রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্

গত শনিবার ঢাকায় এসেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অতুল কেশাপ। এর আগে গেল নভেম্বরে ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। নিশা দেশাইয়ের ঢাকা সফরের পর বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করেছিলেন। আগামী ৭ এপ্রিল টিকফা বা 'ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্কের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আর ১৬ এপ্রিল ঢাকায় বসবে দুই দেশের মধ্যকার 'নিরাপত্তা সংলাপ'।...

ব্লেইম গেমে জঙ্গিরাই উৎসাহিত হবে

তার নাম রাসেল। টেক্সটাইল ইন্সটিটিউটে চতুর্থ বর্ষে পড়ে। বাড়ি টাঙ্গাইল। র‌্যাব তাকে গ্রেফতার করেছে। রাসেল জানিয়েছে, সে নিজে বহুল আলোচিত আল কায়দার অডিওবার্তাটি ইন্টারনেটে আপলোড করেছে। সে গত ৩০ নভেম্বর ‘দাওয়া ইল্লাহ’ নামে একটি সাইটে এটা আপলোড করে এবং পরে তা সর্বত্র ছড়িয়ে যায়। রাসেল শিবিরকর্মী এবং শিবিরের বিভিন্ন সাইটের এডমিন। র‌্যাব এই অডিওবার্তার আপলোডকারীকে গ্রেফতার করায় আমরা অনেকটা হাঁফ ছেড়ে বাঁচলাম। তবে গত ক’দিনে এই কথিত আল কায়দার অডিও...

উপজেলা নির্বাচন কী মেসেজ দিয়ে গেল

> প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচন হয়ে গেল ১৯ ফেব্রুয়ারি। আরও চার পর্যায়ে এ নির্বাচন সম্পন্ন হবে। শেষ হবে মার্চের শেষ সপ্তাহে। প্রথম দফায় অনুষ্ঠিত হলো ৯৭টি উপজেলার নির্বাচন। মোট ৪৮৭টি উপজেলার নির্বাচন সম্পন্ন হবে মার্চের শেষ সপ্তাহের মধ্যে। যদিও উপজেলা নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনকে মেলান যাবে না; কিন্তু উপজেলা নির্বাচনের গুরুত্ব কোনো অংশে কম নয়। গণতান্ত্রিক সংস্কৃতিতে উপজেলা নির্বাচন এমন একটি স্তর, যেখান থেকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হয়।...

স্বর্ণের নৌকা যখন উপহার

জনপ্রতিনিধিদের স্বর্ণের তৈরি নৌকা ‘উপহার’ হিসেবে নেয়া এখন যেন ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে! প্রথমে খবর এলো একজন নয়া প্রতিমন্ত্রীর। তারপর এলো চিফ হুইপের। তিনি নৌকা চাইলেন না। তিনি চাইলেন টাকা, তাও প্রকাশ্যে জনসভায়। আর এবার তিনি সোনার নৌকা (ফোন পিন) নিলেন বাগেরহাট-৪-এর এমপি। এবারো জনসভায় (সকালের খবর, ১৬ ফেব্র“য়ারি)। একজন নয়া প্রতিমন্ত্রীর সোনার নৌকা উপহার নেয়া সম্পর্কিত প্রতিবেদনটি যখন পত্রিকায় ছাপা হলো, তখন তিনি এটা বিক্রি করে প্রাপ্ত অর্থ দান...

এ লজ্জা আমরা রাখব কোথায়!

তাঁর সোজাসাপ্টা কথা। ক্রেস্ট নয়। চাই নগদ টাকা। প্রকাশ্যে জনসভায় তিনি জানিয়ে দিলেন কোথায় কখন টাকা দিতে হবে। তিনি আমাদের সংসদের চিফ হুইপ, মন্ত্রীর পদমর্যাদা তাঁর। এর আগে একজন নবনিযুক্ত প্রতিমন্ত্রী 'স্বর্ণের নৌকা' নিয়েছিলেন। উপহার পাওয়া এই নৌকা সম্পর্কিত প্রতিবেদনটি যখন পত্রিকায় ছাপা হলো, তখন তিনি এটা বেচে দিয়ে প্রাপ্ত অর্থ দান করলেন একটি প্রতিবন্ধী ফাউন্ডেশনে। কাজটি ভালো, সন্দেহ নেই। কিন্তু যিনি প্রতিমন্ত্রী হয়েছেন, একটি সুযোগ পেয়েছেন...

