রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

উপমহাদেশে আবারও অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা

সাম্প্রতিক সময়ে চিরবৈরী দুটি দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত ফেব্র“য়ারি মাসে ভারত পারমাণবিক বোমা বহনযোগ্য অগ্নি-২ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর পাকিস্তানে এর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর রেশ কাটতে না কাটতে গত ১৪ মার্চ দিল্লিতে নিযুক্ত পাক হাইকমিশনার সোহেল মাহমুদকে ইসলামাবাদ ফিরিয়ে নিয়েছে। পর্যবেক্ষকরা অনেকদিন থেকেই লক্ষ করছেন ভারত ও পাকিস্তান একধরনের অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। সামরিক শক্তির নিরিখে বিভিন্ন...

দুটি ছবি, প্রশ্ন অনেক

দুটি ছবি ছাপা হয়েছে কলকাতার জনপ্রিয় সংবাদপত্র আনন্দবাজারে। প্রথমটিতে দেখা যাচ্ছে, ত্রিপুরায় সদ্য ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রী মানিক সরকার মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দকৃত বাসা ছেড়ে দিয়ে দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। তাঁদের কোনো বাড়ি নেই, ব্যাংকে প্রচুর টাকা নেই, যা দিয়ে তিনি বাসা ভাড়া দেবেন। তাই স্ত্রীকে নিয়ে নিঃসন্তান মানিক সরকার আশ্রয় নিয়েছেন পার্টির গেস্ট হাউসে। চার-চারবার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ১৯৯৮ সাল থেকে তিনি ক্ষমতায়। কিন্তু তাঁর নিজস্ব কোনো...

প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফর প্রসঙ্গে দুটি কথা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন ১৩ মার্চ। নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্ত হওয়া ও ৪৯ জন যাত্রীর মৃত্যুর কারণে সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী তার সফর সংক্ষিপ্ত করেন। বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের সম্পর্কের ভিত্তি হচ্ছে ‘ইকোনমিক কোলাবরেশন’, অর্থাৎ অর্থনৈতিক সম্পর্কযুক্ত। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব এবং প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন। এই সফরে...

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কোন দিকে এগোচ্ছে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন। একইসঙ্গে সিআইএ প্রধান মাইক পম্পিওকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রেক্স টিলারসনের মতবিরোধের খবর সংবাদপত্রে ছাপা হয়েছে। বিশেষ করে ইরান ও উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্পের সিদ্ধান্তের ব্যাপারে একমত ছিলেন না টিলারসন। এখন টিলারসনের বিদায় এবং পররাষ্ট্রমন্ত্রী পদে...

উত্তর-পূর্ব ভারতে গেরুয়া বিপ্লব

উত্তর-পূর্ব ভারতে গেরুয়া বিপ্লব সম্পন্ন হয়েছে। চার বছর আগে যে গেরুয়া বিপ্লবের সূচনা করেছিলেন নরেন্দ্র মোদি, তা এখন ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় সম্প্রসারিত হলো। অর্থাৎ বিজেপি এখন এসব রাজ্যে দলীয়ভাবে এবং শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে। ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। কেননা ট্র্যাডিশনালি...

উত্তর-পূর্বাঞ্চলের পরিবর্তন ভারতকে কোথায় নিয়ে যাবে?

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যের বিধানসভার নির্বাচনে বিজেপি ও বিজেপি শরিকদের বিজয় কি ভারতের রাজনীতির জন্য কোনো নতুন বার্তা বয়ে আনল? ত্রিপুরায় প্রথমবারের মতো বিজেপির সরকার গঠন, মেঘালয়ে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলেও সরকার গঠন করতে না পারা, নাগাল্যান্ডে বিজেপি মিত্রদের সরকার গঠন সর্বভারতব্যাপী রাজনীতির জন্য নতুন একটি বার্তা। আর এ বার্তাটি হচ্ছে, ২০১৪ সালে নরেন্দ্র মোদি নয়াদিল্লির মসনদে বসে যে ‘গেরুয়া বিপ্লবের’ সূচনা করেছিলেন,...

ভারত-পাকিস্তান সম্পর্ক কোন পথে

সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানকে কেন্দ্র করে একাধিক সংবাদের জন্ম হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে একটি প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। গত ২০ ফেব্রুয়ারি সংবাদ সংস্থা স্পুটনিক (Sputnik) আমাদের জানাচ্ছে, ভারত সাফল্যের সঙ্গে পারমাণবিক বোমা বহনযোগ্য অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ওড়িশা রাজ্যের বালাসোরে অবস্থিত আবুল কালাম দ্বীপের ক্ষেপণাস্ত্রঘাঁটি থেকে এই পরীক্ষা চালানো হয়। অগ্নি-২ ক্ষেপণাস্ত্রটি এক হাজার ২৪২ মাইল দূরে অবস্থিত শত্রুঘাঁটিতে...

বিপিন রাওয়াতের মন্তব্য ও প্রাসঙ্গিক কিছু কথা

ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন অতিসম্প্রতি। নয়াদিল্লিতে আয়োজিত এক সেমিনারে তিনি বলেছেন, ‘দেশটির (অর্থাৎ ভারতের) উত্তর-পূর্বাঞ্চলে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে লোক ঢোকানো হচ্ছে। এর পেছনে রয়েছে পাকিস্তান। চীনের মদতে একটি ছায়াযুদ্ধের অংশ হিসেবে ভারতের ওই এলাকাকে ‘অস্থির’ করে তুলতেই এ কাজ করা হচ্ছে।’ একজন সেনাপ্রধানের এ ধরনের বক্তব্যের গুরুত্ব অনেক বেশি। তিনি এই মন্তব্যটি করলেন এমন এক...

একটি ছবি, অনেক প্রশ্ন

একটি ছবি ছাপা হয়েছে যুগান্তরে গত ২৬ ফেব্রুয়ারি। ছবিটির গুরুত্ব থাকলেও তা ছাপা হয়েছে ভেতরের পাতায়। ছবিটি যুগান্তরের কাউনিয়া (রংপুর) প্রতিনিধির পাঠানো। ছবির সঙ্গে একটি ছোট্ট প্রতিবেদনও আছে। ছবিতে দেখা যাচ্ছে রংপুরের কাউনিয়ায় একসময়ের খরস্রোতা তিস্তা নদীর বুকজুড়ে বালুচর। প্রতিবেদক লিখেছেন, ‘বৈশাখ মাসে নয়, ফাল্গ–নেই তিস্তার বুকজুড়ে এখন ধু-ধু বালুচর, আর ফসলের মাঠ। খরস্রোতা তিস্তা এখন শীর্ণ মরা খালে পরিণত হয়েছে।’ প্রতিবেদক আরও লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের...