রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

কেন মমতার ওপর আস্থা রাখা যায় না

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকায় আসছেন, এটা একটা বড় খবর এই মুহূর্তে। এতে করে একটা ধারণার জš§ হয়েছে যে, মমতার দ্বিতীয়বার ঢাকা সফরের মধ্য দিয়ে তিস্তার পানি বণ্টনের একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু বাস্তবতা কী বলে! কতটুকু আস্থা রাখা যায় মমতার ওপর? তিনি বাংলাদেশকে কতটুকুইবা ছাড় দেবেন! অনেকেরই স্মরণ থাকার কথা গেল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি বাংলাদেশে এসেছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতে...

মোদি ম্যাজিক ও ভারতের বাস্তবতা

২৬ মে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার এক বছর পার করেছেন। ঠিক একই সময় বাংলাদেশের কোনো কোনো সংবাদপত্রে একটি ছোট্ট সংবাদ ছাপা হয়েছে। তাতে বলা হয়েছে, ভারতের মধ্য প্রদেশের একজন কৃষক লাল সিং কৃষিঋণ শোধ করতে না পারায় তার দুই সন্তানকে ৩৫ হাজার রুপিতে এক বছরের জন্য রাখাল হিসেবে বিক্রি করেছেন! কৃষক লাল সিং এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ঋণশোধ ও পরের মৌসুমে ফসল চাষের টাকা জোগাতে সন্তান বিক্রি করা ছাড়া তার কাছে কোনো বিকল্প ছিল না। ভারতে...

মোদি আসছেন

শেষ পর্যন্ত তারিখটি নির্ধারিত হয়েছে। নরেন্দ্র মোদি আসছেন। ৬ জুন থেকে তার সফর শুরু হবে। এই সফরকে ঘিরে অনেকগুলো ‘কিন্তু’ ও ‘এবং’ আছে। অনেকদিন থেকেই তার এই ঢাকা সফর প্রত্যাশিত ছিল। তিনি সময় করে উঠতে পারছিলেন না। উপরন্তু তার প্রয়োজন ছিল স্থলসীমানা চিহ্নিত করার বিষয়টির সাংবিধানিক সমাধান। এখন ভারতীয় সংসদের উভয় কক্ষে বিলটি অনুমোদিত হওয়ায় একটা বড় বাধা মোদি অতিক্রম করলেন। এখন আর ভারতীয় সংবিধান সংশোধনে কোনো বাধা নেই। কয়েকটি রাজ্যের বিধানসভায় পাসকৃত বিলটি...

কেমন কাটল মোদির এক বছর

গত এক বছর কেমন কাটল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির? আজ ২৬ মে তিনি তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার এক বছর পার করবেন। তার এ এক বছরের অর্জন কী? এক বছরের কর্মকাণ্ড দিয়ে একটি সরকারের সাফল্য ও ব্যর্থতা বিচার করা যায় না। তবে এটা তো সত্য, মোদি একটা নিজস্ব ‘ইমেজ’ তৈরি করতে পেরেছেন, খোদ দেশের ভেতরে ও বাইরে। তাতে কতটুকু তিনি সফল, কতটুকু ব্যর্থ, তার একটা হিসাব করাই যায়। তার সরকারের দর্শন হচ্ছে ‘সবকা সাথ, সবকা বিকাশ’- অর্থাৎ সবাইকে...

ভাসছে মানুষ ভাসছে মানবতা

এই মুহূর্তে কতজন মানব সন্তান মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া উপকূল এবং আন্দামান সাগরে ভাসছেন এর পরিসংখ্যান কারো কাছেই জানা নেই। এদের মাঝে কতজন রোহিঙ্গা, কতজন বাংলাদেশি এটাও আমরা জানি না। তবে সংবাদপত্রে নিত্যদিন বের হচ্ছে এদের খবর। বের হচ্ছে দু’ মাসেরও অধিক এরা সাগরে ভাসছেন, ছোট ডিঙি নৌকায় পানি, খাদ্য ছাড়া। যাদের ভাগ্য ভালো, তাদের আশ্রয় মিলেছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের শরণার্থী শিবিরে। আর দুর্ভাগ্য যাদের, তাদের অনেকেই চিরদিনের জন্য হারিয়ে...

