রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

এই মৃত্যু কি আমাদের কিছু শেখায়

সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরের মৃত্যু কি আমাদের কিছু শেখায়? গত ১৩ আগস্টের ওই দুর্ঘটনার এক সপ্তাহ পর যখন এই নিবন্ধটি লিখছি, তখন এ প্রশ্নটাই আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে_ওই মৃত্যু আমাদের কিছু শিখিয়েছে কি না? না, কিছুই শেখায়নি। তারেক মাসুদ ও মিশুক মুনীর দুজনই ভিআইপি, সমাজে তাঁদের একটা অবস্থান ছিল। যে কারণে ওই দুর্ঘটনার খবর পরদিন সব পত্রিকায় শুধু প্রধান সংবাদ শিরোনামই হয়নি, বরং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,...

উচ্চশিক্ষা নিয়ে কিছু কথা ।

ঈদের পর পরই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এটা আরেকটা ‘যুদ্ধ’। এ ‘যুদ্ধে’ কেউ জেতে, কেউবা আবার হেরে যায়। দেশে উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েছে। সেই সাথে বেড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও। কিন্তু একটা নীতিমালা থাকা দরকার, আমাদের দেশে কত এবং কোন কোন শাখায় গ্রাজুয়েট দরকার। সেই নীতিমালাটি নেই। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত, তারা এটা বোঝেন বলেও মনে হয় না। ইউজিসির নাম পরিবর্তন করে উচ্চতর শিক্ষা কমিশন হচ্ছে। কিন্তু...

নাম পরিবর্তনই যথেষ্ট নয়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নামের পরিবর্তন করে রাখা হচ্ছে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন বা হেক। ইউজিসি থেকে হেক, পরিবর্তনটা কি শুধু নামের? নাকি কাজেরও? ১৯৭৩ সালে মঞ্জুরি কমিশন গঠিত হয়েছিল। যে আইনবলে ইউজিসি গঠিত হয়েছিল, ২০১১ সালে এসে ওই আইন অচল। সুতরাং পরিবর্তনটা প্রয়োজন ছিল। এটা যুগের চাহিদা। সুতরাং নাম পরিবর্তন ও আইন পরিবর্তনের প্রয়োজন ছিল, এটা সবাই স্বীকার করবেন। কিন্তু যেভাবে প্রস্তাবিত 'বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন-২০১১' আইনটি সংসদে উপস্থাপন...

অবনতিশীল শিক্ষক-ছাত্র সম্পর্ক

লেখাটা শুরু করি আমার প্রিয় শিক্ষক অধ্যাপক রওনাক জাহানকে নিয়ে। স্বাধীনতার পর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়তে এলাম, তখন রওনাক জাহান ছিলেন বিভাগের চেয়ারম্যান। ভীষণ গুরুগম্ভির, তার রুমে যেতে ভয় করত। ছাত্রজীবনে তার খুব ঘনিষ্ঠ ছিলাম, তাও নয়। তাও অনেক ছাত্র, সবাইকে মনে রাখাও কঠিন। তবে আমার কথাটা তাও মনে ছিল, কারণ আমি জার্মানি থেকে পিএইচডি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই যোগ দিয়েছিলাম। সম্ভবত সে কারণেই মনে রাখা। কিন্তু দীর্ঘদিন যোগাযোগ...

পাহাড়ে অসন্তোষ কার স্বার্থে

গত ২৯ জুলাই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে আদিবাসী হিসেবে আখ্যায়িত করায় বাংলাদেশে নতুন করে আবার বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সংবিধানে 'আদিবাসী' বলে কিছু নেই। তবে ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতীয়কে নৃ-গোষ্ঠী হিসেবে স্বীকার করে নেয়া হয়েছে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে তাদের স্বার্থ ক্ষুণ্ন করা হচ্ছে বলে অভিমত পোষণ করেছেন।...

টিপাইমুখ নিয়ে আলোচনা হওয়াটা জরুরি

আগামী ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভারতীয় প্রধানমন্ত্রীর ফিরতি সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন ২০১০ সালের জানুয়ারিতে। তখন বেশ কয়েকটি চুক্তি তিনি স্বাক্ষর করেছিলেন। এখন ফিরতি সফরে আসছেন মনমোহন সিং। এর আগে বাংলাদেশ ঘুরে গেছেন বেশ কয়েকজন ভারতীয় মন্ত্রী। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা ও স্বরাষ্ট্রমন্ত্রী...

