রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

কতদূর যেতে পারবেন পুতিন?

ক্রিমিয়ায় রাশিয়া তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর যে প্রশ্নটি এখন অনেকেই করছেন তা হচ্ছে, কতদূর যেতে পারবেন পুতিন? মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর মূলত দুটি প্রশ্নকে ঘিরে আলোচনা চলছে এখন- এক. ক্রিমিয়া ‘অধিগ্রহণ’ করার পর রাশিয়া কি তার সীমান্তবর্তী অন্যান্য দেশে যেখানে রুশ জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেসব অঞ্চলও ‘অধিগ্রহণ’ করবে? দুই. রাশিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কঠোর মনোভাব কি আমাদের স্নায়ুযুদ্ধের যুগে নিয়ে যাচ্ছে? যে প্রশ্নটি...

আবার মমতার মিথ্যাচার

মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাংলাদেশবিদ্বেষী মমতা ব্যানার্জি আবারো একটি মিথ্যাচার করলেন। বললেন, 'পশ্চিমবঙ্গকে না জানিয়ে ফারাক্কায় জল দেয়া হচ্ছে। শুধু তাই নয়_ তিস্তায় যে পানি দেবেন না, সে কথাটা জানাতেও ভোলেননি তিনি। বলেছেন নিজের ঘরে জল নেই, প্রতিবেশীকে জল দিই কীভাবে।' মমতার এই কথাবার্তা পশ্চিমবঙ্গের নির্বাচনী জনসভায় বললেও, তা বাংলাদেশের পত্রপত্রিকায় ছাপা হয়েছে। ৭ এপ্রিল শুরু হচ্ছে ভারতের লোকসভার নির্বাচন। এ ধরনের হালকা...

তিস্তার পানি বণ্টন চুক্তি ও আমাদের জাতীয় নিরাপত্তা

গেল সপ্তাহে তিস্তা নিয়ে অনেক সংবাদ ছাপা হয়েছে পত্রপত্রিকায়। দুটি উদ্বেগের খবর আমরা জেনেছি পত্রপত্রিকা থেকে। প্রথমটিতে বলা হয়েছে, যেখানে তিস্তায় পাঁচ হাজার কিউসেক পানি পাওয়ার কথা, সেখানে পাওয়া গেছে মাত্র ৫০০ কিউসেক। ফলে তিস্তা ব্যারাজ অকার্যকর হয়ে পড়েছে। নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার ১২ উপজেলার ৬০ হাজার ৫০০ হেক্টরে যে বোরো আবাদ হয়, সেচের অভাবে তা এখন মরতে বসেছে। কেননা কৃষকরা সেচের জন্য পানি পাচ্ছে না। দ্বিতীয় উদ্বেগের বিষয়টি হচ্ছে তিস্তা থেকে...

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযুক্তি ও কিছু মৌলিক প্রশ্ন

শেষ পর্যন্ত যা প্রত্যাশা করা হয়েছিল, তা-ই হয়েছে। ১৬ মার্চ ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ায় স্বাধীনতা প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটে শতকরা ৯৭ ভাগ ভোট পড়ে স্বাধীনতার পক্ষে। গণভোটের ফলের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ক্রিমিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর পরপরই ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে একীভূত করার ব্যাপারে মস্কোর কাছে আবেদন জানায়। আর ওই আবেদনে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন ক্রিমিয়াকে রুশ ফেডারেশনে...

উপজেলা নির্বাচন আমাদের কতটুকু আশাবাদী করতে পারছে

আজ উপজেলা নির্বাচনের চতুর্থ পর্ব। এ পর্যন্ত তিন দফা নির্বাচনের পর যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে, এ নির্বাচন আমাদের কতটুকু আশাবাদী করতে পারছে? সংঘর্ষ, ভোট কেন্দ্র দখল, জালভোট, ব্যালট পেপার ছিনতাইয়ের রাজনৈতিক সংস্কৃতি আমরা প্রত্যক্ষ করেছি প্রথম দু’দফা নির্বাচনে। তৃতীয় দফায় (১৫ মার্চ) সহিংসতা ও অনিয়মের মাত্রা আরও বেড়েছে। তবে একটা পার্থক্য লক্ষ্য করার মতো- ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা তৃতীয় দফায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বেশি...

