স্টাফ রিপোর্টার | ১৭ মার্চ ২০১৪, সোমবার, ১১:১৪ | মতামত: ২ টি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তারেক শামসুর রেহমান বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। শপথ নিয়ে তারা দায়িত্ব নেন। কিন্তু তারা জাতীয় ও স্থানীয় পর্যায়ের যে কোন নির্বাচন পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ। এখন কমিশনের কর্মকান্ডে মনে হচ্ছে তারা সরকারি প্রতিষ্ঠান। এর আগে কমিশনারের সংখ্যা তিনজন থেকে বাড়িয়ে পাঁচজন করা হয়েছে। কিন্তু কোন লাভ হয় নি। নির্বাচনের চিত্র দিন দিন আরও বেশি ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। ব্যাপকভাবে অনিয়ম হচ্ছে নির্বাচনে অথচ কমিশন তা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, কমিশনের মধ্যে অনিয়ম দমনের কোন আগ্রহ দেখা যাচ্ছে না। কমিশনাররা যে সব বক্তব্য দিচ্ছেন তা হাস্যকর বালখিল্য উল্লেখ করে তিনি বলেন, এত অনিয়মের মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে অথচ প্রধান নির্বাচন কমিশনার দেশের বাইরে রয়েছেন। ইচ্ছা মতো নির্বাচনের কেন্দ্র দখল করে ভোট দেয়া গেলে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই প্রতিষ্ঠান দিয়ে একাদশ নির্বাচনের আলোচনা সম্ভব নয়। তার আগে নির্বাচন কমিশনকে সরকারের প্রভাব বলয় থেকে মুক্ত করার উদ্যোগ চান এই বিশ্লেষক। তিনি বলেন, কমিশন গঠনের ক্ষেত্রে সরকারি প্রভাব থেকে বের হতে হবে, কমিশনের আলাদা আর্থিক ব্যবস্থা থাকতে হবে বাজেটে। জনবল নিয়োগের জন্য কমিশনের আলাদা ক্যাডার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
Daily Manobjamin Interview
17.03.14
0 comments:
Post a Comment