বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া কী মেসেজ দিলেন গত ২০ জানুয়ারির জনসভায়? সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় তিনি যেসব কথাবার্তা বলেছেন, তার মাঝে নতুনত্ব কিছু নেই। তবে একাধিক কারণে আমার কাছে এই কথাবার্তার গুরুত্ব অনেক। প্রথমত, ওই জনসভায় জামায়াতের উপস্থিতি আদৌ ছিল না। তাদের নেতারা বক্তব্যও রাখেননি। সরকার বিএনপিকে অনুমতি দিয়েছিল এক শর্তে আর তা হচ্ছে জামায়াত কর্মীদের আনা যাবে না কিংবা জামায়াত নেতারা বক্তব্য দিতে পারবেন না। এর আগে বিদেশি দূতরা,...
Prof Dr Tareque Shamsur Rehman
In his Office at UGC Bangladesh
Prof Rahman With US Congressman Joseph Crowley
here you go!!!
Prof Dr Tareque Shamsur Rahman
During his stay in Germany
Prof Dr Tareque Shamsur Rahman
At Fatih University, Turkey during his recent visit.
Prof Dr Tareque Shamsur Rehman
In front of an Ethnic Mud House in Mexico
তিনটি সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন অনেক
17:35
No comments
তিনটি
সিদ্ধান্ত হয়েছে তিনটি দেশে। কিন্তু দেশ একটি। দেশটি বাংলাদেশ। সিদ্ধান্ত
হয়েছে ওয়াশিংটন, ব্রাসেলস আর লন্ডনে। যুক্তরাষ্ট্রের সিনেট একটি সিদ্ধান্ত
নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সিদ্ধান্তও বাংলাদেশকে নিয়ে। আর
ব্রিটেনের হাউস অব কমনসের সিদ্ধান্তও এলো বাংলাদেশকে নিয়ে। পুরো বিষয়টিই
বাংলাদেশকে নিয়ে, ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদের নির্বাচনকে নিয়ে। এ সংসদ
এখন গঠিত হয়েছে। একটি মন্ত্রিসভাও আমরা পেয়েছি। এ নির্বাচন নিয়ে সাধারণ
মানুষের আগ্রহ...
বিএনপির রাজনীতি এখন কোন পথে : তারেক শামসুর রেহমান
03:42
No comments
দশম জাতীয় সংসদ নির্বাচন 'প্রতিহত' ঘোষণার 'ব্যর্থতা' এবং দীর্ঘ প্রায় এক মাসজুড়ে চলা হরতাল-অবরোধের পর যে প্রশ্নটি এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, তা হচ্ছে বিএনপি এখন কী করবে? কোন পথে এখন বিএনপি? দশম জাতীয় সংসদ নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা না থাকলেও, বাস্তবতা হচ্ছে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ওই সংসদ নির্বাচন বয়কট করেছিল। কিন্তু নির্বাচন ঠেকিয়ে রাখতে পারেনি। যেখানে ৩৫ থেকে ৪০টি কেন্দ্রে কোনো ভোট পড়েনি, যেখানে ৫২ ভাগ জনগোষ্ঠী আদৌ তাদের অধিকার...
সংসদ মন্ত্রিসভা ও বিবিধ প্রশ্ন
17:15
No comments
অনেক ‘বিতর্কের’ জন্ম দিয়ে দশম জাতীয় সংসদ গঠিত হয়েছে। ৪৯ সদস্যবিশিষ্ট একটি মন্ত্রিসভাও শপথ নিয়েছে এবং বোধকরি গণতান্ত্রিক সমাজে এই প্রথম একটি দেশ যেখানে নামমাত্র একটি বিরোধী দল সরকারেও আছে, আবার একইসঙ্গে বিরোধী দলেও আছে। শুধু তাই নয়, এমন একটি নির্বাচন হলো, যেখানে ১৫৩ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘নির্বাচিত’ও হলেন! আরও অবাক করার বিষয়Ñ নবম জাতীয় সংসদকে রেখেই দশম জাতীয় সংসদের নির্বাচন হলো এবং দশম জাতীয় সংসদ থেকে সদস্যদের নিয়ে মন্ত্রিসভাও গঠিত হলো!...
ইতিহাসে কীভাবে চিহ্নিত হবে?
16:51
No comments
গত
বৃহস্পতিবার দশম সংসদের ২৮৩ সদস্য শপথ নিয়েছেন। আর শনিবার নিলেন এরশাদ।
পুরো মন্ত্রিসভা গঠিত হলো রোববার। এর মধ্য দিয়ে দশম সংসদ তার যাত্রা শুরু
করল। তবে এই সংসদ নিয়ে ‘কিছু’ এবং ‘কিন্তু’ আছে। বৃহস্পতিবারের ওই শপথ
গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি বড় ধরনের সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে।
সংবিধানের ৬৫ (২) ধারায় বলা আছে ‘একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হইতে
প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইনানুযায়ী নির্বাচিত তিনশত সদস্য লইয়া এবং
এই অনুচ্ছেদের (৩)...