‘অনিয়ম দমনে নির্বাচন কমিশনের আগ্রহ নেই’

স্টাফ রিপোর্টার | ১৭ মার্চ ২০১৪, সোমবার, ১১:১৪ | মতামত: ২ টি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তারেক শামসুর রেহমান বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। শপথ নিয়ে তারা দায়িত্ব নেন। কিন্তু তারা জাতীয় ও স্থানীয় পর্যায়ের যে কোন নির্বাচন পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ। এখন কমিশনের কর্মকান্ডে মনে হচ্ছে তারা সরকারি প্রতিষ্ঠান। এর আগে কমিশনারের সংখ্যা তিনজন থেকে বাড়িয়ে পাঁচজন করা হয়েছে।...

তিস্তার পানিবণ্টন চুক্তির অনিশ্চয়তা এবং আমাদের পররাষ্ট্রনীতি

শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগেই তিস্তার পানি প্রাপ্তির যে ভয়াবহ চিত্র সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, তা আমাদের দুশ্চিন্তাকে শুধু বাড়িয়েই দিচ্ছে না, বরং আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতার দিকটাই প্রকট হয়ে ধরা পড়েছে। বিগত জোট সরকারের আমলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি হলেও, আমাদের বড় ব্যর্থতা ছিল আমরা তিস্তার পানিবণ্টনের ব্যাপারে কোনো চুক্তি করতে পারিনি। শুধু তাই নয়_ একই সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্কের ব্যাপারে কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, যার কোনো...

অমীমাংসিত কিছু বিষয় এবং বহুবিধ প্রশ্

ভারতে ‘ষোড়শ’ লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ৭ এপ্রিল থেকে। মোট ৯ দফায় এই ভোটগ্রহণ শেষ হবে ১২ মে। ধারণা করছি মে মাসের শেষ দিকে ভারতে একটি নয়া সরকার গঠিত হবে। ইতোমধ্যে সংবাদপত্রে নানা খবর, নানা জরিপের খবর বেরিয়েছে। প্রায় প্রতিটিতেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) জোটের বিজয়ের পূর্বাভাস দেয়া হয়েছে। সঙ্গত কারণেই যে প্রশ্নটি ওঠে, তা হচ্ছে এই নির্বাচন বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? বাংলাদেশের সঙ্গে ভারতের যেসব...

রাহুল গান্ধীর স্বপ্ন কি ভঙ্গ হতে যাচ্ছে?

তিনি রাজনীতির রাজপুত্র। রাহুল গান্ধী। ভারতের কংগ্রেসের অন্যতম ভাইস চেয়ারম্যান, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং যাকে অভিহিত করেছিলেন ভারতের ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে। সেই রাহুল গান্ধীর কি স্বপ্নভঙ্গ হতে যাচ্ছে? ৭ এপ্রিল শুরু হচ্ছে ভারতের ষোড়শ লোকসভার নির্বাচন। মোট ৯ দফায় এ নির্বাচন শেষ হবে ১২ মে। ১৬ মে জানা যাবে কে হতে যাচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। আর সেই নামটি যে রাহুল গান্ধী নয়, তা একাধিক জনমত জরিপেই উঠে এসেছে। একাধিক জরিপে...

স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু!

ইউক্রেনের সংকটকে কেন্দ্র করে জন্ম হয়েছে স্নায়ুযুদ্ধ-২-এর। বিষয়টি এখন আন্তর্জাতিক পরিসরে ব্যাপকভাবে আলোচিত। অনেকেই স্মরণ করতে পারেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইউরোপে দুই পরাশক্তির মধ্যে 'প্রভাববলয়' বিস্তারের রাজনীতিকে কেন্দ্র করে জন্ম হয়েছিল স্নায়ুযুদ্ধের। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন ইউরোপে নিজেদের কর্তৃত্ব ও প্রভাব বৃদ্ধির লক্ষ্যে যে প্রতিযোগিতার জন্ম দিয়েছিল, একসময় তা ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। ১৯৯১ সালের ডিসেম্বরে...

শিক্ষা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ

শিক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ ছাপা হয়েছে চলতি সপ্তাহে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন নারী ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঝে একমাত্র তিনিই নারী ভিসি। যদিও এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (এবং বর্তমানেও) একজন নারী প্রো-ভিসির দায়িত্ব পালন করেছিলেন। নিঃসন্দেহে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে এটা একটা অগ্রগতি। তবে নারী হিসেবে নয়, একজন ভিসি হিসেবেই তাকে দেখতে চাইবে শিক্ষা সমাজ। যেদিন তিনি দায়িত্ব নেন,...