এটি সংবিধান সংশোধনের পথ নয়
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন এবং সংসদে উত্থাপন করায় দেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত হয়েছে। বিরোধী দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ না করে একতরফাভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ এবং এক্ষেত্রে সরকারের ভূমিকা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সরকার এর আগে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করেছিল। যেখানে বিরোধী দলের কোনো অংশগ্রহণ ছিল না। ওই বিশেষ কমিটি গত...
Prof Dr Tareque Shamsur Rehman
In his Office at UGC Bangladesh
Prof Rahman With US Congressman Joseph Crowley
here you go!!!
Prof Dr Tareque Shamsur Rahman
During his stay in Germany
Prof Dr Tareque Shamsur Rahman
At Fatih University, Turkey during his recent visit.
Prof Dr Tareque Shamsur Rehman
In front of an Ethnic Mud House in Mexico
কেবিনেটের সিদ্ধান্ত ও ভবিষ্যৎ রাজনীতি

আমাদের জাতীয় সংসদ
সংবিধান সংশোধন হতেই পারে। অতীতেও হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় বিরোধী দলের সমর্থন ছাড়া যদি সংসদে পাস হয়ে যায় এবং এতে করে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, তার দায়ভার তো সরকারকেই বহন করতে হবে। বিএনপি এখন কঠিন কর্মসূচিতে যাবে। এটাই স্বাভাবিক। বিএনপি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেয়নি। স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে তারা সহযোগী অন্য দলগুলোর সঙ্গে কথা বলবে। তবে তারা প্রতিহতের কথা বলছে। কেবিনেট...
রাজনীতি কার স্বার্থে
রাজনীতি কার স্বার্থে
তা রে ক শা ম সু র রে হ মা ন
রাজনীতিকরা রাজনীতি করেন জনগণের মঙ্গলের জন্য। নির্বাচনের আগে তারা ভোট চান। জনগণ তাদের ভোট দেয়। দল জিতলে কেউ মন্ত্রী হন। কেউ মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হন। কিন্তু জনগণের মঙ্গল তারা করেন কতটুকু? একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে পাঁচ বছরÑ এটা ঠিক আছে। কিন্তু এ পাঁচ বছরে তাদের জবাবদিহি করার কোন বাধ্যবাধকতা নেই। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে করে এ প্রশ্নটাই ঘুরে-ফিরে আসছে, রাজনীতি কার স্বার্থে! সরকার ও বিরোধী দল, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে দুটি বড় দল এখন মুখোমুখি অবস্থানে। বিরোধী দলনেত্রী...
গণতন্ত্রের জন্য...

গণতন্ত্র নিয়ে এই ধরণের হাস্যরস কাম্য নয়
গণতন্ত্রের জন্য... ড. তারেক শামসুর রেহমান মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট (১৯০১-১৯০৯) একবার বলেছিলেন, This country will not be a good place for aসচ of us to live in unless we make it a good place for all of us to live in| বাংলা করলে অনেকটা এ রকম দাঁড়ায়-'এ দেশকে যদি আমরা সবার বসবাসের জন্য ভালো জায়গা হিসেবে গড়ে না তুলি, তাহলে এটি আমাদের কারো বসবাসের জন্যই ভালো জায়গা হয়ে...
আরব বিশ্বের রাজনীতি কোন পথে

আরব বিশ্বের রাজনীতি কোন পথে লেখক: ড. তারেক শামসুর রেহমান দৈনিক ইত্তেফাক রবি, ১৯ জুন ২০১১, ৫ আষাঢ় ১৪১৮
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর দেশ ত্যাগের মধ্যে দিয়ে ‘আরব বসন্ত’ তৃতীয় পর্যায় পার করলো। তিউনিসিয়ার বেকার কম্পিউটার গ্র্যাজুয়েট বউকুজিজির আত্মহত্যার মধ্য দিয়ে যে ‘বিপ্লব’এর শুরু হয়েছিল, সেই ‘বিপ্লব’ একে একে পতন ডেকে আনলো তিউনিসিয়ার বেন আলীর, মিসরের হোসনি মোবারকের ও সর্বশেষ ইয়েমেনের আলী আবদুল্লাহ...
রুমানার জন্য দুঃখবোধ

