রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

বিএনপি নিয়মতান্ত্রিক রাজনীতি করুক

তিনটি সিটি করপোরেশন নির্বাচনে 'ব্যাপক অনিয়ম' বাংলাদেশের রাজনীতিকে একটি বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। নির্বাচনের মাঝখানে নির্বাচন থেকে 'বয়কট'-এর ঘোষণা দিয়ে বিএনপি আবারও পরিস্থিতিকে জটিল করে তুলল। গত বেশ কদিন, নির্বাচনের আগে ও পরে আমরা টিভি টক শোগুলোতে এটা বলার চেষ্টা করেছিলাম যে জাতির প্রয়োজনে, আর স্থিতিশীলতার স্বার্থেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আমার মতো অনেকেই সেদিন জাতিকে আশ্বস্ত করেছিলেন, সিটিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। কিন্তু...

আমরা পেছনের দিকে হাঁটছি আবার!

তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচন আমাদের কী দিল? যেখানে সাধারণ মানুষের এবং সেই সঙ্গে বিদেশী দাতাগোষ্ঠীর প্রতিনিধিদের একটা প্রত্যাশা ছিল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং বিএনপি গণতান্ত্রিক সংস্কৃতিতে ফিরে আসবে, সেখানে ২৯ এপ্রিলের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আর ছবি আমাদের এ সিদ্ধান্তে আসতে বাধ্য করছে যে, আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। ‘ভোট জালিয়াতির মহোৎসব’, ‘সকালেই অধিকাংশ ভোট কেন্দ্র দখল’ (যুগান্তর), ‘অনিয়ম দখল সিল আর বর্জনে শেষ হল ভোট’...

নির্বাচন কি উৎসবমুখর হবে

তিনটি সিটি করপোরেশনের নির্বাচন কি আদৌ উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হবে? বেগম জিয়ার নির্বাচনী প্রচারণায় চিঠি দিয়ে বিধি-নিষেধ আরোপ করেছিল নির্বাচন কমিশন। তাতেও ক্ষান্ত হয়নি কমিশন। নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম অনেকটা ‘হুমকি‘র সুরে বলেছিলেন, ইসির নির্দেশ না মেনে বেগম জিয়া যদি আবারও নির্বাচনী প্রচারণা চালান, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী সাংঘাতিক কথা! একজন মন্ত্রী নন, নীতিনির্ধারক নন, স্রেফ একজন আমলা, তাও আবার সচিব...

নির্বাচন পারস্পরিক আস্থা ফেরাতে পারবে কি

তিন সিটি কর্পোরেশনের নির্বাচন প্রচারের শেষ পর্যায়ে এসে দুই বড় দলের শীর্ষ নেতৃত্ব পরস্পরকে দোষারোপ করে বক্তব্য রাখলেও এ নির্বাচনের ফলাফল আগামী দিনের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী রোববার তার ইন্দোনেশিয়া সফর নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করলেও কার্যত তা অনেকটাই সিটি কর্পোরেশনকেন্দ্রিক হয়ে যায় এবং তিনি বেগম জিয়ার ভূমিকা নিয়েও মন্তব্য করেন। অন্যদিকে বেগম জিয়ার সংবাদ সম্মেলনটি ছিল সিটি কর্পোরেশন নিয়েই। এবং সেখানে তিনি ‘নীরব...

চীন-ভারত দ্বন্দ্বে বাংলাদেশ কি ক্ষতিগ্রস্ত হবে

বাংলাদেশে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রদের মধ্যে সাম্প্রতিক সময়ে একটি প্রশ্ন বারবার উচ্চারিত হচ্ছে, আর তা হচ্ছেÑ এশিয়ার দুই বৃহৎ শক্তি চীন ও ভারতের মধ্যকার দ্বন্দ্বে কি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে? অর্থাৎ বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় চীনের অর্থায়নে কি শ্লথগতি আসবে? ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মূলত ভারত মহাসাগরে প্রভাব বলয় বিস্তারকে কেন্দ্র করে। চীন যখন তার মেরিটাইম সিল্ক রোডের নামে ভারত মহাসাগরভুক্ত অঞ্চলে তার প্রভাব...

নির্বাচন এবং ভবিষ্যৎ মেয়রদের দায়বদ্ধতা

তিনটি সিটি করপোরেশনের নির্বাচনের ব্যাপারে সারাদেশে এখন ব্যাপক প্রত্যাশা ও আগ্রহ সৃষ্টি হয়েছে, ঠিক তখনই বেগম জিয়ার গাড়িবহরের ওপর হামলা এবং সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে একটি ধোঁয়াশার সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সে প্রশ্ন তখনই উঠেছে। তবে এই নির্বাচন একাধিক কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত এই সিটি করপোরেশনের নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি মূলধারার রাজনীতিতে ফিরে এসেছে। বেগম জিয়ার গাড়ির ওপর হামলার পরও বিএনপি কোনো 'শক্ত অবস্থানে'...