মোদির চীন সফর ও এশিয়ায় দুই শক্তির মধ্যকার দ্বন্দ্ব

 মোদির চীন সফর সমাপ্ত হয়েছে ১৬ মে। মোদি তার চীন সফর শুরু করেছিলেন ১৪ মে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের জন্মস্থান শিয়ান প্রদেশ সফরের মধ্য দিয়ে। ভারতীয় পত্রপত্রিকায় বলা হয়েছে, এটা মোদির 'নিজস্ব কূটনীতি', যেখানে তিনি বিদেশি রাষ্ট্রপ্রধান, বিশেষ করে শি জিন পিংকে ২০১৪ সালের সেপ্টেম্বরে আমন্ত্রণ জানিয়েছিলেন তার নিজ শহর গুজরাটের আহমেদাবাদে। ফিরতি সফরে শি জিন পিংও সব প্রটোকল ভেঙে মোদিকে আমন্ত্রণ জানালেন নিজ জন্মস্থান শিয়ানে। মোদি বেইজিংয়ে ...

চিন সফরে কী পেলেন মোদি

চি ন সফরে কী পেলেন নরেন্দ্র মোদি? ২২ বিলিয়ন ডলারের ২২টি বাণিজ্য চুক্তি, ‘টেম্পল অব হেভেন’-এর (বেইজিং) সম্মুখে দাঁড়িয়ে চিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সেই বিখ্যাত সেলফি কিংবা ১৪ মে চিনা প্রেসিডেন্ট শি জিন পিং সমস্ত প্রটোকল ভেঙে তার নিজ শহর শিয়ানে মোদিকে ‘রিসিভ’ করার ঐতিহাসিক ঘটনাÑ এসবই কি বড় প্রাপ্তি নরেন্দ্র মোদির? এই সফরের মধ্য দিয়ে নরেন্দ্র মোদি নিজেকে একজন বিশ্বনেতায় পরিণত করতে পেরেছেন, এটা সত্য কথা। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রদের কাছে যেটা...

ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ কোন পথে

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টির বিজয়ের পর ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ এখন আবারও প্রশ্নের মুখে পড়েছে। এর আগে গ্রিসের ঋণ সংকট থেকে বেরিয়ে আসার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ একটি প্রশ্নের মুখে আছে আগে থেকেই। এখন এর সঙ্গে যোগ হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সিদ্ধান্ত। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি না, তা যাচাই...

কোন পথে যুক্তরাজ্য

গেল সপ্তাহে যুক্তরাজ্যের সংসদের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের নির্বাচনে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়ার পর একটা প্রশ্ন ইতোমধ্যে উঠেছে যে কোন পথে এখন যুক্তরাজ্য? দুটো কারণে এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে_ একটি হচ্ছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থাকবে কিনা এটা নিয়ে প্রধানমন্ত্রী ক্যামেরনের একটি গণভোট করার সিদ্ধান্ত, আর দ্বিতীয়টি হচ্ছে_ কট্টরপন্থী স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির বিপুল বিজয়। এই দুটো বিষয় সরাসরিভাবে যুক্তরাজের ভবিষ্যৎ রাজনীতির...

কম গণতন্ত্র, বেশি উন্নয়ন

স্নায়ুযুদ্ধের অবসানের পর বিশ্বব্যাপী গণতন্ত্রের ঢেউ বয়ে যায়। বিশেষ করে রাশিয়া ও পূর্ব ইউরোপে কী ধরনের সমাজ-সংস্কৃতি বিকশিত হয়, এ ব্যাপারে আগ্রহ ছিল অনেকের। দীর্ঘ ৭৩ বছর রাশিয়া ও পূর্ব ইউরোপের দেশগুলো একদলীয় সমাজতান্ত্রিক সরকারের অধীনে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ১৯৮৯ সালে সাবেক চেক প্রেসিডেন্ট ভাসলাভ হাভেলের নেতৃত্বে যে ভেলভেট রেভ্যুলেশনের জন্ম হয়, তা বদলে দেয় পূর্ব ইউরোপকে, সেই সঙ্গে রাশিয়াকেও। অবসান ঘটে স্নায়ুযুদ্ধের। মার্কিন তাত্ত্বিকদের...

তিন বাঙালি কন্যার ব্রিটেন জয়

তিন বাঙালি কন্যার ব্রিটেন ‘জয়’ এখন খোদ লন্ডন এবং বাংলাদেশেও আলোচনার অন্যতম বিষয়। তিন বাঙালি কন্যা- রুশনারা আলী, রেজোয়ানা সিদ্দিক টিউলিপ আর ড. রূপা হক- ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশীদের দ্বিতীয় প্রজন্ম। যদিও কবে থেকে বাঙালিরা ব্রিটেনে বাস করতে শুরু করে, তার কোনো সঠিক পরিসংখ্যান আমাদের কাছে জানা না থাকলেও বিংশ শতাব্দীর প্রথম দিকে বাঙালিরা বিশেষ করে সিলেটের বাঙালিরা জাহাজ থেকে নেমে প্রথমে লন্ডনে পা রাখেন। তবে এ তিন বাঙালি তাদের প্রতিনিধিত্ব...