সাম্প্রতিক সময়ে রুশ-মার্কিন সমঝোতা সিরিয়ায় একটি যুদ্ধের সম্ভাবনা কমিয়ে আনলেও সিরিয়ায় আল কায়দার উত্থান একটি বড় ধরনের সংবাদের জন্ম দিয়েছে। সিরিয়ায় আল কায়দার উত্থান এখন আলোচনার একটি বিষয়। কোনো কোনো অনলাইন সংবাদপত্রে [ফ্রন্টপেজ ম্যাগ (২০ সেপ্টেম্বর)] এমন কথাও বলা হচ্ছে যে, প্রেসিডেন্ট ওবামা বাহ্যতা আল কায়দাকে অস্ত্র দিয়ে সাহায্য করছেন! সম্প্রতি লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় আল কায়দার উত্থান নিয়ে একটি উদ্বেগজনক সংবাদ ছাপা হয়েছে। পত্রিকাট আইএইচএস...
Prof Dr Tareque Shamsur Rehman
In his Office at UGC Bangladesh
Prof Rahman With US Congressman Joseph Crowley
here you go!!!
Prof Dr Tareque Shamsur Rahman
During his stay in Germany
Prof Dr Tareque Shamsur Rahman
At Fatih University, Turkey during his recent visit.
Prof Dr Tareque Shamsur Rehman
In front of an Ethnic Mud House in Mexico
নির্বাচন হবে, নির্বাচন হবে না
10:51
No comments
নির্বাচন হবে, কি নির্বাচন হবে না, এটা এখন আর শুধু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকেই আলোড়িত করেনি; বরং সুদূর আমেরিকাতে বসবাসকারী বাংলাদেশিদের মাঝেও বেশ আলোড়ন তুলেছে। দুটি বড় দলের মাঝে সংলাপ সম্ভাবনার যখন ‘মৃত্যু’ ঘটেছিল, ঠিক তখনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই নেত্রীকে সংলাপে বসার আমন্ত্রণ জানালেন। এই আহ্বানে দুই দল আদৌ সাড়া দেবে, এটা মনে করারও তেমন কোনো কারণ নেই। এর মধ্যে এসেছে দুটি খবর। প্রথমত, বিএনপি বলছে তারা ২৫ অক্টোবরের পর সরকার পতনে লাগাতার কর্মসূচি দেবে। দ্বিতীয়ত, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, খুব শিগগিরই দলের পক্ষ থেকে একটি অন্তর্বর্তীকালীন...
সিরীয় সমঝোতা ও অমীমাংসিত কিছু প্রশ্ন
10:42
No comments
জেনেভায় লেভারভ-কেরি সমঝোতা স্বাক্ষর এবং জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের তদন্ত রিপোর্ট দাখিলের পরও সিরিয়া সংকটের সমাধান হয়েছে এটা বলা যাবে না। লেভারভ-কেরি সমঝোতায় আপাতত মধ্যপ্রাচ্যে একটি ‘যুদ্ধ’ এড়ানো গেছে সত্য, তবে বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে, যার ওপর নির্ভর করছে সিরিয়ার ভবিষ্যৎ। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রী একটি সমঝোতায় উপনীত হলেও যুক্তরাষ্ট্রের অনেক নীতিনির্ধারককে দেখেছি তারা রাশিয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। উপরন্তু পুতিনের নিউইয়র্ক টাইমসে দেয়া একটি উন্মুক্ত আবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রকে American Exceptionalism হিসেবে...
ওবামা এখন কী করবেন
09:46
No comments
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলা প্রমাণিত হওয়ার পর ওয়াশিংটনে আইন প্রণেতাদের মধ্যে একটা কথা উঠেছে যে, অভিযুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মাধ্যমে বিচার করা উচিত। আর এর মাধ্যমেই সিরিয়ায় সম্ভাব্য একটি 'যুদ্ধ' এড়ানো সম্ভব। এরই মধ্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়ার অভ্যন্তরে গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র হামলাকে 'যুদ্ধাপরাধ' হিসেবে চিহ্নিত করেছেন। অনেকেই জানেন যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য ২০০২ সালে রোম চুক্তি অনুযায়ী এই অপরাধ আদালত গঠিত হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এরই মধ্যে বসনিয়া, লাইবেরিয়া কিংবা কঙ্গো ও রুয়ান্ডা-বুরুন্ডির...