আলোচনায় নির্বাচন কমিশনের ভূমিকা

খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় সরকার সমর্থকদের একাধিকবার হামলার পর মন্ত্রী ওবায়দুল কাদের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি ২৩ এপ্রিল বলেছেন, খালেদা জিয়ার ওপর হামলার দায় নির্বাচন কমিশনের (ঢাকা টাইমস)। এর আগে বিবিসি বাংলার একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছিলেন, নির্বাচন কমিশনের দায়দায়িত্ব সরকার নেবে না। তবে নির্বাচন কমিশন একটি দায়িত্ব পালন করেছে। খালেদা জিয়াকে অতিরিক্ত গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণায় না যাওয়ার...

যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্ক

গত ১২ এপ্রিল মধ্য আমেরিকার দেশ পানামায় আমেরিকান দেশগুলোর তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বারাক ওবামা ও রাউল কাস্ত্রোর মধ্যকার বৈঠককে একটি ঐতিহাসিক বৈঠক হিসেবে চিহ্নিত করা হলেও খুব দ্রুত দেশ দুটির মধ্যে সম্পর্কের উন্নতি হবে, এমনটি আশা করা যাচ্ছে না। দীর্ঘ ৫৪ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে গত ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্য আলোচনা শুরু হয়েছিল। এর আগে ১৭ ডিসেম্বর (২০১৪) প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বলেছিলেন। তবে বেশ কিছু...

তিন নির্বাচন, প্রশ্ন অনেক

খালেদা জিয়ার গাড়িবহরের ওপর একাধিকবার হামলা, পাল্টাপাল্টি মামলা আর কূটনীতিকদের ‘সমবেদনা’র মধ্য দিয়ে তিন সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ এপ্রিল। এর মাঝে আবার বিএনপি হামলার প্রতিবাদে ২২ এপ্রিল হরতালও ডেকেছিল (ঢাকা ও চট্টগ্রাম বাদে)। এ হামলা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এবং চলমান রাজনীতিতে এর রেশ যে থেকে যাবে, এটি আর কাউকে মনে করিয়ে দেয়ার প্রয়োজন নেই। এক. খালেদা জিয়ার জামিনপ্রাপ্তি ও নিজ বাসগৃহে ফিরে যাওয়ার মধ্য দিয়ে সরকারি দল...

হিলারি ক্লিনটন ও যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট

শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হিলারি ক্লিনটন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থীপদ ঘোষণা করেছেন। তিনি হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট। জর্জ ওয়াশিংটনের (প্রথম প্রেসিডেন্ট, ১৭৮৯-১৭৯৭) পর বারাক ওবামা পর্যন্ত ৪৪ জন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে এসেছেন। কেউ এক টার্ম বা কেউ দুই টার্মের জন্য আট বছর থেকেছেন (ব্যতিক্রম ছিলেন ৩২তম প্রেসিডেন্ট ফ্রাংকলিন রুজভেল্ট। তিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ক্ষমতায়...

কেমন হবে সিটি করপোরেশনের নির্বাচন

কেমন হবে সিটি করপোরেশনের নির্বাচন? তিনটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল। হাতে সময় কম। ইতোমধ্যে প্রার্থীরা 'মার্কা'ও পেয়েছেন এবং প্রচারণাও শুরু করেছেন। কিন্তু প্রচারণায় সরকারি দলের প্রার্থীরা বিশেষ করে ঢাকা সিটিতে (উত্তর ও দক্ষিণ) এগিয়ে আছেন প্রধান বিরোধী দল সমর্থিত প্রার্থীদের চাইতে। সরকারি দলের প্রার্থীরা যেখানে মাঠে আছেন, সেখানে মাঠে নেই বিরোধী দল বিএনপি সমর্থিত প্রার্থীরা। প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাদের স্ত্রী...

আঞ্চলিক সহযোগিতা, নাকি প্রভাব বিস্তারের প্রতিযোগিতা

এপ্রিলের মাঝামাঝিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রিদেশীয় আঞ্চলিক সহযোগিতার ব্যাপারে তিন দিনব্যাপী একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়ে গেল। ‘ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা’ শীর্ষক এ সিম্পোজিয়ামের আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ। এ সিম্পোজিয়ামে ভারতের হাইকমিশনার ও মিয়ানমারের রাষ্ট্রদূতও বক্তৃতা করেন। সিম্পোজিয়ামে খোলামেলাভাবেই বলা হয়, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার...