'আরব বসন্ত' এখন তৃতীয় ধাপ অতিক্রম করছে। তিউনেসিয়ার এক সাধারণ ফল বিক্রেতা বওয়াকুজিজি নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়ে যে 'বিপ্লব'-এর সূচনা করেছিলেন ২০১১ সালে, তা সমগ্র আরব বিশ্বে একটি বড় পরিবর্তন ডেকে আনলেও ২০১৩ সালের ৩ জুলাই মিসরে মুরসির উৎখাতের মধ্য দিয়ে সেই 'বিপ্লব'-এর নতুন একটি ধারা তৈরি হলো। 'আরব বসন্ত' এখন তৃতীয় ধাপে প্রবেশ করেছে। মিসরের এই রাজনৈতিক পটপরিবর্তন তিউনেসিয়া কিংবা ইয়েমেনের চলমান রাজনীতিকে কতটুকু প্রভাবান্বিত করবে, বলা মুশকিল। তবে...
Prof Dr Tareque Shamsur Rehman
In his Office at UGC Bangladesh
Prof Rahman With US Congressman Joseph Crowley
here you go!!!
Prof Dr Tareque Shamsur Rahman
During his stay in Germany
Prof Dr Tareque Shamsur Rahman
At Fatih University, Turkey during his recent visit.
Prof Dr Tareque Shamsur Rehman
In front of an Ethnic Mud House in Mexico
একটি মন্তব্য ও কিছু প্রশ্ন
00:24
No comments

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ডেভিড লুডেনের একটি বক্তব্য ছাপা হয়েছে নিউইয়র্কের বাংলা পত্রিকাগুলোতে গত ১৭ জুলাই। যুক্তরাষ্ট্রের মওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে (নিউইয়র্কে) তিনি বলেছেন, ‘বাংলাদেশ শেখ হাসিনা চালান না, বাংলাদেশ চালান মাল্টিন্যাশনাল পুঁজির প্রতিনিধি ইউরোপের রাষ্ট্রদূত ও রাষ্ট্রদূতদের ট্যিউস ডে ক্লাব ও ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত ড্যান মজিনা। তারাই বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করেন। তারাই...
এক টুকরো বাংলাদেশ
11:52
2 comments
নিউইয়র্ক যেন এক টুকরো বাংলাদেশ। জ্যাকসন হাইটসের আশপাশে অনেক দোকান।
মালিকানা বাংলাদেশিদের। মুক্তধারার সাইনবোর্ড বাংলায় লেখা। কবির বেকারি,
মালিকানা যেমনি বাংলাদেশিদের ঠিক তেমনি যারা কাজ করেন, তারাও বাংলাদেশি। এই
জ্যাকসন হাইটসে বাংলাদেশি সাপ্তাহিক আজকাল। আজকাল চালাচ্ছেন মুসা, সাঈদ,
আমার দীর্ঘদিনের পরিচিত। মুসা ঢাকায় সাংবাদিকতা করেছেন অনেক দিন। রাজনীতিও
করেছেন কিছুদিন। এখন আজকাল চালান, সম্পাদক। আজকাল অফিসে এ বিষয়টি নিয়েই
আলোচনা হচ্ছিল একদিন।...
রাজনৈতিক অনিশ্চয়তার পথে মিশর।
11:11
No comments
মসিররে অর্ন্তর্বতীকালীন প্রসেডিন্টে আদলি মনসুর র্কতৃক সংসদ ও প্রসেডিন্টে নর্বিাচনরে ঘোষণা এবং মুসলমি ব্রাদারহুডরে তা প্রত্যাখ্যানরে মধ্য দয়িে মসিররে রাজনীতি নয়িে বড় ধরনরে অনশ্চিয়তা সৃষ্টি হয়ছে।ে এ অনশ্চিয়তা সখোনে সনোশাসন র্দীঘায়তি করব।ে আদলি মনসুর যে রোডম্যাপ উপস্থাপন করছেনে, তাতে আগামী চার মাসরে মধ্যে একটি গণভোট, ২০১৪ সালরে প্রথম দকিে সংসদ নর্বিাচন, এরপর প্রসেডিন্টে নর্বিাচনরে কথা উল্লখে রয়ছে।ে আগামী ১৫ দনিরে মধ্যে একটি প্যানলেরে নাম তনিি ঘোষণা...
বাংলাদেশের রাজনীতি ও প্রবাস ভাবনা
05:21
No comments
নিউইয়র্কের জ্যাকসন হাইটস যেন মিনি বাংলাদেশ। বাংলাদেশী দোকান, বাংলা পত্রিকা, বিকিকিনির ভাষাÑ তাও বাংলা। বাংলাদেশের রাষ্ট্র গঠনে যারা অবদান রেখে গেছেন, তারা কী কোনোদিন চিন্তা করেছিলেন, একদিন নিউইয়র্কের এ এলাকায় বাংলা ভাষায় দোকানের নাম লেখা থাকবে। তারা কী চিন্তা করেছিলেন, এখান থেকে বাংলা পত্রিকা বের হবে। আজকাল পত্রিকা কিংবা মুক্তধারার ব্যানার দেখে আমার মনে হয়েছে, সেদিন বোধ হয় আর বেশি দূরে নয়, যে দিন বাংলা ভাষা চীনা ভাষার মতোই আন্তর্জাতিক স্বীকৃতি...
গাজীপুরের নির্বাচন ও প্রবাসীদের ভাবনা
05:16
No comments
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন ঢাকাতে যেভাবে প্রভাব ফেলেছে, ঠিক তেমনি
প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের মধ্যেও। নিউ ইয়র্কে বাস
করেন বিপুলসংখ্যক বাংলাদেশি। জ্যাকসন হাইটস, যা বাঙালিপাড়া হিসেবে পরিচিত,
সেখানে বিপুলসংখ্যক মানুষের মধ্যে এই নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখেছি।
এখানেও বাঙালিরা রাজনৈতিকভাবে দুটি বড় দলের মধ্যে বিভক্ত। সে ক্ষেত্রে
নির্বাচনের আগের দিন কী হয়, না হয়, সে ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখেছি
বাঙালিদের মধ্যে। একটা...
মিশরের মতো সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা বাংলাদেশে নেই
02:53
No comments
আজকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ড. তারেক শামসুর রেহমান
কাউসার মুমিন: ড. তারেক শামসুর রেহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। অধ্যাপনার পাশাপাশি আন্তর্জাতিক বিষয়াবলীর একজন বস্তুনিষ্ট কলামিস্ট এবং টেলিভিশন টকশো আলোচক হিসেবেও সুপরিচিত তিনি। রাষ্ট্র বিজ্ঞানের সর্বশেষ বিষয়-আশয়, রাজনৈতিক উত্তরণ, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক নিরাপত্তা, অপ্রচলিত নিরাপত্তা, পররাষ্ট্রনীতি বিশ্লেষণ এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি...
বর্তমানে যা গণতন্ত্রের বৈশিষ্ট্য হয়ে দাড়িয়েছে
03:10
No comments
আসল
কথাটি বলে ফেলেছেন মনমোহন সিং, ভারতের প্রধানমন্ত্রী। সম্প্রতি এক
অনুষ্ঠানে তিনি বলেছেন, রাহুল গান্ধীই ভারতের প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বড় সন্তান ও কংগ্রেসের সাধারণ সম্পাদক।
রাহুল গান্ধী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সন্তান। ভারতে রাহুল
গান্ধীকে নিয়ে বিতর্ক অনেক দিনের। মনমোহন সিং একাধিকার তাকে মন্ত্রিসভায়
যোগ দিতে আমন্ত্রণ জানালেও সেই আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান
করেছেন। এখন মনমোহন সিংয়ের ঘোষণার...
জিএসপি: দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রশ্ন
02:24
No comments
সম্প্রতি
ঘটে যাওয়া দুটো ঘটনার কথা উল্লেখ করতে পারি, যাতে বহির্বিশ্বে বাংলাদেশের
ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হয়েছে। প্রথমটি. মার্কিন যুক্তরাষ্ট্রে জেনারেলাইজড
সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধা বাতিলের সিদ্ধান্ত আর দ্বিতীয়টি
জাতিসংঘের মানবাধিকার কমিশনকে লিখিত এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের একটি
চিঠি; যেখানে কমিশন স্পষ্ট করে উল্লেখ করেছে বাংলাদেশের পুলিশ
‘নির্যাতনবান্ধব’ ও ‘দুর্নীতিগ্রস্ত’। দুটি ঘটনাই
বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের জন্য...
দোষারোপের রাজনীতি গনতন্ত্রের জন্য অশনি সংকেত
02:02
2 comments
২৯
জুন জাতীয় সংসদে দুই নেত্রীর ভাষণের মধ্য দিয়ে দোষারোপের সেই রাজনীতির
আবার পুনরাবৃত্তি ঘটল। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের যেখানে বাকি আছে
মাত্র পাঁচ থেকে ছ’মাস, সেখানে দোষারোপের এই রাজনীতি থেকে বের হয়ে আসতে
পারলেন না দুই নেত্রীও। আমরা এরই মধ্যে ৪২ বছর পার করে এসেছি। সময়টা
একেবারে কম নয়। কিন্তু পরস্পরকে আক্রমণ করে বক্তব্য দেয়া ও নিজের সাফাই
গাওয়ার যে রাজনীতি, তা থেকে বের হয়ে আসতে পারলেন না দুই নেত্রী। এ ক্ষেত্রে
প্রধানমন্ত্রীর বক্তব্যে...
Subscribe to:
Posts (Atom)