রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

অথঃ জরিপ সমাচার

আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময়ে জরিপ চালায়। এসব জরিপে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির একটি চিত্র ফুটে ওঠে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি জরিপ সম্প্রতি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই জরিপে বেশকিছু তথ্য উঠে এসেছে, যা বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। জরিপে উঠে এসেছে যে, এ দেশের ৬৮ ভাগ মানুষ এখনও তত্ত্বাবধায়ক সরকার চায়। বলা ভালো, সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা...

ইমেজ সংকটের মুখে মালয়েশিয়া

মালয়েশিয়া একটি বড় ধরনের ইমেজ সংকটের মুখে পড়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যক্তিগত অ্যাকাউন্টে ৬৮ কোটি ডলার পাওয়া গিয়েছিল। এ নিয়ে ২০১৫ সালের আগস্ট মাসের শেষ দিকে রাজাকের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল মালয়েশিয়া। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিল। তখন মালয়েশিয়ার জনক হিসেবে পরিচিত মাহাথির মোহাম্মদও এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগ দাবি করেছিলেন।...

বিশ্ব সন্ত্রাসবাদী কার্যক্রমের নতুন মাত্রা

অতিসাম্প্রতিককালে বিশ্বের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে এবং প্রতিটি ঘটনার সঙ্গে ইসলামিক স্টেটের জঙ্গিদের সংশ্লিষ্টতা জানা গেছে। ঘটনার শুরু প্যারিসে জঙ্গি হামলার মধ্য দিয়ে, যেখানে আইএসের জঙ্গিরা ১২৯ জন সাধারণ মানুষকে হত্যা করেছিল। এরপর ঘটল মালির রাজধানী বামাকোতে সন্ত্রাসবাদী ঘটনা। আইএসের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিরা হোটেল র‌্যাডিসনে ১৭০ জন মানুষকে জিম্মি করেছিল। তাদের উদ্ধারে মারা যান ২৭ জন সাধারণ মানুষ। এরপর...

ইরানের পারমাণবিক সমঝোতা কি ভেস্তে গেল

গেল বছরের জুলাই মাসে ইরানের সঙ্গে ৬ জাতি আলোচনায় যে পারমাণবিক সমঝোতা হয়েছিল, তা কি এখন ভেস্তে যেতে বসেছে? এ প্রশ্নটি নতুন করে আলোচনায় এসেছে যখন যুক্তরাষ্ট্র নতুন করে আবারও ১১টি ইরানি কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মাত্র ২৪ ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ঘোষণার পরিপ্রেক্ষিতে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল। আইএইএ গত ১৬ জানুয়ারি ঘোষণা দেয় যে ইরান...

সুড়ঙ্গের শেষ মাথায় আলো কি নিভে গেল

সুড়ঙ্গের শেষ মাথায় একচিলতে আলো দেখা গিয়েছিল। ৫ জানুয়ারির নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপি তিনটি জনসভা করেছিল। জনসভা শেষ হয়েছিল শান্তিপূর্ণভাবে। জনসভায় যেসব বক্তব্য দেওয়া হয়েছিল, তা আশার সঞ্চার করেছিল সাধারণ মানুষের মধ্যে। বেগম খালেদা জিয়া ওইদিন গণতন্ত্র হত্যা দিবস পালন করলেও আলোচনার মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন। আর সৈয়দ আশরাফের বক্তব্যও ছিল অনেকটা ‘পজিটিভ’। তিনি ‘শান্তিপূর্ণ রাজনীতি’ এগিয়ে নেওয়ার আহ্বান...

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন প্রয়োজন

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রশ্নটি এখন বহুল আলোচিত একটি বিষয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান সরকারের বেশ কিছু আচরণের পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। পাকিস্তান সরকারের ঔদ্ধত্যপূর্ণ আচরণে বাংলাদেশে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহল থেকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়েছে। পাকিস্তান সরকার ইসলামাবাদস্থ বাংলাদেশের কাউন্সিলর মৌসুমি রহমানকে প্রত্যাহারের অনুরোধ করায়...

