
সাম্প্রতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটেছে, যাকে বিশ্নেষকরা নয়া স্নায়ুযুদ্ধের সূচনা বলে অভিহিত করেছেন। কেউ কেউ এই প্রবণতাকে 'কোল্ড ওয়ার টু' আখ্যায়িত করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরই প্রভাববলয় বিস্তারের রাজনীতিকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্রের টার্গেট ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ও সমাজতন্ত্রের 'অবসান' ঘটলে পরিসমাপ্তি ঘটেছিল স্নায়ুযুদ্ধের। এখন দৃশ্যপটে...