়ীতে ভবনধস ২০১০। কিন্তু রানা প্লাজায় হত্যাকাণ্ডের ঘটনা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ডকে। কত মৃত্যু হলো রানা প্লাজায়? শুক্রবার দুপুর পর্যন্ত ২৯০ ছাড়িয়ে গেছে। এ সংখ্যা আরো বাড়বে। কিন্তু এই মৃত্যু কি আমাদের বিবেককে এতটুকুও স্পর্শ করেছে? করলে কতটুকু করেছে? রাশেদ খান মেনন বললেন, 'রানা...

জনগণ কখনও ভুল করেনি করবে না

স্বাধীনতার ৪২ বছর পর এ কোন বাংলাদেশকে আমরা দেখছি? সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের দুর্নীতির খবর যখন আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ২০১২তে বিচার বহির্ভূত হত্যা ও গুমের ভয়াবহ খবর তুলে ধরা হয়েছে। দুর্নীতিতে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে এই সরকার। গত ২১ এপ্রিলের একটি জনপ্রিয় বাংলা দৈনিকে বিশ্বব্যাংকের সূত্র উল্লেখ করে বলা হয়েছে পদ্মা সেতুতে শতকরা ১২ ভাগ ঘুষ...

রাষ্ট্রপতি কি জাতির অভিভাবক হতে পারবেন?

গতকাল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ শপথ গ্রহণ করার পর যে প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে, রাষ্ট্রপতি হামিদ কি জাতির অভিভাবক হতে পারবেন? সবার প্রত্যাশা ছিল মহাজোট সরকার এমন কোন নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করবেন, যিনি সবার কাছে গ্রহণযোগ্য হবেন। আবদুল হামিদ নির্দলীয় ব্যক্তি নন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সেই ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পর ২০০৮ সালের...

ক্রান্তিকালে রাষ্ট্রপতির কাছে প্রত্যা

বাংলাদেশের এক ক্রান্তিকালে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন আবদুল হামিদ। স্থানীয় পর্যায় থেকে উঠে আসা এই রাজনীতিবিদ দেশের সর্বোচ্চ পদে আসীন হলেন শুধু তার ন্যায়নিষ্ঠা, সততা আর সর্বজনগ্রহণযোগ্যতার কারণে। কিন্তু এক কঠিন সময় পার করছে বাংলাদেশ। দুর্নীতিতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যখন ভূলুণ্ঠিত, সরকার ও বিরোধী দল যখন এক চরম আস্থাহীনতার মধ্যে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যখন সৃষ্টি হয়েছে বড় অনিশ্চয়তা, তখন গোটা...

তত্ত্বাবধায়ক সরকারে বাধা কোথায়

  দক্ষিণ এশিয়ার দুটি দেশ পাকিস্তান ও নেপাল আগামী সাধারণ নির্বাচন পরিচালনার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত গ্রহণ করলেও বাংলাদেশে আগামী দশম সংসদ নির্বাচন কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে এখনও একটা অনিশ্চয়তা রয়ে গেছে। এ প্রশ্নে সরকার, বিরোধী দল আর সুশীল সমাজের অবস্থান ভিন্ন ভিন্ন। সরকারের অবস্থান পরিষ্কার_ সংবিধানে যেখানে একটি 'অন্তর্বর্তীকালীন সরকারের' কথা বলা...

এ দেশে এখন সংবাদপত্রের স্বাধীনতা নেই

মাহমুদুর রহমানের পর এবার তার মা মাহমুদা বেগম। তাঁর বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে। মামলা হয়েছে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি অবৈধভাবে  সংগ্রামের (?) প্রেস থেকে দৈনিক আমার দেশ ছাপার অনুমতি দিয়েছিলেন। আর মাহমুদা বেগম, তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি আমার দেশ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিনা অনুমতিতে (?) সংগ্রামের প্রেস থেকে দৈনিক আমার দেশ ছেপেছেন। অথচ যতটুকু জানা গেছে মাহমুদা...

একটি সুপারিশ ও কিছু প্রশ্ন

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় একটি সুপারিশ করা হয়েছে গত ১৫ এপ্রিল। সংসদীয় এই কমিটি তাগিদ দিয়েছে, সংলাপের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক সংঘাতের গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে। একই সঙ্গে যেকোনো উপায়ে যাতে সাংবিধানিক প্রক্রিয়া চালু থাকে, সেদিকে নজর রাখার কথাও তারা বলেছে। ১৫ এপ্রিলের এই সভাটি ছিল স্থায়ী কমিটির ২২তম সভা। সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) তিন প্রধানও ওই সভায় উপস্থিত ছিলেন। তাঁরা সাংবিধানিক ধারা...

হেফাজতের তের দফা এবং প্রসঙ্গ কথা

সাম্প্রতিককালে রাজনৈতিক অঙ্গনে আন্দোলনের একটি অন্যতম বিষয় হচ্ছে হেফাজতে ইসলাম নামে একটি সংগঠন ও তাদের তের দফা। সংগঠনটির বয়স মাত্র তিন বছর। সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন এটি। এতদিন তাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল কওমি মাদ্রাসাকেন্দ্রিক ছাত্রদের মাঝে। ঈমান-আকিদা নিয়েই মূলত এদের কাজ। কিন্তু গত ৬ এপ্রিল ঢাকায় বিশাল জনসসমাবেশ করে তারা বাংলাদেশের চলমান রাজনীতিতে অন্যতম একটি ‘শক্তি’ হিসেবে আবির্ভূত হয়েছে। যদিও তারা নিজেরা কোনো রাজনৈতিক দল বা জোটের...

হরতালের রাজনীতি, অর্থনীতিতে হরতাল

হরতালের রাজনীতি যেন এখন আমাদের প্রাত্যহিক জীবনের একটা অংশ হয়ে গেছে। হরতাল হচ্ছে। গাড়ি ভাংচুর হচ্ছে। অর্থনীতিতে সৃষ্টি হয়েছে স্থবিরতা। ব্যবসায়ী সম্প্রদায়, বিশেষ করে গার্মেন্ট সেক্টরের ব্যবসায়ীদের আকুল মিনতি সংবাদপত্রে ছাপা হলেও যারা হরতাল আহ্বান করেছেন, তাদের কর্ণকুহুরে তা আদৌ প্রবেশ করেছে বলে মনে হয় না। হরতালে একটি দেশের অর্থনীতিতে যে কী ক্ষতি ডেকে আনে, এটা যেমন সরকারের...