ওয়াশিংটনে শেষ পর্যন্ত শাটডাউন পরিস্থিতির অবস্থান ঘটলেও ১৬ দিনের এই সংকট বিশ্বে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ঋণসীমা বৃদ্ধির প্রস্তাব শেষ পর্যন্ত পাস হওয়ায় ফেডারেল কর্মচারীরা কাজে ফিরে আসবেন বটে; কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে নতুন করে আবার সংকট দেখা দিতে পারে। বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। বড় দেশ, বড় অর্থনীতি। জিডিপির পরিমাণ ১৫.৬৮ ট্রিলিয়ন ডলার। অথচ এই যুক্তরাষ্ট্রই কিনা ফেডারেল সরকারের কর্মচারীদের...
Prof Dr Tareque Shamsur Rehman
In his Office at UGC Bangladesh
Prof Rahman With US Congressman Joseph Crowley
here you go!!!
Prof Dr Tareque Shamsur Rahman
During his stay in Germany
Prof Dr Tareque Shamsur Rahman
At Fatih University, Turkey during his recent visit.
Prof Dr Tareque Shamsur Rehman
In front of an Ethnic Mud House in Mexico
তত্ত্বাবধায়ক বনাম সর্বদলীয় সরকার
13:53
No comments

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে সর্বদলীয় সরকারের যে প্রস্তাব করেছেন, খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে তার প্রতিক্রিয়াও জানিয়েছেন। প্রধানমন্ত্রী যেখানে একটি সর্বদলীয় সরকারের প্রস্তাব করেছেন, সেখানে খালেদা জিয়া একটি তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করেছেন। খালেদা জিয়ার প্রস্তাবে রয়েছে বিগত ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের পাঁচজন করে সদস্য দিয়ে মোট ১০ জনের সমন¦য়ে একটি তত্ত্বাবধায়ক সরকার। এতে পাঁচজনের নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ, আর পাঁচজনের...
সমাধান কোন পথে
13:52
No comments

আগামী ২৫ অক্টোবরের পর দা-কুড়াল নিয়ে তৈরি থাকতে নির্দেশ দিয়েছিলেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। এরপর থেকে তিনি উধাও। পুলিশ তাকে খুঁজছে। একটি অনলাইন সংবাদপত্রে পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি সম্ভবত দা-কুড়াল বানাচ্ছেন। এ কথাটার পেছনে সত্যতা হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এটা তো সত্য যে, রাজনীতিতে ‘লগি-বৈঠার’ পর ‘দা-কুড়াল’ এসে গেছে। বাংলাদেশ তার স্বাধীনতার ৪২ বছরে পা দিয়েছে। আমাদের দুর্ভাগ্য এখানেই যে, সাধারণ মানুষের প্রতি আস্থা না রেখেই...
জনমত জরিপ ও টেকসই গণতন্ত্রের স্বরূপ
09:28
No comments
একটি জাতীয় দৈনিকে জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। জরিপে দেখা গেছে, এ মুহূর্তে যদি ভোট হয়, তাহলে শতকরা ৫০ দশমিক ৩ ভাগ ভোট পড়বে বিএনপির ঘরে। আর জামায়াতকে নিয়ে এই হার ৫৩ দশমিক ২০ ভাগ। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোটের হার ৩৬ দশমিক ৫০। বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিম ইউরোপে এ ধরনের জনমত জরিপ নির্বাচনে একটা বড় ভূমিকা রাখে। বারাক ওবামা যখন দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন জনমত জরিপই জানিয়ে দিয়েছিল তিনি...
আরো দুই বছর ক্ষমতায় থাকার দুই বিকল্প নিয়ে আগাচ্ছে আ’লীগ
14:19
No comments

আজকাল-এর সাথে পর্যবেক্ষণ শেয়ার করলেন রাজনীতি-বিশ্লেষক তারেক শামসুর রেহমান:আবু দারদা যোবায়ের ঃ বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তারেক শামসুর রেহমান সাপ্তাহিক আজকালকে বলেছেন, রাজনৈতিক সংকটের টান টান উত্তেজনার মধ্যে ক্ষমতাসীন মহাজোট সরকার মনে হয় এখন দুটি বিকল্পের একটি বেছে নিতে চিন্তা-ভাবনা করছে। বিকল্প দুটি হচ্ছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পাওয়া সাংবিধানিক ক্ষমতার বলে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করবে, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও। কিংবা...