টকশোতে ঝগড়া নয়, বিশেষজ্ঞ মতই কাম্য

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে এ কী আচরণ দেখলাম আমরা? একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি আবার অ্যাক্টিভিস্টও, তার সঙ্গে রীতিমতো ‘ঝগড়া’ লেগে গেল বিএনপি থেকে বহিষ্কৃত একজন সাবেক সংসদ সদস্যের। শুধু ঝগড়া বললে ভুল বলা হবে- হুমকি-ধামকি, এমনকি দু’জন অতিথি একপর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিলেন। টিভি টকশোগুলোর দর্শক বেশি। লাখ লাখ দর্শক দেখল কীভাবে একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (এ পরিচয় সচরাচর তিনি দেন না), যার জন্ম খুব...

টক শো: গণতন্ত্র চর্চার বিকল্প মাধ্যম

কয়েকটি ঘটনা উল্লেখ করে লেখাটা শুরু করতে চাই। দৃশ্যপট এক। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত একটি চ্যানেল। আমন্ত্রিত ‘টকার’দের (যারা কথা বলেন) মাঝে আমিও একজন। বাড়িতে বসে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন একজন মন্ত্রী, যিনি ক’দিন আগে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, তিনি আর রাজনীতি করবেন না। রাজনীতি থেকে অবসর নিয়েছেন! কিন্তু তিনি রাজনীতি করছেন এবং মন্ত্রীও হয়েছেন। প্রসঙ্গ ছিল চলমান রাজনীতি। কিন্তু আলোচনা এগোলো না। তিনি হঠাৎ করেই আক্রমণ করে বসলেন আমরা যারা...

বাংলাদেশ কি জিএসপি সুবিধা পাবে

বাংলাদেশ কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পাচ্ছে? বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ ব্যাপারে আশাবাদী। ১০ ফেব্রুয়ারি তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে ১৬টি শর্ত আরোপ করেছিল, তার মাঝে ১৩টি শর্ত আগেই পূরণ করা হয়েছে। বাকি তিনটি শর্ত পূরণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এই তিনটি শর্ত হচ্ছে- ১. গার্মেন্ট শিল্প পরিদর্শনে ২ জন কারখানা পরিদর্শক নিয়োগ, ২. ১৯টি কারখানায় শ্রমিক নির্যাতনের তদন্ত এবং ৩. ইপিজেডে শ্রমিক ইউনিয়ন করার অধিকার। উল্লেখ্য,...

আরব বসন্ত কি জঙ্গিবাদ উসকে দিয়েছে?

‘আরব বসন্ত’ চতুর্থ বর্ষে পা দিয়েছে। তিউনেসিয়ার ছোট্ট ও অখ্যাত সিদি বওজিদ শহরের বেকার কম্পিউটার গ্রাজুয়েট বোউয়াজিজির আত্মহননের মধ্য দিয়ে অন্যায়-অত্যাচারের যে প্রতিবাদ তিনি করেছিলেন, তা রূপ নিয়েছিল ‘আরব বসন্তে’। সেই প্রতিবাদের ঢেউ ছড়িয়ে গিয়েছিল তিউনেসিয়া থেকে মিসর, ইয়েমেনে ও লিবিয়ায়। একের পর এক পতন ঘটেছিল স্বৈরাচারী সরকারের। রচিত হয়েছিল ইতিহাস। সেটা ২০১১ সালের কথা। তারপর কেটে গেছে তিন বছর। এরই মাঝে এ অঞ্চলে বেশ কিছু পরিবর্তন এসেছে। বোউয়াজিজির...

সরকার কি মেয়াদ পূর্ণ করার কথা ভাবছে

গেল ২০ জানুয়ারি বিএনপির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা এবং জামায়াতকে 'মাইনাস' করার পর একটা প্রশ্ন বিভিন্ন মহলে উঠেছে যে একটি সংলাপের ক্ষেত্র বোধ হয় তৈরি হলো। এমনকি ২১ তারিখ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে ব্রিটিশ হাইকমিশনারও বললেন দ্রুত সংলাপের কথা। গত ১০ দিনের সংবাদগুলো যদি পর্যালোচনা করি, তাহলে দেখতে পাব যুক্তরাষ্ট্রের সিনেট, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে কিংবা ব্রিটেনের হাউস অব কমনসে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তাতে...

বিএনপির রাজনীতি ও দশম সংসদের ভবিষ্যৎ

দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ২৯ জানুয়ারি। ওই একই দিন বিএনপি সারা দেশে কালো পতাকা দিবস পালন করেছে। বিষয়টি এখন অনেকের কাছেই আলোচনার একটি বিষয়Ñ বিএনপি এখন কী করবে? আর দশম সংসদের ভবিষ্যৎ কতদিনের? বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি শক্তি। ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ থেকে শুরু করে নবম সংসদ পর্যন্ত, দীর্ঘ ৩৪ বছর ছয়টি সংসদে (ষষ্ঠ সংসদসহ) বিএনপির প্রতিনিধিত্ব ছিল। ১৯৮৬ ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। যদিও এরশাদ...