রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

চীন কি নতুন মডেলের ঔপনিবেশিক শক্তি হয়ে উঠবে?

চীন বিশ্বায়নের এক নতুন মডেল উপস্থাপন করেছে। চীনা অর্থ এখন আফ্রিকা, ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ হচ্ছে। এই অর্থ সেখানকার অবকাঠামো খাতে বড় পরিবর্তন আনছে। রেল যোগাযোগ, রাস্তাঘাট নির্মাণে চীনা অর্থ ব্যবহৃত হচ্ছে। একটি দৃষ্টান্ত দেই। বর্তমানে আফ্রিকাতে চীনা অর্থে এক হাজার প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। চীন সেখানে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ২,২৩৩ কিলোমিটার রেললাইন নির্মাণ করছে। ৩,৩৫০ কিলোমিটার হাইওয়ে তৈরি করছে। প্রায় ৫৪টি...

ট্রাম্প কি সুন্নি-শিয়া দ্বন্দ্বকে উসকে দিয়ে গেলেন?

এ সৌদি জোট অনেক প্রশ্নকে সামনে নিয়ে এলো এখন। সৌদি আরব নিজে এ অঞ্চলের রাজনীতিতে অন্যতম একটি ‘অ্যাক্টর’ অর্থাৎ অন্যতম নির্ধারক হিসেবে নিজেকে দেখাতে চায়। অতীতের কোনো সৌদি বাদশা এভাবে সৌদি পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা ইস্যুতে কোনো বড় ভূমিকা পালন করেননি। কিন্তু বর্তমান বাদশা সালমান বিন আবদুল আাজিজের ‘অ্যাপ্রোচ’ একটু ভিন্ন। তিনি সৌদি আরবকে দেখতে চান এ অঞ্চলের রাজনীতির অন্যতম নির্ধারক হিসেবে। তাই তার নেতৃত্বে একটি সামরিক জোটের প্রয়োজন...

ইরানের সঙ্গে পারমাণবিক সমঝোতা কি ভেস্তে গেল

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০১৫ সালের জুলাইয়ে ইরানের সঙ্গে একটি পারমাণবিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতা চুক্তিটি ছয় জাতি সমঝোতা চুক্তি হিসেবে পরিচিত। কিন্তু গত জানুয়ারিতে (২০১৭) ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই পারমাণবিক...

চীন-ভারত দ্বন্দ্ব ও ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’-এর ভবিষ্যৎ

গত ১৬ মে পেইচিংয়ে শেষ হয়েছে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ (ওবিওআর) শীর্ষক একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন। চীন এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ‘ব্রেন চাইল্ড’ হচ্ছে এই ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ মহাপরিকল্পনা। এই মহাপরিকল্পনার আওতায় তিনি সড়ক ও রেলপথে চীনের সঙ্গে দক্ষিণ তথা দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য এশিয়া তথা রাশিয়া ও ইউরোএশিয়ার সঙ্গে ইউরোপকে সংযুক্ত করতে চান। এটা...

উদ্যোগ আছে, শৃঙ্খলা নেই

বিএনপি একটি বড় রাজনৈতিক দল। দলটিকে নিয়ে আলাপ-আলোচনার যেন শেষ নেই। ২০১৯ সালের প্রথমদিকেই নির্বাচনটি হবে, এটা মোটামুটি নিশ্চিত করেছেন সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা। ইতিমধ্যে খালেদা জিয়া একটি ভিশন-২০৩০ উপস্থাপন করেছেন। সেটা নিয়েও কম বিতর্ক হচ্ছে না। টকশোগুলোতে দেখেছি সেখানে সমালোচনার ঝড়। আর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা তো হরহামেশাই ভিশন-২০৩০-এর সমালোচনা করে আসছেন। এসব সমালোচনার মধ্য দিয়ে অন্তত একটা জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে, আর...

চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ মহাপরিকল্পনা ও প্রাসঙ্গিক কিছু কথা

সম্প্রতি চীনের উদ্যোগে বেইজিংয়ে নতুন সিল্ক রুটখ্যাত ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ কর্মসূচিসংক্রান্ত একটি শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। এ শীর্ষ সম্মেলনে ৩০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছিলেন। তাদের মাঝে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও মধ্য এশিয়ার সরকারপ্রধানরা। দক্ষিণ তথা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শ্রীলঙ্কা ও মিয়ানমারের সরকারপ্রধানরাও এ সম্মেলনে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে শিল্পমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি...

বিএনপির ভিশন ২০৩০ ও কিছু কথা

খালেদা জিয়া সম্প্রতি ভিশন ২০৩০ উপস্থাপন করেছেন। এটি বিএনপির একটি পরিকল্পনা, একটি রূপকল্প, যে রূপকল্প বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে বাস্তবায়ন করবে। একটি বড় দলের কাছ থেকে এ ধরনের পরিকল্পনা আশা করাই যায়। রূপকল্প বা ভিশন ২০৩০-এর অর্থ হচ্ছে, বিএনপি ২০৩০ সালকে টার্গেট করেছে। অর্থাৎ বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে টার্গেট করছে! একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই রূপকল্প ছিল। এটা নির্বাচনী ইশতেহার নয়। এটা বিএনপির একটি...

অথঃ ভিসি কাহিনী

ভিসিদের কাহিনী নিয়ে বেশ কিছুদিন আগে একটি জাতীয় দৈনিক সিরিজ প্রতিবেদন প্রকাশ করেছিল। তাতে অনেক ভিসি যে অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন, তা উল্লেখ করা হয়েছিল। ভিসি হচ্ছেন একটা প্রতিষ্ঠান। তিনি যদি বিতর্কিত হন, দুর্নীতি করেন, তাহলে আস্থার জায়গাটা আর থাকে না জনগণের ট্যাক্সের টাকায় যে পাবলিক বিশ্ববিদ্যালয় চলে, সে পাবলিক বিশ্ববিদ্যালয়ের...

দুদক তদন্ত করুক, দুর্নীতিবাজরা শাস্তি পাক

ভদ্রলোক প্রতিদিন নাশতা খেয়েছেন সাত হাজার ২৩৩ টাকার। তিনি একজন ভিসি, অর্থাৎ উপাচার্য, এখন সাবেক। ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ এই দুই অর্থবছরে মাত্র ১৬৫ দিন ক্যাম্পাসে অবস্থান করে মোট ১১ লাখ ৯৩ হাজার ৫২৮ টাকার 'নাশতা' খেয়েছেন। যার অর্থ প্রতিদিন ৭ হাজার ২৩৩ টাকা। নাশতা তিনি খেতেই পারেন। তিনি যখন মিটিংয়ে থাকেন, তখন নাশতা খেতে পারেন। তবু তার জন্য প্রতিদিন সাত হাজার ২৩৩ টাকা বরাদ্দ। কী খেয়েছিলেন তিনি? সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা,...

বিএনপি কি নির্বাচনী প্রচারণা শুরু করে দিল?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার ঢাকায় একটি হোটেলে ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করেছেন। এর মধ্য দিয়ে বিএনপি ২০৩০ সালের বাংলাদেশকে কীভাবে দেখতে চায়, তা উপস্থাপন করেছে। যদিও এর আগে বিএনপির মহাসচিব জানিয়ে দিয়েছিলেন, ভিশন-২০৩০-এর সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিএনপি এখনও নির্বাচনকালীন সরকারের প্রশ্নে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি। অর্থাৎ বিএনপি বারবার বলে আসছে, শেখ হাসিনা দলীয়প্রধান, তাকে প্রধানমন্ত্রী হিসেবে...