মুত্যুর সাথে লড়ছেন রুমানা
নারী নির্যাতন একটা অপরাধ। যারা অপরাধ করে, রাষ্ট্র যদি তাদের 'সুযোগ' করে দেয়, তাহলে অপরাধীর সংখ্যা এ দেশে বাড়বেই। আইন আছে। কিন্তু আইনের সঠিক প্রয়োগ হয় না। অনেক সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততার সুযোগ নেয় অপরাধীরা। রুমানার নির্যাতনকারীর ক্ষেত্রেও এমনটি হতে যাচ্ছিল, যদি উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে রুল ইস্যু না করতেন। আদালত রুল ইস্যু করার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় 'স্বামী' নামের বর্বরটিকে।
রুমানার...
তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক ও বেগম জিয়ার প্রস্তাব
18:16
No comments
তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক ও বেগম জিয়ার প্রস্তাবড. তারেক শামসুর রেহমান বেগম খালেদা জিয়া গত ১৬ জুন সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখা হলে সরকারের সঙ্গে ভবিষ্যত্ প্রধান উপদেষ্টা নিয়ে আলোচনা হতে পারে। গত ৫ জুন এবং ১২ ও ১৩ জুন লাগাতার হরতালের পর বেগম জিয়ার এই অবস্থান পরিষ্কার ও স্পষ্ট। যে ইস্যুতে বিএনপি তথা চার দল হরতাল পালন করেছিল, সেই ইস্যুটিকেই যে বেগম জিয়া প্রাধান্য দেবেন, এটাই স্বাভাবিক। বেগম জিয়া...
রাজনীতিতে অশনি সংকেত
11:09
No comments

রাজনীতিতে অশনি সংকেতড. তারেক শামসুর রেহমান
গত ৫ জুন চারদলীয় জোটের উদ্যোগে সকাল-সন্ধ্যা হরতাল পালন করার পর বিএনপি ও জামায়াত আবারো ৩৬ ঘণ্টার টানা হরতাল পালন করলো। গত সোমবার সন্ধ্যায় হরতাল শেষ হওয়ার পর যে প্রশ্নটি আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে এরপর কী? পরপর দু'সপ্তাহে দুটি হরতালের পরও সরকার যে একটু নমনীয় হবে, তার কোনো লক্ষণ নেই। এ ধরনের হরতালে সরকারের পতন হয় না। এটা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন বটে; কিন্তু এটা...
সংবিধান সংশোধন নিয়ে সঙ্ঘাত কাম্য নয়
10:32
No comments
সংবিধান সংশোধন নিয়ে সঙ্ঘাত কাম্য নয়
সংবিধান কোনো ব্যক্তি বা দলের স্বার্থে পরিবর্তন হতে পারে না। উচ্চ আদালতে একাধিক রায়ের ফলে সংবিধান সংশোধন অনিবার্য হয়ে পড়েছে। সমসাময়িক কালে উচ্চ আদালতের তিনটি রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ আদালত সংবিধানের পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে। এর ফলে আদালতের দৃষ্টিতে তত্ত্বাবধায়ক সরকার যেমনি অবৈধ, ঠিক তেমনি ১৯৭৫ সালে ও ১৯৮২ সালে জারিকৃত সামরিক শাসনের সময় রাষ্ট্রের কর্মকা- পরিচালনার জন্য যেসব আদেশ/ফরমান...
জাতীয় ঐকমত্য জরুরি
জাতীয় ঐকমত্য জরুরি ড. তারেক শামসুর রেহমান
সংবিধান সংশোধন নিয়ে যেমন সুপারিশ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গেই সংবিধানে সংযোজন হবে না। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে (মন্ত্রণালয়, ভেটিং, মন্ত্রিসভার সিদ্ধান্ত, বিল আকারে সংসদে উত্থাপন, সংসদে বিতর্ক) এটি সংবিধানে পঞ্চদশ সংশোধনী হিসেবে গৃহীত হবে। সুতরাং আলাপ-আলোচনার যথেষ্ট সুযোগ আছে।
গত ৮ জুন জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য ৫১ দফা সুপারিশ উপস্থাপন করা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর জন্য গঠিত বিশেষ কমিটি এ সুপারিশমালা প্রণয়ন করেছে। ওই সুপারিশমালায় কী...
রাজনীতি কোন পথে?
রাজনীতি কোন পথে?
জ্বলন্ত এই বাসের ছবিটি এখন প্রতিকী দেশেও জ্বলছে অশান্তির আগুন
ড. তা রে ক শা ম সু র রে হ মা ন আজ রোববার ৩৬ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। শেষ হবে আগামীকাল সন্ধ্যায়। বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদাভাবে এই লাগাতার হরতাল আহ্বান করেছে। সমর্থন দিয়েছে ইসলামী ঐক্যজোট। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ৫১ দফা সংশোধনী সংসদে উপস্থাপন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি...
Subscribe to:
Posts (Atom)