রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

সংঘাতময় পরিস্থিতি দেশকে কোথায় নিয়ে যাচ্ছে

  অতি সম্প্রতি বিভিন্ন ঘটনায় সাধারণ মানুষের মাঝে যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে, দেশের সংঘাতময় রাজনীতি দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? সেমিনারে, টকশোতে এই মুহূর্তে আলোচনার একটি বিষয়-বাংলাদেশ ধীরে ধীরে একটি সংঘাতময় রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা তেমন কথা প্রকাশ্যেই বলছেন, ঠিক তেমনি সাধারণ মানুষের মাঝেও এই প্রশ্নটি ঘুরেফিরে আবতির্ত...

দুদকের বিতর্কিত ভূমিকা ও পদ্মা সেতুর ভবিষ

দুর্নীতি দমন কমিশন বা দুদক পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে 'ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের' অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করেছে। এই মামলায় সাবেক মন্ত্রী আবুল হোসেনকে আসামি করা হয়নি। এমনকি আওয়ামী লীগের অতীত মন্ত্রিসভার একজন প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকেও আসামি করা হয়নি। সাবেক মন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে সরাসরি ঘুষ নেয়ার অভিযোগ ছিল। আর আবুল হাসান চৌধুরী পরামর্শক নিয়োগের ব্যাপারে একটি কানাডিয়ান কোম্পানির পক্ষে তদবির করেছিলেন। বিশ্বব্যাংকের...

মিসর কি ‘ইসলামী রাষ্ট্রে’ পরিণত হচ্ছে

দু’দফা গণভোটে নয়া সংবিধানের পক্ষে ব্যাপক ভোট পড়ায় একদিকে প্রেসিডেন্ট মুরসির হাত যেমন শক্তিশালী হল, অন্যদিকে আগামী দিনের মিসর সম্পর্কে একটি বড় ধরনের অনিশ্চয়তাও সৃষ্টি হল। কোন পথে এখন মিসর? খসড়া সংবিধান অনুমোদিত হওয়ায় নানা প্রশ্ন মিসরকে ঘিরে আবর্তিত হচ্ছে। মিসর কি একটি কট্টরপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে? নাকি দেশটি তুরস্কের মডেল অনুসরণ করবে? সামরিক কাউন্সিল বা স্ক্যাফের ভূমিকাই বা কী হবে শেষ পর্যন্ত? খসড়া সংবিধান গণভোটে অনুমোদিত হওয়ায় পশ্চিমা...

জোট রাজনীতির অতীত ও ভবিষ্যৎ

মূল পাতা রাজনীতি  ¦ দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই 'জোটের রাজনীতি'র ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ছে। বাংলাদেশের ৪১ বছরের রাজনীতিতে জোটের রাজনীতি প্রথমদিকে গুরুত্ব না পেলেও ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান ও ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এই 'জোট রাজনীতি'র গুরুত্ব পেয়েছে বেশি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি...

বিশ্বব্যাংকের প্রকল্পগুলোর ভবিষ্যৎ কী

হোম পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগে দুদকের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিশ্বব্যাংক যে তদন্ত প্যানেল গঠন করেছিল, তারা অনেকটা নিরাশ হয়েই ফিরে গেছে। দুদকের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে দুর্নীতির মামলায় আসামি না করায় একরকম হতাশা নিয়েই তারা ফিরে গেল। পদ্মা সেতুতে \'দুর্নীতির ষড়যন্ত্র\' হয়েছে বলে দুদক স্বীকার করে নিয়েছে। দুদকের অনুসন্ধানে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা...

সঠিক সিদ্ধান্ত নিতে হবে এখনই

অবিশ্বাস্য হলেও সত্য। যাদের এমফিল ও পিএইচডি ডিগ্রি নেই, তারাই এখন এমফিল ডিগ্রি দিচ্ছে, পিএইচডি ডিগ্রি দিচ্ছে। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাহিনী। উচ্চশিক্ষা আজ কোন পর্যায়ে গিয়ে উন্নীত হয়েছে, তা বোঝার জন্য এই একটি সংবাদই যথেষ্ট। আমরা এতদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে হাজারো প্রশ্ন রেখেছি। আমি নিজে একাধিকবার একাধিক প্রবন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (সবক’টি নয়) সার্টিফিকেট বাণিজ্য নিয়ে লিখেছি। এখানে যে যুক্তি নেই, তা বলা...

