ট্রাম্প হোয়াইট হাউজ থেকে বিদায় নিয়েছেন। আর জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন। ২০ জানুয়ারি এ খবর সারা বিশ্বের সংবাদপত্রে ছাপা হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ‘নতুন একটি দিনের’ সূচনা হয়েছে বটে, কিন্তু রেখে গেছে অনেক প্রশ্ন ও জিজ্ঞাসা। ট্রাম্প বিদায় নিলেও তার ‘লিগেসি’ যুক্তরাষ্ট্র কতদিন বয়ে বেড়াবে কিংবা শপথগ্রহণ অনুষ্ঠানে বাইডেন ‘ঐক্যের ডাক’ দিলেও এ ঐক্য তিনি আদৌ ধরে রাখতে পারবেন কি না, এ প্রশ্নটি বারবার আলোচিত...
Prof Dr Tareque Shamsur Rehman
In his Office at UGC Bangladesh
Prof Rahman With US Congressman Joseph Crowley
here you go!!!
Prof Dr Tareque Shamsur Rahman
During his stay in Germany
Prof Dr Tareque Shamsur Rahman
At Fatih University, Turkey during his recent visit.
Prof Dr Tareque Shamsur Rehman
In front of an Ethnic Mud House in Mexico
কতদূর যেতে পারবেন জো বাইডেন
21:29
1 comment
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিয়েছেন জো বাইডেন। কিন্তু যে পরিস্থিতির মধ্য দিয়ে তিনি শপথ নিলেন এবং যে পরিস্থিতির তিনি মুখোমুখি হতে যাচ্ছেন, আগামী দিনগুলোয় তা যে কোনো বিবেচনায় যুক্তরাষ্ট্রের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। একটি বিভক্ত সমাজ, উগ্র শ্বেতাঙ্গ রাজনীতির উত্থান, কোভিড ১৯-এ বিধ্বস্ত মার্কিন সমাজ, ভঙ্গুর অর্থনীতি কিংবা আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা বাড়ানো- এসব বিষয় মোকাবিলা ও নানাবিধ চ্যালেঞ্জের...
জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতি
15:40
No comments
আজ বুধবার ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন জো বাইডেন। তিনি ডেমোক্র্যাটদলীয় এবং ওবামার পর (২০০৯-১৭) একজন ডেমোক্র্যাট হিসেবে আবার হোয়াইট হাউজে যাচ্ছেন। ইতিহাস বলে যুক্তরাষ্ট্রে প্রথম ডেমোক্র্যাটদলীয় নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন সপ্তম প্রেসিডেন্ট এন্ড্রু জ্যাকসন (১৮২৯-৩৭)। এর আগের ছয়জন প্রেসিডেন্টের পরিচিত ছিল ফেডারেলিস্ট পার্টি তথা ডেমোক্রেটিক-রিপাবলিকান পার্টির প্রতিনিধি হিসেবে। তবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড...
বাইডেনের প্রেসিডেন্সি ও একটি বিভক্ত সমাজ
18:00
No comments
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ২০ জানুয়ারি বুধবার শপথ গ্রহণ করবেন। কিন্তু তার আগেই একের পর এক যেসব ঘটনা ঘটে চলেছে, তা খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে একটি প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এ ভাবমূর্তি উদ্ধারে নির্বাচিত প্রেসিডেন্ট কী ধরনের সিদ্ধান্ত নেন, সেটাই দেখার বিষয়। ৩ নভেম্বর যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচকমণ্ডলীর ভোটে ব্যাপক ব্যবধানে হেরে যান...
মার্কিন গণতন্ত্রের জন্য একটি কালো দিন
00:27
No comments
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে বুধবার যা ঘটল, তা মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হতে বাধ্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে বুধবার যা ঘটল, তা মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হতে বাধ্য।
নিয়মমাফিক ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের রায়কে অনুমোদন দেওয়ার জন্য ক্যাপিটল হিলে কংগ্রেস সদস্যরা...
বিশ্বে গণতন্ত্র বিকাশের অন্তরায় করোনাভাইরাস
04:33
No comments
চলতি বছর অনেক বিষয়ের সঙ্গে করোনাভাইরাস বা কোভিড-১৯ অন্যতম একটি আলোচিত বিষয় হয়ে থাকবে। এ করোনাভাইরাস বিশ্বের অনেক দেশে গণতন্ত্রের বিকাশকে যে বাধাগ্রস্ত করেছে, তা গবেষণায় প্রমাণিত হয়েছে। গণতন্ত্রের ওপর নজরদারি সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’ কর্তৃক প্রকাশিত এক গবেষণায় এ ধরনের তথ্য উঠে এসেছে।
তাদের গবেষণায় উঠে এসেছে, বিশ্বে প্রতি ১০টি দেশের মধ্যে ছয়টিরও বেশি করোনা মহামারীর কারণে এমন সব পদক্ষেপ নিয়েছে, যা গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি...
বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে কতটুকু
04:30
No comments
গেল ২৭ ডিসেম্বর করোনাভাইরাসে বিশ্বব্যাপী মোট ১৭ লাখ ৬৬ হাজার ৭৯৬ জনের মৃত্যু ও জো বাইডেনের যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ের পর যে প্রশ্নটি উঠেছে, তা হচ্ছে নতুন বছরে আদৌ কি কোনো পরিবর্তন আসবে? এই দুটো বিষয় ছিল ২০২০ সালের আলোচনার অন্যতম বিষয়। কভিড-১৯ সারা বছর দাপিয়ে বেড়িয়েছে এবং নভেম্বরে এসে আমরা প্রত্যক্ষ করলাম কভিড-১৯-এর ‘দ্বিতীয় ঢেউ’। এই ‘ঢেউ’ আবারও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। শুধু তাই নয়, অ্যানটার্কটিকায় এই প্রথমবারের...
Subscribe to:
Posts (Atom)