যুদ্ধ ও ওবামা প্রশাসন
09:39
No comments
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৮ সালে। কিন্তু যুদ্ধের সঙ্গে তার নাম ওতপ্রোত জড়িয়ে আছে। লিবিয়া যুদ্ধের পর এখন দ্বিতীয় আরেকটি যুদ্ধের মুখোমুখি তিনি। সিরিয়া আক্রমণের সব প্রস্তুতি সম্পন্ন করার পরও তিনি শেষ মুহূর্তে কূটনীতির আশ্রয় নিয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার সহযোগিতা নিয়ে সিরিয়া সঙ্কটের একটা সমাধান খুঁজে বের করতে। সেই সমাধান পাওয়া গেছে। কিন্তু এতে করে একটি যুদ্ধ শেষ পর্যন্ত এড়ানো যাবে? মার্কিন প্রশাসনে কংগ্রেসি যুদ্ধবাজরা এখনো সক্রিয়। ইসরাইলও চাচ্ছে একটি যুদ্ধ। উপরন্তু সর্বশেষ...
ওবামা কি শেষ কথাটা বলে ফেলেছেন?
14:18
No comments
বারাক ওবামা কি সিরিয়া সম্পর্কে শেষ কথাটা বলে ফেলেছেন? ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে আপাতত ‘সিরিয়া আক্রমণে’ না যাওয়ার যে সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন, তাতে করে একটি প্রশ্ন ঘুরেফিরে যুক্তরাষ্ট্রে সর্বত্র আলোচিত হচ্ছে আর তা হচ্ছে যুদ্ধ কি শেষ পর্যন্ত এড়ানো গেল সিরিয়ায়? এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সিনেটে সিরিয়াসংক্রান্ত ভোটাভুটি পিছিয়ে গেছে এবং পররাষ্ট্র সচিব জন কেরি মিত্রদের সঙ্গে আলাপ-আলোচনার জন্য ইউরোপ সফর করছেন। প্রেসিডেন্ট ওবামা তার...
সিরিয়া নিয়ে অনেক প্রশ্ন
06:14
No comments
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে 'চতুর্থ যুদ্ধ' শুরু করতে যাচ্ছে? ১৯৯১ সালে ইরাক যখন কুয়েত
দখল করে নিয়েছিল, তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে
মধ্যপ্রাচ্যে তথা আরব বিশ্বে প্রথম যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। সেদিন
অবশ্য একটি বহুজাতিক বাহিনীকে যুক্তরাষ্ট্র তার সঙ্গে পেয়েছিল। কুয়েত
দখলমুক্ত হয়েছিল। এরপর কেটে যায় ১০ বছর। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ঘটে গেছে
ইতিহাসের ভয়ংকর ঘটনা। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসে পড়ল
সন্ত্রাসী বিমান হামলায়।...
৯/১১ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি
13:43
No comments

মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১-এর মতো ভয়ংকর একটি ঘটনা ঘটেছিল আজ থেকে ১২ বছর আগে। আজ সেই ভয়ংকর ঘটনার এক যুগ পূর্ণ হল। সেদিন ছিল মঙ্গলবার। সন্ত্রাসীরা চার চারটি বিমান হাইজ্যাক করেছিল। প্রথম বিমানটি আঘাত করে নিউইয়র্কের ম্যানহাটনের বিশ্ববাণিজ্য কেন্দ্রের ১১০ তলা ভবনের ৮০ তলায়। আমেরিকান এয়ারলাইন্সের সেই বিমানটিতে ছিল ২০ হাজার গ্যালন জেট ফুয়েল। গন্তব্য ক্যালিফোর্নিয়া। এর ঠিক ১৮ মিনিট পর আরও একটি বিমান (ইউনাইটেড এয়ারলাইন্সের) আঘাত করে বিশ্ববাণিজ্য কেন্দ্রের...