প্রধানমন্ত্রীর ভাষণ ও কিছু মৌলিক প্রশ্ন
14:04
No comments
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন গত শুক্রবার। দেশের এক চরম সংকটকালে প্রধানমন্ত্রী এ ভাষণ দিলেন। কেননা মূল যে সমস্যাটিকে কেন্দ্র করে বর্তমান সংকটের জন্ম, অর্থাৎ একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের যে দাবি, সে দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী এতটুকুও ছাড় দেননি। বিকল্প হিসেবে তিনি সর্বদলীয় সরকার গঠনের একটি প্রস্তাব করেছেন। এই প্রস্তাব নিয়েও আছে নানা কথা। প্রথমত, একটি সর্বদলীয় সরকার গঠনের কোনো কথা সংবিধানে নেই। প্রধানমন্ত্রী কোন ধারা বলে...
যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অশনি সংকেত
09:56
No comments
যুক্তরাষ্ট্রের ইতিহাসে শাট ডাউনের ঘটনা দ্বিতীয় সপ্তাহে গড়াল। নতুন অর্থবছরে বাজেট বরাদ্দ ও স্বাস্থ্যসেবা সংস্কার (ওবামা কেয়ার) নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বিরোধী দল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের কোনো সমঝোতা না হওয়ায় ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিশ্ব নেতৃত্ব প্রদানের যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ওয়াশিংটনের এই শাট ডাউনের ঘটনা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে অর্থনীতিবিদরা আশংকা করেছেন। চীনের ডেপুটি অর্থনীতি সংক্রান্ত...
কী হতে যাচ্ছে বাংলাদেশে??
09:56
No comments
কী হতে যাচ্ছে বাংলাদেশে ২৪ অক্টোবরের পর? সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে যদি নির্বাচন দিতে হয়, তাহলে ২৪ অক্টোবর সংসদ ভেঙে দিতে হবে। কিন্তু সরকার সেটি করছে না। বরং সংসদ নভেম্বর পর্যন্ত চলবে, তেমন একটি সংবাদ পত্র-পত্রিকায় ছাপা হয়েছে। প্রধানমন্ত্রীও তা সুস্পষ্ট করেছেন।
প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে একটা সমঝোতার কথা খোদ জাতিসংঘের পক্ষ থেকে বলা হলেও, সেই সম্ভাবনার ‘মৃত্যু’ ঘটেছে বলেই মনে হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী নিউইয়র্কে...
দারিদ্র্যের দুষ্টচক্রে মার্কিন সমাজ
14:03
No comments
বিশ্বের বড় অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। জিডিপির পরিমাণ হচ্ছে ১৫ দশমিক ৬৮ ট্রিলিয়ন ডলার (এক ট্রিলিয়ন এক হাজার মিলিয়নের সমান)। কিন্তু এখানেও দারিদ্র্য আছে। আছে বেকারত্ব। অবাক করার একটি বিষয়, গত ৪ সেপ্টেম্বর অনলাইনভিত্তিক সংবাদপত্র Meclatchy-তে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। তাতে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রতি প্রাপ্তবয়স্ক সাতজনের মধ্যে একজন নাগরিক 'ফুড স্টাম্প' গ্রহণ করে থাকেন। অর্থাৎ ফেডারেল সরকারের কাছ থেকে খাদ্য সাহায্য পেয়ে থাকেন। ১৭ দশমিক ৬ মিলিয়ন পরিবার খাদ্য নিরাপত্তায় ভোগে। ৪৯ মিলিয়ন মানুষ জানে না পরের বেলার খাদ্য তারা কোত্থেকে জোগাড় করবে।...
অক্যুপাই মুভমেন্টের চেতনার কি মৃত্যু ঘটেছে?
