
সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরের মৃত্যু কি আমাদের কিছু শেখায়? গত ১৩ আগস্টের ওই দুর্ঘটনার এক সপ্তাহ পর যখন এই নিবন্ধটি লিখছি, তখন এ প্রশ্নটাই আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে_ওই মৃত্যু আমাদের কিছু শিখিয়েছে কি না? না, কিছুই শেখায়নি। তারেক মাসুদ ও মিশুক মুনীর দুজনই ভিআইপি, সমাজে তাঁদের একটা অবস্থান ছিল। যে কারণে ওই দুর্ঘটনার খবর পরদিন সব পত্রিকায় শুধু প্রধান সংবাদ শিরোনামই হয়নি, বরং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,...