
লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর যে প্রশ্নটি আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে ইতিহাস এখন গাদ্দাফিকে কীভাবে স্মরণ করবে? একজন ডিক্টেটর হিসেবে, নাকি তৃতীয় বিশ্বের একজন 'বন্ধু' হিসেবে? গাদ্দাফির স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে হত্যা করা হয়েছে। জাতিসংঘ বলছে, এই হত্যাকা-ের তদন্ত করতে হবে। পশ্চিমা সংবাদপত্রে যেসব ছবি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যায় সিরতে, তার নিজ শহরে তাকে জীবিত অবস্থাতেই 'ধরা' হয়েছিল। তারপর তাকে হত্যা করা হয়। এই...