বিদ্যুৎ সংকট ও সরকারের দায়দায়িত্ব

বিদ্যুৎ বিভাগ বেশ কিছুদিন ধরে ‘বিদ্যুৎবার্তা’ প্রচার করে আসছে। এই ‘বিদ্যুৎবার্তা’য় আমজনতাকে জানিয়ে দেয়া হচ্ছে সর্বশেষ বিদ্যুৎ পরিস্থিতির কথা। মোটামুটি সব পত্রিকায়ই এই বিজ্ঞাপনটি (?) প্রচার হচ্ছে। যেমন ৩১ জুলাইয়ের বিদ্যুৎ পরিস্থিতি ছিল : উৎপাদন ৪৫০৫ দশমিক ৫ মেগাওয়াট (এর আগের দিন ছিল ৪৬৩২ মেগাওয়াট)। লোডশেডিং ৯৮৫ মেগাওয়াট (গত বছর ছিল ৮৯০ মেগাওয়াট)। গত বছর অর্থাৎ ২০১০ সালের এই দিনে উৎপাদনের পরিমাণ ছিল ৩৯০১ দশমিক ৫ মেগাওয়াট। এটা সরকারি ভাষ্য, সরকারি প্রপাগান্ডা।...

সমস্যাগুলোর দিকে নজর দেয়া কেন জরুরি

বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান একটা বেফাঁস মন্তব্য করে বিপদেই আছেন মনে হচ্ছে। গত ৪ আগস্ট ঢাকায় এক মতবিনিময় সভায় তিনি বলেছিলেন, 'আপনারা কম খান, কম খেলে সমস্যা কমবে। ব্যবসায়ীরা ভেজাল মেশাতে নিরুৎসাহিত হবে। খাদ্যের মাধ্যমে ক্ষতিকর ব্যাকটেরিয়া মানুষের শরীরে সহজে প্রবেশ করে। আগেকার মানুষ কম খেত বলে বেশি দিন বাঁচত।' ফারুক খানের এই বক্তব্য প্রায় প্রতিটি পত্রিকায় এভাবেই ছাপা হয়েছে। তিনি এর প্রতিবাদও করেননি। ফলে ধরে নিতে হবে তিনি যা বলেছেন,...

বেলুচিস্তান কি যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট?

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যখন 'অস্বাভাবিক', তখন ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্যামেরন মুন্টার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ যুক্তরাষ্ট্রের জন্য খুব তাৎপর্যপূর্ণ। আগস্টের প্রথম দিকে তিনি বেলুচিস্তান সফর করেন এবং সেখানে অবস্থানকালে বেলুচিস্তানের আঞ্চলিক পরিষদের স্পিকার মোহাম্মদ আসলাম ভুটানির সঙ্গে আলাপ-আলোচনার সময় তিনি এ মন্তব্যটি করেন। যদিও মুন্টার তাঁর মন্তব্যের কোনো ব্যাখ্যা...

কয়লানীতি কেন জরুরি

বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিদ্যুত্ প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। ক্রমবর্ধমান বিদ্যুত্ সংকটের কারণে সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ ধরনের একটি দাবি যখন ওঠে, তখন আমি অবাক হই না। বাংলাদেশ বর্তমানে এক চরম বিদ্যুত্ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। রোজা-রমজানের দিনে-রাতেও একাধিকবার বিদ্যুত্ যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে গ্যাস সংকট। গ্যাস সংকটের কারণে বিদ্যুত্ উত্পাদন করা যাচ্ছে না। অথচ চাহিদা...

সোনিয়া গান্ধীর সফর ও আমাদের প্রত্যাশা

সোনিয়া গান্ধী ঢাকায় আসলেন। দেখলেন। চলেও গেলেন। সঙ্গে নিয়ে এসেছিলেন এসপিজির (স্পেশাল প্রটেকশন গ্রুপ) একটি গ্রুপ। সেটা খুব অস্বাভাবিক ছিল না। তার শাশুড়ি ইন্দিরা গান্ধী নিজ দেহরক্ষীদের দ্বারা মারা গিয়েছিলেন। স্বামী রাজীব গান্ধীকে হত্যা করেছিল তামিল টাইগাররা। সুতরাং তার সঙ্গে এসপিজি থাকবে, এটাই স্বাভাবিক। তিনি ঢাকায় এসেছিলেন অটিজমের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে। তিনি ভারতের অটিজম সম্পর্কিত একটি ন্যাশনাল কমিটির উপদেষ্টা। বাংলাদেশে এ...

আস্থার জায়গাটা কি তৈরি হচ্ছে ????

ড. তারেক শামসুর রেহমান গত ২৯ জুলাইর একটি খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরের পুলিশি নির্যাতনের খবর যখন সংবাদপত্রে প্রকাশিত হয় ও তা হাইকোর্টের নজরে আসে, তখন হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে সকালে (২৮ জুলাই) একটি রুল জারি করেছিল। আর বিকালে শুনানি শেষে তিনজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। আট সপ্তাহের মধ্যে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেয়া হয়েছে। নিঃসন্দেহে এ ধরনের একটি আদেশে আমরা আশার আলো দেখতে পাই। আদালত যে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে পারে, এটা একটা বড় প্রমাণ। নিরীহ ছাত্র কাদেরকে পুলিশ ডাকাত বানিয়েছিল। যে ছেলে ঢাকা...