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের বারো বছর.
21:48
No comments
আগামী ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’-এর ১২ বছর পার করবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর তথাকথিত এক সন্ত্রাসী হামলায় নিউইয়র্কের বিশ্ববাণিজ্য সংস্থার ‘টুইন টাওয়ার’ ধসে পড়েছিল। হাইজ্যাক করা দুটো বিমান আছড়ে পড়েছিল ভবন দুটোর ওপর। কয়েক মিনিটের মধ্যে ভবন দুটো গলে পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। ওই ঘটনায় মারা গিয়েছিলেন তিন হাজার মানুষ, যাদের মাঝে বাংলাদেশী ছিলেন ১৪ জন। ওই সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল আল কায়দা আর ওসামা বিন...
ফোন -সংলাপ ও ভবিষ্যৎ রাজনীতি
00:25
No comments
বাংলাদেশের
রাজনীতি যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, তখন দুটি সংবাদ রাজনৈতিক
পর্যবেক্ষকদের মাঝে যথেষ্ট আলোড়ন তুলেছে। এর একটি হচ্ছে মোবাইল ফোনে এরশাদ ও
বেগম জিয়ার মতবিনিময়। বান কি মুনের ফোনালাপের পরও নির্বাচনকালীন সরকারের
ব্যাপারে জট খুলেছে বলে মনে হয় না। সরকার এখনো আগের অবস্থানে আছে
নির্বাচনকালীন একটি সরকার শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হবে। প্রয়োজনে বিএনপি
সেই সরকারে যোগ দিতে পারে! প্রধানমন্ত্রী পুনরায় বিএনপিকে সংসদে যোগ দিয়ে
কোনো প্রস্তাব দেয়ার...
মিসর কি আরেকটি আফগানিস্তানে পরিণত হবে?
00:16
No comments
মিসর
কি আরেকটি আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে? এই সম্ভাবনার জন্ম দিয়েছে মিসরে
ইসলামী জঙ্গিবাদী সংগঠন 'আল গামা আল ইসলামিয়া' কর্তৃক প্রচারিত একটি
বিবৃতির পর। সংগঠনটি অভিযোগ করেছে যে মিসরকে আরেকটি 'আফগানিস্তান' বানানোর
লক্ষ্যে ষড়যন্ত্র করে একটি ইসলামপন্থী সরকারকে উৎখাত করা হয়েছে। জঙ্গিবাদী
আল গামা আল ইসলামিয়ার বিবৃতিটি যখন প্রচারিত হয়, ঠিক তখনই আল-কায়েদার নেতা
জওয়াহিরির একটি বিবৃতিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। জাওয়াহিরি মুরসির
উৎখাতের পেছনে...
সিরিয়ায় যুদ্ধ কি আসন্ন?
00:08
No comments
৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস এক গুরুত্বপূর্ণ অধিবেশনে মিলিত
হচ্ছে। সিরিয়ায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাবে কি চালাবে না, এ ব্যাপারে
কংগ্রেস একটি সিদ্ধান্ত দেবে। ইতিমধ্যে প্রেসিডেন্ট ওবামা এটা নিশ্চিত
করেছেন যে, তিনি কংগ্রেসের অনুমোদন নিয়েই সিরিয়ায় \\'সীমিত\\' ক্ষেপণাস্ত্র
হামলা চালাতে চান। এক্ষেত্রে যুদ্ধবিমানের চাইতে তিনি ভূমধ্যসাগরের
অবস্থিত ডেস্ট্রয়ার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাবেন। অবস্থাদৃষ্টে যা মনে
হচ্ছে, তা হচ্ছে তিনি কংগ্রেসের...
Subscribe to:
Posts (Atom)