বিরোধীদল বিরোধীদলই,এর অভাব অপূরণীয় : ড. তারেক
01:37
No comments
সরকারের শুদ্ধিতার ও সামঞ্জস্যতা বজায় রাখার জন্য বিরোধীদলের কোন বিকল্প নেই।
দশম জাতীয় সংসদে আওয়ামী লীগ এক তরফা জয়ী হলেও বিরোধীদলহীন নির্বাচনকে কখনই গণতান্ত্রিক পর্যায়ে ফেলা সম্ভব নয়। বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে এ কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আšত্মর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রহমান। এই অনুষ্ঠানে অন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
অডিও ক্লিপটি শুনতে নিচে...
কেমন হবে ২০১৪ সালের বিশ্ব
16:49
No comments
কেমন হবে ২০১৪ সালের বিশ্ব রাজনীতি? ২০১৩ সালের বিশ্ব রাজনীতিতে উৎকণ্ঠা, অস্থিরতা, দ্বন্দ্ব থাকলেও তা কি ২০১৪ সালের রাজনীতিতে আদৌ কোনো প্রভাব ফেলবে? মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গেল বছর কংগ্রেসের সঙ্গে বাজেট তথা সরকারের ব্যয় নিয়ে বড় ধরনের বিবাদে জড়িয়ে গিয়েছিলেন, এর রেশ কি চলতি বছরেও থাকবে? যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কাজ করেন তারা জানেন, গেল বছরের বিশ্ব রাজনীতির কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা চলতি বছরের বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলবে এবং বিশ্ব রাজনীতিতে...
মন্ত্রিসভা নিয়ে নানা প্রশ্ন
16:45
No comments
শেষ পর্যন্ত নয়া মন্ত্রিসভা রবিবার শপথ নিল। বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এই মন্ত্রিসভা গঠিত হলো। আর এই মন্ত্রিসভা গঠিত হলো এমন একসময়, যখন নবম জাতীয় সংসদ এখনো বহাল আছে। সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত নবম জাতীয় সংসদের আয়ুষ্কাল। নবম জাতীয় সংসদকে বহাল রেখে দশম জাতীয় সংসদের সদস্যদের শপথ ও মন্ত্রিসভা গঠন একটি সাংবিধানিক বিতর্কের জন্ম দিয়েছে। প্রথমত, সংবিধানের ৫৬(১) ধারায় বলা হয়েছে, 'একজন প্রধানমন্ত্রী থাকিবেন এবং প্রধানমন্ত্রী যেরূপ...
অনিশ্চয়তা কাটল না
17:16
No comments
দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল, নির্বাচনের পরও সেই অনিশ্চয়তা কাটল না। নির্বাচনের পর দেশের প্রধান দুই নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একটি প্রতিক্রিয়া পাওয়া গেছে। এ প্রতিক্রিয়া জট খোলার জন্য যথেষ্ট নয়। যখন প্রধানমন্ত্রী 'জিরো টলারেন্স'-এর কথা বলছেন, তখন বিরোধীদলীয় নেতা জানালেন আন্দোলন অব্যাহত থাকবে। ৫ জানুয়ারি একটি 'গ্রহণযোগ্য' নির্বাচন হয়নি। বিভিন্ন কারণে এ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনকে...
বরফ গলবে কি?
17:25
No comments
দশম জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বেশ কতগুলো কথা বলেছেন। একই দিন রাতে বিবিসি বাংলার সঙ্গে খালেদা জিয়া একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসি পুরো বিষয়টির ওপর মন্তব্য করার জন্য আমাকে তাদের স্টুডিওতে ডেকেছিল। বর্তমান প্রেক্ষাপটে এ দুটি সাক্ষাৎকার নিয়ে আমি মন্তব্য করেছি। প্রথমে আসা যাক প্রধানমন্ত্রীর বক্তব্যে। প্রধানমন্ত্রীর বক্তব্য বিশ্লেষণ করলে নিম্নলিখিত বিষয়গুলো পাওয়া যায়-১. নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের...
অতঃপর কী, এমন প্রশ্ন আছে অনেক
17:08
No comments

প্রধান বিরোধীদলীয় নেত্রী বেগম জিয়ার নির্বাচন বয়কটের আহ্বান, টানা ৪৮ ঘণ্টার হরতাল আর সহিংস ঘটনাবলির মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গত ৫ জানুয়ারি। সাংবিধানিক বাধ্যবাধকতার নামে এই নির্বাচন অনুষ্ঠিত হলেও বাংলাদেশের রাজনীতিতে এই নির্বাচনের ও আন্তর্জাতিক আসরে এর আদৌ কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, এটা সরকারের নীতি-নির্ধারকদের অনেকেই বিশ্বাস করেন। আর তাই অর্থমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সমঝোতা হলে যে কোনো সময় আরেকটি নির্বাচন হতে পারে।’ আমাদের...
Subscribe to:
Posts (Atom)