রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

জিএসপি সুবিধা স্থগিত ও আমাদের পররাষ্ট্রনীতি

শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পণ্যের শুল্কমুক্ত সুবিধা, যা জিএসপি নামে পরিচিত, তা স্থগিত করেছে। মার্কিনি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ কথা জানা গেছে। এর আগে ৯ জন সিনেটর ওবামাকে লিখিত এক চিঠিতে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত রাখার আবেদন করেছিলেন। শুধু তাই নয়, ৭ জুন পররাষ্ট্রবিষয়ক সিনেট কমিটিতেও এ ধরনের একটি সুপারিশ করা হয়েছিল। মূলত শ্রমিক স্বার্থ রক্ষায় ব্যর্থতা ও কারখানার পরিবেশ ভালো না থাকার যুক্তি তুলে মার্কিন আইন-প্রণেতারা...

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া গত্যন্তর নেই

চারটি সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর পরই প্রধানমন্ত্রী বলেছেন দলীয় সরকারের আওতায় যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এটা তার প্রমাণ। প্রধানমন্ত্রীর দেখাদেখি দলের অন্য নেতারাও একই সুরে কথা বলতে শুরু করেছেন। আমি এটাই প্রত্যাশা করেছিলাম, এ ধরনের কথাই আওয়ামী লীগের নেতারা বলবেন। বলতে দ্বিধা নেই, চারটি সিটি কর্পোরেশনের ভোটাররা আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে। এই যে চিত্র, তা শুধু চারটি সিটি কর্পোরেশনেই সীমাবদ্ধ নেই,...

তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ভয় কেন?

গত ২০ জুন যায়যায়দিনের প্রথম পৃষ্ঠায় শীর্ষ শিরোনাম ছিল 'তত্ত্বাবধায়ক সরকার এলে আর সরানো যাবে না'। এটা প্রধানমন্ত্রীর উক্তি। জাতীয় সংসদে তিনি কথাগুলো বলেছেন। প্রধানমন্ত্রীর ভাষায় তত্ত্বাবধায়ক সরকার এলে তারা নির্বাচন দেবে না। মাইনাস টু ফর্মুলা যারা করেছিলেন, তারা এখনো আছেন। তারা তৎপর। তারা সুযোগের অপেক্ষায় বসে আছেন। তারা কেয়ামত পর্যন্ত থাকবেন, এমন কথাও বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যখন এ ধরনের কথা বলেন, তাকে গুরুত্ব না দিয়ে পারা যায়...

পুনরায় ক্ষমতায় বসার জন্য প্রশাসন সাজাচ্ছে সরকার

সাম্প্রতিক সময়ে সংবাদপত্রে প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনার মধ্যে দিয়ে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, সরকার দশম জাতীয় নির্বাচনের জন্য প্রশাসন সাজাচ্ছে। গত ৪ জুন সমকালে প্রকাশিত সংবাদে বলা হয় সরকার জনপ্রশাসনের অর্ধশত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে। এদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও শুধু রাজনৈতিক বিবেচনায় এদের অবসরে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে সরকার প্রশাসনে বড় ধরনের পরিবর্তন...

‘জঙ্গি’ দমনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নয়া চুক্তি

অতি সাম্প্রতিককালে ন্যাটোর কর্মসূচিতে যে পরিবর্তন এসেছে, সেই কর্মসূচিতে বাংলাদেশ কি অংশ নেবে? গত ৩১ মে ন্যাটো ও বাংলাদেশকে নিয়ে এমন একটি সংবাদ ছাপা হয়েছে, তাতে করে এ ধরনের একটি সম্ভাবনার জন্ম হয়েছে। এমন একটি ধারণার জন্ম হয়েছে যে, বাংলাদেশ ন্যাটোর স্ট্রাটেজিক পার্টনারশিপ কর্মসূচিতে অংশ নেবে! গত ১৫ মে বাংলাদেশের কূটনীতিকরা ন্যাটোর সদরদফতর ব্রাসেলসে ন্যাটোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিলিত হন। তারা আলোচনায় ন্যাটোর কর্মসূচিতে বাংলাদেশের অংশগ্রহণের...

জন কেরির বাংলাদেশ সফর বাতিল প্রসঙ্গে

২৪ জুন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব জন কেরি ভারত সফরে আসছেন। এ সফরে তার বাংলাদেশে আসা নির্ধারিত থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল ঘোষিত হয়। তার বাংলাদেশ সফরকাল প্রত্যাশিত হলেও শেষ মুহূর্তে বাতিল ঘোষিত হওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দু’দেশের মধ্যে সম্প্রতি নানা জটিলতা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্য যতটুকুই জেএসপি সুবিধা পায়, সেই জেএসপি সুবিধা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ। রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজার ১০০...

জোট রাজনীতির অতীত ও ভবিষ্যৎ

দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই 'জোটের রাজনীতি'র ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ছে। বাংলাদেশের গত ৪২ বছরের রাজনীতিতে 'জোটের রাজনীতি' প্রথম দিকে গুরুত্ব না পেলেও, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান ও '৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এ 'জোট রাজনীতি'র গুরুত্ব পেয়েছে বেশি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এমনই যে কোনো একটি একক দলের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভ নয়। বঙ্গবন্ধুর মৃত্যুর পর পরিবর্তিত পরিস্থিতির আলোকে ১৯৭৯ সালে বাংলাদেশে...

পররাষ্ট্রমন্ত্রীর ফটোসেশন ও আমাদের অর্জন

আমাদের ‘জেট-সেট’ পররাষ্ট্রমন্ত্রী ১৫ মিনিটের এক ফটোসেশনের জন্য নিউইয়র্ক গিয়েছিলেন। উদ্দেশ্য ইউনেস্কোর সংস্কৃতিবিষয়ক সম্মেলনে অংশ নেয়া। যদিও তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নন এবং মন্ত্রিসভায় একজন সংস্কৃতিবিষয়ক মন্ত্রীও আছেন, তারপরও আমাদের ‘হাইব্রিড’ (বিরোধী দলের ভাষায়) পররাষ্ট্রমন্ত্রী মাত্র কয়েক ঘণ্টার জন্য নিউইয়র্ক গিয়েছিলেন। তার এ সফরের মধ্য দিয়ে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কী অর্জিত হল, তা আন্তর্জাতিক...

বিএনপি এখন কী করবে?

চারটি সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের পর যে প্রশ্নটি এখন বড় হয়ে উঠেছে, তা হচ্ছে বিএনপি তথা ১৮ দল এখন কী করবে? চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা ১৮ দল কি শেষ পর্যন্ত অংশ নিতে যাচ্ছে? সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হলেও তাদের একটা বড় ডায়লামার মাঝে ফেলে দিয়েছে। প্রথমত, এই বিজয় স্থানীয় পর্যায়ের নেতাদের উৎসাহিত করবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে। তাদের এই ‘চাপ’ উপেক্ষা করা কেন্দ্রীয়...

দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কিছু কথা

প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ২৫ অক্টোবর হচ্ছে বর্তমান সংসদের শেষ দিন। এরপর ২৫ জানুয়ারির মধ্যে যে কোনো একদিন নির্বাচন হবে। কিন্তু একটা বিষয়ে এখনও কোনো সমঝোতা হয়নি- আর তা হচ্ছে, নির্বাচন অন্তর্বর্তী সরকারে কারা কারা থাকবেন? বর্তমান সংবিধানে যেভাবে রয়েছে এবং ক্ষমতাসীন সরকার যেভাবে এর ব্যাখ্যা করেছে, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে থেকে যাচ্ছেন। বিএনপির আপত্তিটা সেখানেই। ১০ জুন বেগম জিয়া আবারও...