
গেল সপ্তাহে জলবায়ু পরিবর্তন নিয়ে বেশ ক’টি সংবাদ ছাপা হয়েছে পত্রপত্রিকায়। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব আজ বড় ধরনের ঝুঁকির সম্মুখীন-এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের ১০৭ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর গিয়েছিলেন অ্যান্টার্কটিকায়। আমাদের পরিবেশমন্ত্রীও ছিলেন সেই দলে। আল গোর অ্যান্টার্কটিকা থেকে একটি প্রবন্ধও লিখেছেন, যার বাংলা অনুবাদ ছাপা হয়েছে কোনো কোনো পত্রিকায়। দ্বিতীয় সংবাদটি নাসার একটি গবেষণা, যা...