রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

ব্রেক্সিট-পরবর্তী ইউরোপের রাজনীতি

শেষ পর্যন্ত যা হওয়ার, তাই হয়েছে। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল। ৩১ জানুয়ারি তারিখটি নির্ধারিত ছিল। আর সে মোতাবেক যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো ইউরোপীয় ইউনিয়নের। শেষ মুহূর্তে এসেও দু-দুটো অনুমোদনের প্রয়োজন ছিল। প্রথমটি ছিল গেল ২৪ জানুয়ারি (২০২০), যখন ইউরোপিয়ান কমিশন ও ইউরোপিয়ান কাউন্সিল প্রধানরা ব্রেক্সিট চুক্তিতে চূড়ান্ত স্বাক্ষর করেন। এর আগের দিন এক ভোটাভুটিতে ইইউ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এই চুক্তিতে সায় দেন। এরপর ২৯ জানুয়ারি সর্বশেষ ধাপ সম্পন্ন হয় ইইউ পার্লামেন্টের সদস্যরা আনুষ্ঠানিকভাবে চুক্তিকে...

সংবাদপত্র ও গণতান্ত্রিক সংস্কৃতি

   unsplash.com আমাদের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর গণতান্ত্রিক চরিত্র। সংবিধানের প্রস্তাবনায় সুস্পষ্ট করে বলা হয়েছে, ‘আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সব নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে।’ শুধু তাই নয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতিসহ বিভিন্ন অনুচ্ছেদে এই গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিফলিত হয়েছে। যেমন সংবিধানের প্রথম ভাগেই ১নং অনুচ্ছেদ (সংবিধানের প্রাধান্য),...

উপসাগরীয় অঞ্চলে শিয়া-সুন্নি দ্বন্দ্ব ও ভবিষ্যৎ রাজনীতি

৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৭ মিনিটে  প্রিন্ট অ- অ অ+ ইরান সংকটের পেছনে শিয়া-সুন্নির বিষয়টি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ইসলামের শিয়া সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি বাস করে ইরানে। এর বাইরে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জনসংখ্যার একটা বড় অংশ সুন্নি ধর্মাবলম্বী। তবে এখানে শিয়া সম্প্রদায়ের লোকজনও বসবাস করে। ইরাকে শিয়া সম্প্রদায়ের লোকজন সংখ্যাগরিষ্ঠ হলেও সংখ্যালঘু সুন্নি মুসলমানরা দীর্ঘদিন...