রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

যুদ্ধ-অর্থনীতি ও সিরিয়ার অভিজ্ঞতা

শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া আক্রমণের নির্দেশ দেননি। আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিলেও নানা কারণে তিনি কিছুটা সময় নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের আইনে 'যুদ্ধ' শুরু করার একমাত্র অধিকার দেওয়া হয়েছে কংগ্রেসকে। প্রেসিডেন্ট এককভাবে যুদ্ধ শুরু করতে পারেন না। তবে এটাও সত্য, ২০১১ সালে লিবিয়া আক্রমণের সময় ওবামা একাই সিদ্ধান্ত নিয়েছিলেন। কংগ্রেসের সমর্থন তিনি তখন নেননি। এবার প্রস্তুতিটা চূড়ান্তই ছিল। সবাই যখন অপেক্ষা করছিল প্রেসিডেন্টের নির্দেশের,...

রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্রচর্চা

আজ যদি সরকারি ও বিরোধী দলের মানসিকতায় কোনো পরিবর্তন না আসে, তাহলে কোনো জট খুলবে না। বান কি মুনের টেলিফোনেও কোনো ফল আসবে না। এতে বিদেশের কাছে আমাদের ভাবমূর্তি আরো নষ্ট হবে। আজ সরকারেরও বুঝতে হবে ক্ষমতায় যাওয়া ও ক্ষমতা ধরে রাখার মধ্যে কোনো কৃতিত্ব নেই। আমরা এক কঠিন সময় পার করছি। সংকট নিরসনে আমাদের রাজনীতিবিদরা যদি ব্যর্থ হন, তা জাতিকে অনেক পিছিয়ে দেবে। আমরা শুধু প্রত্যাশা করতে পারি, আমাদের রাজনীতিবিদদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে। জাতিসংঘের মহাসচিব...

সিরিয়ায় সীমিত আক্রমণ ও ভবিষ্যৎ রাজনীতি

সিরিয়ায় ‘সীমিত’ আক্রমণের বিষয়টি এখন বোধকরি একরকম নিশ্চিত। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের পর মার্কিন মিডিয়ায় এখন দিনক্ষণ গোনা শুরু হয়ে গেছে কখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ থেকে ক্রুস মিসাইল নিক্ষেপ করে এ আক্রমণ চালানো হবে। এরই মধ্যে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে চারটি মার্কিন ডেসট্রয়ার এবং সাইপ্রাসের এক্রোটিরি ব্রিটিশ বিমানঘাঁটিতে বেশ কিছু ব্রিটিশ বিমান প্রস্তুত রাখা হয়েছে বিমান আক্রমণ পরিচালনার জন্য। বলা ভালো,...

রাজনীতিতে চুলতত্ত্ব এবং বান কি মুনের টেলিফোন

হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে ‘চুল’ নিয়ে আলোচনার পরিধি বেড়েছে। আর এর সূচনা করেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্রধানমন্ত্রী ১৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে জানালেন, ‘সরকার আগামী নির্বাচনের ব্যাপারে এক চুলও নড়বে না।’ এর প্রতিক্রিয়ায় বেগম জিয়া বললেন ‘আন্দোলনের বাতাসে চুল তো থাকবেই না, অস্তিত্বও যাবে।’ মন্ত্রীরা চুল নিয়ে কথা বলবেন না, তা কি হয়! হঠাৎ মন্ত্রী হওয়া হাসান মাহমুদও চুল নিয়ে মন্তব্য করে বসলেন। আসলে প্রধানমন্ত্রী যা বলতে চেয়েছেন, তা হচ্ছে আগামীতে দশম...

কোন পথে মিসর?

মিসরে গণহত্যার পর যে কথাটা এখন যুক্তরাষ্ট্রসহ সর্বত্র আলোচিত হচ্ছে, তা হচ্ছে কোন পথে যাচ্ছে এখন মিসর। কিংবা সেখানে আদৌ কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? যে দেশটিতে দীর্ঘ ৬১ বছর সেনাবাহিনী পরোক্ষভাবে শাসন করেছে, সেখানে একটি গণতান্ত্রিক সংস্কৃতির জন্ম হলেও ৩ জুলাইয়ের সামরিক অভ্যুত্থান গণতন্ত্র বিকাশের সব সম্ভাবনার মৃত্যু ঘটিয়েছে। এখানে সেনাবাহিনী গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, তা আদৌ মনে হয় না। প্রায় সাড়ে ৮০০ মানুষ হত্যা করে সেনাবাহিনী বিশ্ববাসীকে একটা...

মার্টিন লুথার কিংয়ের স্বপ্ন ও আজকের যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর অধিকার নিয়ে যারা অতীতে কাজ করেছেন, তাদের মধ্যে শীর্ষে ছিলেন মার্টিন লুথার কিং। আজ ২৬ আগস্ট যুক্তরাষ্ট্র তাকে আবার স্মরণ করবে। ১৯৬৩ সালের ২৬ আগস্ট ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল প্রাঙ্গণে মার্টিন লুথার কিং তার সেই বিখ্যাত ভাষণটি দিয়েছিলেনÑ ‘ও যধাব ধ ফৎবধস’, আমার একটি স্বপ্ন। তার সেই ভাষণের ৫০ বছর পালন করবে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতিও নেয়া হয়েছে। প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষের উপস্থিতিতে দেয়া মার্টিন...

সঙ্কটের গভীরতা ও ভবিষ্যৎ রাজনীতি

কথাটা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, সংবিধানের বাইরে তিনি যাবেন না। আর সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। আর এর প্রতিক্রিয়ায় বেগম জিয়াও অনেকটা হুমকির সুরে বলেছেন, আন্দোলনের মুখে সরকারি দল তার অস্তিত্বই হারিয়ে ফেলবে...। এ ধরনের বক্তব্য ও পাল্টা বক্তব্যের সঙ্গে আমরা মোটামুটি পরিচিত। গত বেশ কিছুদিন ধরেই দল দুটোর নেতারা এ ধরনের বক্তব্য দিয়ে মাঠ গরম করে রাখছেন। এতে করে বাড়ছে উত্তেজনা।গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলনে বক্তব্য...

সংকট নিরসনের পথ রুদ্ধ হচ্ছে

সংকট নিরসনের সম্ভাবনা কি দ্রুত ফুরিয়ে যাচ্ছে? এই মন্তব্যটি করেছে ব্রিটেনের জনপ্রিয় সাপ্তাহিক ইকোনমিস্ট গত ১০ আগস্ট তাদের এক প্রতিবেদনে। ইকোনমিস্ট এর আগেও বাংলাদেশকে নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনগুলোতে বাংলাদেশের রাজনীতির চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। সর্বশেষ প্রতিবেদনটিতেও আগের মতো যেমন মন্তব্য করা হয়েছে, তাতে সরকারের নীতি-নির্ধারকদের খুশি না হওয়ারই কথা। সরকার তার জনপ্রিয়তা হারিয়েছে এবং আগামী নির্বাচনে সরকারি দল ও জোট হেরে...

নির্বাচন কমিশনের বিতর্কিত সিদ্ধান্ত

নির্বাচন কমিশন একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ব্যাপক পরিবর্তন আনার লক্ষ্যে ৪১টি সংশোধনী প্রস্তাব এনে আইন মন্ত্রণালয়ে একটি নোট পাঠিয়েছে। যদিও আইন মন্ত্রণালয় এখন অবধি সেসব প্রস্তাব গ্রহণ করেনি, কিন্তু ইসির এ প্রস্তাব ইতিমধ্যেই রাজনীতির ময়দানে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রধান বিরোধী দল বিএনপি ছাড়াও মহাজোটের শরিক জাতীয় পার্টি, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ইসির এ উদ্যোগের সমালোচনা করেছেন। যে অভিযোগটি...

তিউনেশিয়া কি মিসরের পরিস্থিতি বরণ করতে যাচ্ছে

মিসরে সামরিক অভ্যুত্থানের নেতৃত্বদানকারী আবদেল ফাত্তাহ এল সিসি যখন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে একটি সমঝোতায় যেতে ব্যর্থ হয়েছেন, ঠিক তখনই পার্শ্ববর্তী তিউনেশিয়ার রাজধানী তিউনিশে সেøাগান উঠেছে ‘ফবমধমবষ’। অর্থাৎ ‘বের হয়ে যাও’। ফরাসি ভাষার ইংরেজি অনুবাদ করলে এমনটিই দাঁড়ায়। দু’বছর আগে তিউনিশের রাজপথ এভাবেই প্রকম্পিত হয়ে উঠেছিল বেন আলির বিরুদ্ধে। সাধারণ একজন ফল বিক্রেতা পওয়াফুজিজি আত্মহত্যা করে ‘বিপ্লব’-এর সূচনা করেছিলেন। এই বিপ্লব...

রাজনীতিতে জয় ও রাজনীতির উত্তরাধিকার

শেষ পর্যন্ত কি বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সক্রিয় রাজনীতিতে এলেন? এ মুহূর্তে তিনি সস্ত্রীক দেশে। দাদাবাড়ি পীরগঞ্জে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন মা ও বিদেশিনী স্ত্রী। তাঁর একটি বক্তব্য- 'মুই ফিরি আসিম', অনেক প্রশ্নের জবাব হয়তো আমাদের দেবে আগামী দিনে। এর আগে ঢাকায় যুবলীগের এক ইফতার পার্টিতে তিনি বলেছিলেন, তাঁর কাছে খবর আছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তাঁর ওই বক্তব্যে রাজনীতি মহলে তোলপাড় কম হয়নি। খোদ এই নিউ ইয়র্ক শহরেও...