12:40
No comments
২০১১ সালের ১৭ সেপ্টেম্বরের ঘটনা। শত শত তরুণ জমায়েত হয়েছিল নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের একটি ছোট্ট পার্কে, যার নাম জুকোট্টি পার্ক। সেখানে জš§ হয়েছিল একটি আন্দোলনেরÑ ‘অক্যুপাই মুভমেন্ট’। দিনের পর দিন ছোট এই পার্কটি দখল করে রেখে তারা যে ইতিহাস রচনা করে, তা প্রতিবাদী আন্দোলনের ক্ষেত্রে সৃষ্টি করে অনন্য এক নজির। তরুণরা প্রতিবাদ করে যুক্তরাষ্ট্রের সমাজের ‘অসমতা, দারিদ্র্য, শোষণ আর বঞ্চনার’। সারা দুনিয়ার মানুষকে তারা জানায়, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম সম্পদশালী রাষ্ট্রে পরিণত হলেও এখানেও দারিদ্র্য আছে। কিছু মানুষের কাছে সম্পদ কেন্দ্রীভূত হয়েছে। দাবি...
সিরিয়ার অর্থনীতি কি আগের অবস্থায় ফিরে আসবে?
10:26
No comments
সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে প্রায় ২৯ মাস ধরে। বাসারবিরোধী একটি রাজনৈতিক মোর্চা তথা প্রবাসী সরকার গঠন, বিদ্রোহী সেনাবাহিনী গঠন ও তাদের অস্ত্র দিয়ে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র স্বয়ং। এটা কোনো রাখ-ঢাকের বিষয় ছিল না। কিন্তু এ যুদ্ধ সিরিয়ার অর্থনীতিকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। যে সিরিয়া ছিল খাদ্যে ও উত্পাদিত পণ্যে স্বয়ংসম্পূর্ণ একটা দেশ, সেই দেশ এখন খাদ্য ও পণ্য আমদানিকারক দেশে পরিণত হয়েছে। বেকার সমস্যা যেখানে যুদ্ধের আগে তেমন একটা ছিল না, এখন তা প্রকট আকার ধারণ করেছে। যেখানে যুদ্ধের আগে তেল উত্পাদন হতো দৈনিক ৩ লাখ ৮০ হাজার ব্যারেল, এখন হয় মাত্র ২০...
রাষ্ট্রীয় খরচে অর্থহীন বিদেশ সফর
10:25
No comments
গত ২৭ সেপ্টেম্বর ঢাকার একটি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের খবর ‘বেড়ানো আর শপিংয়েই ব্যস্ত তারা’। সংবাদটি পাঠিয়েছেন ওই পত্রিকার নিউইয়র্ক সংবাদদাতা। মূল বিষয় হচ্ছে একটিই জাতিসংঘের ৬৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়া ১৪০ সদস্যের অনেকেই এখন নিউইয়র্কে ব্যস্ত শপিং আর কেনাকাটায়। যেখানে অধিবেশনে যোগ দেয়ার সুযোগ পেয়েছেন মাত্র কয়েকজন, সেখানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ১৪০ জন কেন? এ প্রশ্নের জবাব জানার কোনো সুযোগ আমার নেই। কিন্তু আমি জানি এ দেশের জনগণের ট্যাক্সের টাকায় এদের টিকিট কাটা হয়েছে! তবে ২৬ জনের মতো ব্যবসায়ীও এসেছেন, যারা নিজেরা টিকিট কেটেছেন।...
দশম জাতীয় সংসদ নির্বাচন ও প্রবাসীদের ভাবনা
10:25
No comments
সাংবিধানিকভাবে দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। ২০১৪ সালের ২৪ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী এর তিন মাস আগে যে কোনো এক সময় এই নির্বাচন হবে। এর আগে অবশ্য প্রধানমন্ত্রী একবার বলেছিলেন, বর্তমান সংসদের মেয়াদের শেষ দিন পর্যন্ত বর্তমান সংসদ বহাল থাকবে। তার ওই বক্তব্য সমালোচিত হয়েছিল। কেননা ২৪ জানুয়ারি পর্যন্ত সংসদ থাকলে, সংসদ সদস্যরা তাদের পদে থেকেই নির্বাচন করবেন। ফলে নির্বাচন প্রক্রিয়া প্রভাবান্বিত হয়ে যেতে পারে।এখন ২৪ অক্টোবরের একটি তারিখকে ঘিরে নানা প্রশ্নের জন্ম হয়েছে। ওই তারিখের পর সংসদ ভেঙে যেতে পারে, এমন গুজব বাতাসে ভাসছে।...
Subscribe to:
Posts (Atom)