কোন পথে বাংলাদেশ?

গত ৯ ডিসেম্বর ঢাকা অবরোধ, ১১ ও ১৩ ডিসেম্বর সকাল সন্ধ্যা ও অর্ধবেলা হরতালের পর যে প্রশ্নটি আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে কোন পথে এখন বাংলাদেশ? হরতালের সময় ছাত্রলীগের ক্যাডারদের সহিংস তৎপরতার ছবি, বিশেষ করে ঢাকার জজকোর্ট এলাকায় বিশ্বজিৎ দাসের হত্যাকাণ্ডের পর স্পষ্টতই আমি বাংলাদেশের আগামী দিনের রাজনীতি নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। অবরোধ আর হরতালের সময় যে চিত্র আমি দেখেছি, তা আমাকে পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছে ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই...

বদলে যাচ্ছে রাজনীতির দৃশ্যপট

বদলে যাচ্ছে রাজনীতির দৃশ্যপট। প্রথমে অবরোধ, তারপর দুদিন হরতাল। ছাত্রলীগের ক্যাডারদের হাতে মারা গেলেন সাধারণ একজন মানুষ, বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাসকে হত্যা করার ভয়াবহ চিত্র প্রকাশ করেছে সংবাদপত্রগুলো। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফটোসাংবাদিকরা যেসব ছবি তুলেছেন, তা দেখে অাঁতকে উঠতে হয়। পৃথিবীর কোনো সভ্য দেশে এভাবে মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয় কি না, আমি জানি না। এই ঘটনা আমাকে ১৯৯৪ সালের আফ্রিকার একটি দেশ বরুন্ডির হুতু-তুতসির হত্যাকা-ের কথা...

আস্থাহীনতার রাজনীতি

আমাদের জাতীয় নেতাদের মাঝে আস্থাহীনতা কত প্রকট, বিজয়ের একচল্লিশ বছর পার করার পর সেটা আবারও প্রমাণিত হল। হরতালের সময় মারা গেলেন বিশ্বজিৎ দাস। যারা তাকে কুপিয়ে হত্যা করল, তারা ছাত্রলীগের কর্মী, হোক না বহিষ্কৃত। এ হত্যাকাণ্ড নিয়ে জল ঘোলা হল অনেক। স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বললেন, হত্যাকারীরা অনুপ্রবেশকারী, কেউ কেউ শিবিরের সমর্থক! নিজেদের দোষ আমরা কেউ স্বীকার করতে চাই না। ছাত্রলীগের সবাই যে সৎ ছেলে, তা তো নয়। কিন্তু কী অবলীলায় আমাদের...

হরতালের রাজনীতিতে বাংলাদেশ

এক সপ্তাহের মধ্যে দু-দুটো হরতাল প্রত্যক্ষ করল বাংলাদেশ। ১১ ডিসেম্বর ছিল সকাল-সন্ধ্যা হরতাল আর ১৩ ডিসেম্বর আধা বেলা। এর আগে ৯ ডিসেম্বর ছিল অবরোধ। ওই অবরোধ অনেকটা হরতালের মতোই পালিত হয়েছিল। ধারণা করছি, বিএনপি তথা ১৮ দল সরকারের ওপর 'চাপ' সৃষ্টি করার লক্ষ্যে হরতালের মতো কর্মসূচি আরো দিতে পারে। খালেদা জিয়া সে রকমই ইঙ্গিত দিয়েছেন। এতে করে কি সরকার বিরোধী দলের দাবি মেনে নেবে? কোন পরিস্থিতির দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি? অবরোধের সময় বিশ্বজিৎ...

কোন পথে বিএনপি

বিএনপি তথা ১৮ দল কর্তৃক আহূত ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের পর যে প্রশ্নটি আমাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে এরপর কী? ১৮ দলীয় জোট ঢাকার রাজপথ অবরোধের ডাক দিয়েছিল কয়েকটি সুনির্দিষ্ট দাবিকে সামনে রেখে— অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল। সে সঙ্গে রয়েছে দুর্নীতি, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সরকারের ব্যর্থতা। এসব দাবি-দাওয়ার পেছনে সাধারণ মানুষের সমর্থন কতটুকু আছে কিংবা...