সৌদি-ইরান দ্বন্দ্ব ও উপসাগরীয় অঞ্চলের রাজনীতি

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের উত্থান নিয়ে সারা বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন ইরান-সৌদি আরব দ্বন্দ্ব নতুন করে এ অঞ্চলের রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে। যদিও ঐতিহাসিকভাবেই শিয়া ধর্মাবলম্বীদের সঙ্গে সুন্নি ধর্মাবলম্বীদের দ্বন্দ্ব-বিভেদ রয়েছে। এ নিয়ে অতীতে এ অঞ্চলে অনেক হিংসাত্মক ঘটনারও জন্ম হয়েছে। কিন্তু বোধকরি এবারের এই দ্বন্দ্বের মাত্রাটা একটু ভিন্ন ধরনের। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বোমাবর্ষণের পরও যখন সিরিয়া ও ইরাক থেকে আইএসের জঙ্গিদের...

আদৌ কি আস্থার সম্পর্ক তৈরি হবে?

গত ৫ জানুয়ারি মঙ্গলবার দুটি বড় দল আওয়ামী লীগ ও বিএনপি ঢাকায় একাধিক জনসভার আয়োজন করে। দুটি বড় দলই এ দিনটি পালন করেছে ভিন্নভাবে। যেখানে আওয়ামী লীগ এ দিনটি পালন করেছে 'গণতন্ত্রের বিজয়' দিবস উপলক্ষে, সেখানে বিএনপি এ দিনটি পালন করেছে 'গণতন্ত্র হত্যা' দিবস উপলক্ষে। কিন্তু ওইদিন বেগম জিয়া একটি 'সংলাপ' ও দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানালেও আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বেগম জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। ফলে...

পারস্যীয় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার নতুন মাত্রা

সৌদি আরবের শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদ- কার্যকর করার ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। একই সিদ্ধান্ত নিয়েছে পারস্যীয় উপসাগরের অন্য দুটি দেশÑ বাহরাইন ও কুয়েত। শিয়া নেতার মৃত্যুদ- কার্যকর করার মধ্য দিয়ে শিয়া-সুন্নি দ্বন্দ্বটি আবার সামনে চলে এলো। এটা অনেকটা নিশ্চিত করেই বলা যায়, এই দ্বন্দ্ব ও বিভেদ উপসাগরের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে। এখানে একটা কথা বলা দরকার, পারস্যীয়...

আস্থার সম্পর্ক আদৌ তৈরি হবে কি?

বহুল আলোচিত পৌর নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর যে প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে, এই নির্বাচন কি দুটি বড় দলের (আওয়ামী লীগ ও বিএনপি) মাঝে আস্থার সম্পর্ক তৈরি করতে আদৌ সহায়ক হবে? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বাস্তবতা হচ্ছে, আওয়ামী লীগ আর বিএনপির মাঝে যদি সমঝোতা প্রতিষ্ঠিত না হয়, তাহলে গণতন্ত্রকে উচ্চতায় নিয়ে যাওয়া যাবে না। ৫ জানুয়ারির নির্বাচন কিংবা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে নানা ‘প্রশ্ন’ থাকলেও পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণে...

আর নয় সাংঘর্ষিক রাজনীতি

আগামী ৫ জানুয়ারিকে ঘিরে রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের সিদ্ধান্তের পর একই স্থানে একই দিন সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করল এদেশে আস্থাহীনতার যে রাজনীতি এবং যে রাজনীতি বারবার সংকটের জন্ম দিচ্ছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। ৫ জানুয়ারি এ দেশের ‘নির্বাচনী রাজনীতি’র জন্য একটি কলঙ্কময় দিন। ২০১৪ সালে এই দিনে এ দেশে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।...

সৌদি জোট, বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি

সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোটে বাংলাদেশের যোগদান একই সঙ্গে যখন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, অন্যদিকে তেমনি মধ্যপ্রাচ্যের রাজনীতির ভবিষ্যেক একরকম অনিশ্চিত করে তুলেছে। এই সৌদি জোট গঠনের সময় ও পরে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এক. সিরিয়া প্রশ্নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটি যৌথ সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং একটি পরিকল্পনাও প্রণয়ন করেছে। এই পরিকল্পনার আওতায় আগামী ছয় মাসের মধ্যে সেখানে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক...