রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

সুষমা স্বরাজের ঢাকা সফরে কী পেল বাংলাদেশ

ঢাকায় সুষমা স্বরাজ তার বক্তব্যে বলেছেন, ‘রোহিঙ্গাদের ফেরত যাওয়াটাই দীর্ঘমেয়াদি সমাধান, যা বাংলাদেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ তবে তিনি বলেছেন, ‘রোহিঙ্গারা ফেরত যাবে!’ ঢাকায় সুষমা স্বরাজ ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধনকালে আরও একটি গরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, ‘পড়শি পহলে, লেকিন বাংলাদেশ সবসে পহলে।’ সুষমা স্বরাজ ঢাকা এসেছিলেন। চলেও গেছেন। ২২ অক্টোবর তিনি যখন দুই দিনের সফরে ঢাকা আসেন, তখন তার ঢাকা সফর নিয়ে...

ইউরোপীয় ঐক্যের জন্য আরও দুঃসংবাদ

ইউরোপ থেকে সর্বশেষ যে খবরটি এসেছে, তা ইউরোপীয় ঐক্যের জন্য সত্যিই একটি দুঃসংবাদ। দক্ষিণপন্থী যে উত্থান সারা ইউরোপে ঘটছে, তাতে সর্বশেষ যোগ হল চেক রিপাবলিকের নাম। ২০ ও ২১ অক্টোবর সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর তাতে বিজয়ী হয়েছে দক্ষিণপন্থী এএনও পার্টি। এর নেতা আন্দ্রেই বাবিস, যাকে বলা হয় ‘চেক রিপাবলিকের ডোনাল্ড ট্রাম্প’, তিনি হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। বাবিস চেক রিপাবলিকের একজন ধনী ব্যক্তি। প্রায় ৪ বিলিয়ন ডলারের সম্পদের...

জঙ্গি তৎপরতা কি দক্ষিণ এশিয়ায় সম্প্রসারিত হচ্ছে

সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে নেতিবাচক ধারণার জন্ম হয়েছে তার একটি হচ্ছে এ অঞ্চলকে ঘিরে জঙ্গি নেটওয়ার্ক বিস্তার। সিরিয়া-ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) কার্যক্রম সীমিত হয়ে আসছে। আইএস নিয়ন্ত্রিত অনেক শহর এখন সিরিয়া তথা ইরাকের বাহিনীর দখলে। বলা হচ্ছে, ওই সব এলাকায় যেসব জিহাদি ছিল, তারা এখন দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষ করে ফিলিপাইন, ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়ায় পালিয়ে গেছে। এর একটা অংশ রাখাইনে...

ইউরোপের পথে পথে

ইউরোপের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। এখানে উচ্চশিক্ষা নিয়েছি। অনেকগুলো শহরে ছিলাম। প্রতিবছরই যখন দেশ থেকে বের হই, তখন পারলে একবার ইউরোপ ঘুরে যাই। মূলত আমি আসি যুক্তরাষ্ট্রে। গত বছর ছিলাম পাঁচ মাস। আটলান্টিকের ওপারে ইউরোপ। নিউইয়র্ক থেকে আটলান্টিক ক্রস করতে লাগে প্রায় ৮ ঘণ্টা। আর যদি ওখান থেকে ডালাসে আসি লাগে প্রায় ১০ ঘণ্টা। গত বছরও ডালাস থেকে ইউরোপে এসেছিলাম, এবারও এসেছি নিউইয়র্ক হয়ে। কিন্তু এবারের ইউরোপে আসার প্রেক্ষাপট ভিন্ন। ইউরোপ বদলে...

কাতালোনিয়ার গণভোট এবং ইউরোপের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন

বদলে যাচ্ছে ইউরোপের রাজনীতি। ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। উগ্র ডানপন্থী উত্থান ঘটেছে ইউরোপে, যারা নতুন করে ইউরোপের ইতিহাস লিখতে চায়। ফ্রান্সে উগ্র ডানপন্থী উত্থানের পাশাপাশি এখন জার্মানিতে উগ্র ডানপন্থী তথা নব্য নাজির উত্থান ইউরোপের রাজনীতি বদলে দিতে পারে  স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া নিয়ে যে সংকটের শুরু, তার এখনও কোনো সমাধান হয়নি। সংকটের গভীরতা বাড়ছে। গেল ১ অক্টোবর সেখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। গণভোটে স্বাধীনতার...

স্নিগ্ধ ইউরোপ মলিন হচ্ছে?

ইউরোপের রাজনীতি এখন কোন পথে? আমি এখন ইউরোপে। প্যারিস থেকে ফ্রাংকফুর্টে। আগামী সপ্তাহে চলে যাব আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে। খুব কাছ থেকে দেখছি ইউরোপের রাজনীতি। আন্তর্জাতিক সম্পর্কের লোক হিসেবে যেখানেই যাই দেখার চেষ্টা করি কীভাবে আন্তর্জাতিক রাজনীতি বদলে যাচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। যেসব বাংলাদেশি থাকেন, তাদের সঙ্গে কথা বলেছি। বুঝতে চেষ্টা করছি রাজনীতিটা যাচ্ছে কোন দিকে। জার্মানির সাধারণ নির্বাচনের পর আরও দুটি প্রাদেশিক নির্বাচন...

মিয়ানমারের ব্লাফ গেম!

ঢাকা সফর করে গেলেন মিয়ানমারের মন্ত্রী কিয়াও টিন্ট সোয়ে। ওই সফরে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। মিয়ানমারের মন্ত্রী হাসিমুখে জানিয়েছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া হবে। এই আশ্বাসের মাধ্যমে কি মিয়ানমারের গণহত্যাকারীদের আড়াল করা হল? সংবাদপত্রের খবর অনুযায়ী মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ দফা নিয়ে আলোচনা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘এ আলোচনা পাঁচ দফা সম্পর্কিত নয়। আমরা একটি প্রক্রিয়ার মধ্য...

কাতালোনিয়ার গণভোট ও ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ

গত ১ অক্টোবর স্পেনের প্রদেশ কাতালোনিয়ায় অনুষ্ঠিত গণভোটে স্বাধীনতার পক্ষে রায় পড়ায় ইউরোপীয় ইউনিয়নের রাজনীতি এখন নতুন একটি মোড় নিল। গেল সপ্তাহে জার্মানিতে সাধারণ নির্বাচনে নব্য নাজি পার্টি হিসেবে খ্যাত ‘অলটারনেটিভ ফর জার্মানি’ পার্টির বিজয়ে এবং পার্লামেন্টে তৃতীয় বৃহত্তম পার্টি হিসেবে আত্মপ্রকাশের পর সারা ইউরোপ যখন উৎকণ্ঠিত, ঠিক তখনই এলো কাতালোনিয়ার গণভোটের খবর। গণভোটে ৯০ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। আর তাই কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলনের...