রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে কিছু কথা

গত ২২ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে কোনো সেনা প্রত্যাহার করা হবে না। বরং সেখানে আরো সৈন্য পাঠানো হবে। তাঁর ওই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেওয়া তাঁর ঘোষণার ঠিক উল্টো। নির্বাচনী প্রচারাভিযানে তিনি বলেছিলেন, তিনি বিজয়ী হলে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করা হবে। ২০১০ সালে ওবামা প্রশাসনের আমলে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার...

প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যগুলো ভাবিয়ে তুলেছে

বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন গত ২১ আগস্ট। তিনি কথাটি বলেছেন এমন এক সময়, যখন নির্বাচন কমিশন একাদশ জতীয় সংসদ নির্বাচন নিয়ে সুশীল সমাজ, জ্যেষ্ঠ সাংবাদিক ও ইলেকট্রুনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এবং সাংবাদিকদের কাছে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার কথাবার্তায় নতুন করে একটা ‘শঙ্কা’ তৈরি হয়েছে আগামী নির্বাচনটি কেমন হবে, সে ব্যাপারে।...

সিইসি কি শেষ কথাটা বলে ফেলেছেন

সিইসি বা প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আবারও নিজেকে ‘বিতর্কিত’ করলেন। ১৭ আগস্ট ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপের পর সংবাদ সম্মেলনে তিনি যেসব কথা বলেছেন, তা আবারও নতুন করে ‘বিতর্ক’ সৃষ্টি করেছে। তিনি এসব মন্তব্য করলেন এমন একসময়, যখন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া অনেকটাই শুরু হয়ে গেছে এবং বিভিন্ন মহল থেকে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের কথা বলা হচ্ছে।...

চীন-ভারত দ্বন্দ

গত প্রায় দুমাস ডোকলাম নিয়ে আলোচনার শেষ নেই। সেখানে দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। চীন ও ভুটানের মাঝখানে ৮৯ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট এই মালভূমিটি ভুটানের হলেও, চীন এর মালিকানা দাবি করছে। সেখানে চীন এখন একটি সড়ক নির্মাণ করছে। আর তাতেই আপত্তি ভারতের। ভারত এই সড়ক নির্মাণকে তার নিরাপত্তার প্রতি একধরনের হুমকি হিসেবে দেখছে। যদিও ডোকলাম নিয়ে চীন ও ভুটানের মধ্যে দ্বন্দ্ব, সেখানে ভারতের জড়িত হবার কথা নয়। কিন্তু ভারত ও ভুটানের মধ্যকার...

মোদির ওপর আস্থা রাখাটা জরুরি

ভারতের স্বাধীনতার ৭১তম বছর পালন উপলক্ষে গত ১৫ আগস্ট নয়াদিলি্লর ঐতিহাসিক মাঠে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাষণটি দিয়েছেন, তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতে উগ্র হিন্দুত্ববাদ যখন মাথা চাড়া দিয়ে উঠছে, যখন সদ্য বিদায়ী ভাইস প্রেসিডেন্ট তার আশঙ্কার কথা বলেছেন। তখন মোদি তার ভাষণে স্পষ্ট করেছেন ভারতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এটা একটা আশার জাগানিয়া মন্তব্য। নিঃসন্দেহে আমরা মোদির ওপর আস্থা রাখতে পারি। তবে অনেক কাজ বাকি। দরিদ্রতা...

চীন-ভারত দ্বন্দ্ব ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাব

ডোকলাম নিয়ে ভারত ও চীনের মধ্যকার দ্বন্দ্ব সেখানে একটি যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। একই সঙ্গে লাদাখে দু’পক্ষের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটেছে। গত দু’মাস ধরে ভারতীয় ও চীনা সেনারা সেখানে পরস্পর মুখোমুখি অবস্থানে আছে। সর্বশেষ ঘটনায় ভারত তার পূর্বাঞ্চলীয় সীমান্তে আরও সৈন্য পাঠিয়েছে। শুধু তাই নয়, ডোকলামের কাছাকাছি একটি গ্রামের (নাথাং) বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। এ গ্রামটি ডোকলাম...

উত্তর কোরিয়াকে কতটুকু আস্থায় নেয়া যায়

শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কালে আলোচিত গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা ‘আপাতত’ স্থগিত ঘোষণা করেছেন। এ তথ্যটি আমাদের দিয়েছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ, যা বিশ্বের সব গণমাধ্যম প্রচার করেছে। কেসিএনএ আরও জানিয়েছে, উত্তর কোরিয়া এখন দেখতে চায়, যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ গ্রহণ করে। ওই পদক্ষেপের ওপর নির্ভর করেই পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবেন কিম জং উন। কিমের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ডোনাল্ড...

চীন-ভারত যুদ্ধ কি আসন্ন

সাম্প্রতিক সময়গুলোতে ভারতীয় সংবাদপত্র পাঠ করলে একটা ধারণা হওয়া স্বাভাবিক যে, চীন ও ভারতের মধ্যে আবার বুঝি যুদ্ধ লেগে যাচ্ছে! গত প্রায় দুমাস ডোকলাম নিয়ে একটা যুদ্ধ-যুদ্ধভাব সেখানে বিরাজ করছে। ভুটানের পশ্চিমাংশে একটি ছোট্ট মালভূমির নাম ডোকলাম। এই মালভূমিটি খুব একটা বড় নয়।...

সত্তর বছরে কতটুকু এগোতে পারল ভারত

ভারতে কৃষক আত্মহত্যার ‘কাহিনী’ নতুন নয়। খরা কিংবা প্রচুর বৃষ্টি ইত্যাদি কারণে প্রচুর কৃষক আত্মহত্যা করে থাকে। মোদি যখন ২০১৪ সালের মে মাসে ভারতের বিধানসভায় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন, তখন তিনি এক স্বপ্নের কথা শুনিয়েছিলেন। নির্বাচনের আগে ৪৭৭টি জনসভায় বক্তৃতা করেছিলেন। ৩ লাখ কিলোমিটার পথ ভ্রমণ করেছিলেন। ৫১৮৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ৩৯ লাখ অনুসারি তার টুইটারে। আর ফেসবুকে নির্বাচনের আগে তার ‘লাইক’ এর সংখ্যা ছিল ১ ...

অনিয়মের তদন্ত হতে বাধা কোথায়?

গেল সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে পত্রিকায় একাধিক সংবাদ ছাপা হয়েছে, যার কোনো কোনোটি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের ভূমিকাকে একটি বড় ধরনের প্রশ্নের মধ্যে ঠেলে দিয়েছে। সমসাময়িককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য এ ধরনের বিতর্কের মাঝে পড়েছিলেন বলে আমার জানা নেই। শুধু তাই নয়, তার ভূমিকা, বিশেষ করে অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগের অভিযোগ, প্রধান বিচারপতির মন্তব্য, অনৈতিক পন্থায় সিনেট অধিবেশন ডেকে তৃতীয়বারের মতো উপাচার্য হিসেবে...