রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

যেসব প্রশ্নের জবাব জানা খুবই প্রয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে, যা দৈনিক সকালের খবর-এ ছাপা হয়েছে। অধ্যাপক হোসেন একাধিক কারণে আলোচিত ছিলেন বা এখনও আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্তি জাবির শিক্ষকরা মেনে নেননি। গত ২০ মে তিনি জাবির ভিসি হিসেবে দায়িত্ব নিলেও সরকার সমর্থিত শিক্ষকরা তাকে সমর্থনের পেছনে বিভক্ত হয়ে পড়েন। এমনি এক পরিস্থিতিতে জাবির সিনেট নির্বাচন (২০ জুলাই) সম্পন্ন হয় এবং যা প্রত্যাশা করা হয়েছিল তা-ই ঘটেছিল নির্বাচনের ফলাফলে। পদত্যাগকারী উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীরের ‘সাজানো সিনেটে’ ভোটাভুটিতে সর্বোচ্চ ভোট পান অধ্যাপক কবীর। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান অধ্যাপক হোসেন। রাষ্ট্রপতি অধ্যাপক হোসেনকেই নিয়োগ দেন, যা অনেকটা প্রত্যাশিত ছিল। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটে গত ২ আগস্ট রাতে। পুলিশ বিক্ষুব্ধ ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে। প্রতিবাদে ছাত্ররা ক্যাম্পাসে ভাঙচুর করে এবং ঢাকা-আরিচা রাস্তা অবরোধ করে রাখে কয়েক ঘণ্টা। গুলিবর্ষণের ঘটনা অতীতের সব ঘটনাকে ম্লান করে দিয়েছে। ছাত্রদের অসন্তোষ থাকতেই পারে। জাবির ছাত্রদের অসন্তোষের ঘটনা উপাচার্য মহোদয় যেমন জানেন, ঠিক তেমনি জানেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। কিন্তু তাই বলে গুলি করতে হবে? যদিও আশ্বস্থ হওয়ার কথা’ গুলিতে কোনো ছাত্র মারা যায়নি, আহত হয়েছে মাত্র। এ ঘটনা আমাদের স্মরণ করিয়ে দিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯৬৯ সালের ঘটনা, যখন পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন ড. জোহা। আজ স্বাধীন বাংলাদেশে ক্যাম্পাসে আবার গুলি হল। কোনো ছাত্রের মৃত্যু হল না বটে, কিন্তু ঘটনাটি একটি ‘কালো দাগ’ রেখে গেল। প্রতিবাদ করা তরুণদের ধর্ম। ওরা বিশ্বব্যাপীই এ কাজটি করে। প্রতিবাদী হয়। কিন্তু আমি কখনও প্রত্যাশা করিনি পুলিশ গুলি ছুড়বে। হোক না তা রাবার বুলেট। পুরো ঘটনাটি ব্যাখ্যা দেওয়ার জন্যই ভিসি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। ভিসি বললেন ক্যাম্পাসের সহিংসতার পেছনে একটি ‘কালো শক্তি’ রয়েছে। এই ‘কালো শক্তি’ স্বাধীনতাবিরোধী। তিনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনাবলির পেছনে নানা ‘থিওরি’ ক্যাম্পাসে চালু রয়েছে। পদত্যাগকারী অধ্যাপক কবীরের সমর্থকদের প্রতিও ইঙ্গিত করেছেন কেউ কেউ।
অধ্যাপক হোসেন দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু ঘটনা ঘটেছে, যা ক্যাম্পাসে স্থিতিশীলতার জন্য কোনো ভালো খবর নয়। অনেকেরই মনে থাকার কথা অধ্যাপক কবীরের আমলে নিয়োগপ্রাপ্তরা ‘মিথ্যাচারের বিরুদ্ধে আমরা’ নামে একটি সংগঠন দাঁড় করিয়েছিলেন, যারা শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসেনের বিচার দাবি করে মিটিং মিছিল পর্যন্ত করেছিলেন। তারা একপর্যায়ে জাবি প্রশাসনকে একটি বিব্রতকর অবস্থার দিকে ঠেলে দিয়েছিলেন। কর্মসূচি দেওয়ার তো আদৌ কোনো প্রয়োজন ছিল না। তারা স্মারকলিপি দিয়েছেন, এটা কী যথেষ্ট ছিল না? এভাবে একজন সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনাটা অশোভন, দৃষ্টিকটু। আমরা কি এতে করে প্রকারান্তরে সিনিয়র জুনিয়র ব্যবধান তৈরি করছি না? অধ্যাপক নাসিম আখতার হোসেন এই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের একজন। আজ যারা ‘মিথ্যাচারের বিরুদ্ধে আমরা’ ব্যানারে সমবেত হয়েছিলেন, তাদের প্রায় সবাই তার ছাত্রতুল্য, ছাত্রও বটে। এতে করে কি সিনিয়র শিক্ষকদের অসম্মানিত করা হল না? যে দু’জন শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন গত সাড়ে তিন বছরে, এটা অস্বাভাবিক। আমাদের অনেক ছাত্র শিক্ষক হয়েছেন। আবার অনেক ‘ভালো’ ছাত্রও শিক্ষক হতে পারেননি। তাদেরও ক্ষোভ থাকতে পারে। বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় এ নিয়ে প্রতিবেদনও দেখেছি। কিন্তু তাতে কোনো নিয়োগই বাতিল হয়ে যায়নি। অতীতে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের কোনো ঘটনায় নিয়োগপ্রাপ্ত কোনো শিক্ষকের নিয়োগ বাতিল হয়েছে, এটা আমার জানা নেই। সুতরাং এ বিষয়টি নিয়ে ‘জল ঘোলা করার’ কোনো প্রয়োজন ছিল না। আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ে আরও কিছুদিন থাকব (আমি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি ষাট বছরেই আমি অবসরে যাব)। যারা আজ নিয়োগ পেলেন, তারা থাকবেন প্রায় ৪০ বছর, অর্থাত্ ধরে নিচ্ছি ২০৫২ সাল পর্যন্ত। তাদের অনেক পথ যেতে হবে। একুশ শতকের একজন শিক্ষক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। ‘স্বপ্নের জাহাঙ্গীরনগর গড়ার’ যে প্রত্যয় উপাচার্য ব্যক্ত করেছেন, তা বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব তরুণ প্রভাষকদের। বিশ্ব জুড়েই তরুণরা পরিবর্তন আনছেন। নিউইয়র্কের ‘অকুপাই ম্যুভমেন্ট’ ৩২১ দিন অতিক্রম করল গত ৪ আগস্ট। আর এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আধুনিকতামনস্ক তরুণরা। শক্তিশালী পুঁজিবাদের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হয়ে তারা দাঁড়িয়ে গেছেন। আরব বিশ্বে পরিবর্তনের সূচনা করেছিলেন এই তরুণরাই। ‘আরব বসন্ত’-এ তরুণ সমাজের অবদান নিয়ে সারা বিশ্ব আজ সোচ্চার। ‘মিথ্যাচারের বিরুদ্ধে আমরা’ ব্যানার তৈরি না করে বরং তরুণ প্রভাষকরা যদি ‘পরিবর্তনের পক্ষে আমরা’ ব্যানার তৈরি করে উচ্চশিক্ষার মানোন্নয়নে নিজেদের নিয়োজিত রাখতেন, আমি খুশি হতাম। কেননা তরুণদের পক্ষেই পরিবর্তন সম্ভব। তারা যে যোগ্য, এটা তাদেরকেই প্রমাণ করতে হবে। বিদেশে গিয়ে ডিগ্রি নিয়ে প্রমাণ করতে হবে আমরাও পারি। শুধু শুধু আন্দোলনের নাম করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা কেন? আমরা নিশ্চয় এটা স্বীকার করব, ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হয়ে গেছে। সাধারণ মানুষের কাছে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। ‘শিক্ষক সমাজ’ আন্দোলন করেছিল একটা যৌক্তিক দাবি তুলে। কিছুটা হলেও সেই দাবি বাস্তবায়িত হয়েছে। ভিসি পদত্যাগ করেছেন। আমরা নয়া ভিসি পেয়েছি। আবার সহিংস ঘটনা কেন? এতে কি নতুন করে সেশনজট তৈরি হবে না? মিথ্যাচারের বিরুদ্ধে আমরা কর্মসূচি দিলে সম্মিলিত শিক্ষক সমাজ নতুন করে কর্মসূচি দেবে। এতে করে লাভ কার? ভিসি মহোদয় কি শিক্ষকদের এই দ্বন্দ্ব নিরসনে ব্যস্ত থাকবেন, নাকি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নের কাজে নিজেকে ব্যস্ত রাখবেন! আমাদের তো সবার উচিত নয়া ভিসিকে সহযোগিতা করা, যাতে তিনি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারেন। তার সামনে তো এখন অনেক কাজ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করে। তরুণ শিক্ষকরা যদি মনে করে থাকেন, তাদের অপমান করা হয়েছে, তারা শিক্ষক সমিতির কাছে অভিযোগটি তুলতে পারতেন। সমিতি বিষয়টি দেখতে পারে। আমরা তো এভাবেই সমস্যার সমাধান করি। সবচেয়ে বড় কথা, একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। এর পেছনে সত্যতা আছে কি নেই, আমরা জানি না। তবে অভিযোগটি বেশ পুরনো।
এক্ষেত্রে তরুণ শিক্ষকরা দাবি করুন একটি নিরপেক্ষ তদন্তের, যাতে করে প্রকৃত ‘সত্য’ বেরিয়ে আসবে। আমরা তো তেমনটিই চাই। এটা তাদের জন্য ভালো। কেননা আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়টিকে তাদেরই নেতৃত্ব দিতে হবে। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে সিনিয়র অনেক শিক্ষক অবসরে যাবেন। নাসিম আখতাররাও থাকবেন না তখন। তরুণরাই তো তখন এই বিশ্ববিদ্যালয় চালাবেন। এজন্যই তাদের দাবি হওয়া উচিত ছিল তদন্ত করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও এ কাজটি করতে পারে। নয়া উপাচার্য বলেছেন ১৯৭৩ সালের জাবি আইন অনুযায়ী একটি গণতান্ত্রিক সংস্কৃতি এখানে তিনি গড়ে তুলবেন। এটা শুভ লক্ষণ। এজন্য অনেক কাজ তাকে করতে হবে। সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচনের পর শিক্ষকদের প্রতিনিধিত্বের নির্বাচন করতে হবে, যা এখন মূল্যহীন। ডিন নির্বাচনও বাকি। ধারণা করছি সিন্ডিকেটের কয়েকটি পদেরও নির্বাচন হবে। এ সিদ্ধান্তগুলো তিনি একে একে নেবেন। একাডেমিক শৃঙ্খলাও ফিরিয়ে আনবেন তিনি। সামনে প্রথম পর্বের ভর্তি পরীক্ষা। এখানেও প্রস্তুতির ব্যাপার আছে। কিন্তু ব্যাপক সহিংস ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল। ঈদের পর বিশ্ববিদ্যালয় খুলবে বটে, কিন্তু মূল ঘটনার যদি ‘বিচার’ না হয়, তাহলে বিশ্ববিদ্যালয় আবার অস্থিতিশীল হয়ে পড়তে পারে। উপাচার্য মহোদয় সহিংস ঘটনাবলির সঙ্গে স্বাধীনতাবিরোধীদের একটা যোগসূত্র খুঁজে পেয়েছেন। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তা চিন্তার কারণ। কারণ অতীতে আমরা কখনও কোনো উপাচার্যের মুখ থেকে এধরনের কথা শুনিনি। স্বাধীনতাবিরোধীরা স্বাধীনতার এত বছর পরও জাবিতে সক্রিয় (?)-একজন উপাচার্য যখন এধরনের কথা বলেন, তাকে গুরুত্ব দিতে হবে। তাই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা জরুরি। কারা এই স্বাধীনতাবিরোধী শক্তি? এদের চিহ্নিত করা দরকার। জাবি উপাচার্য অনেক অভিজ্ঞ মানুষ। নিজে মুক্তিযুদ্ধ করেছেন। প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত আছেন অনেকদিন ধরে। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আওয়ামী লীগবিরোধী শিক্ষকদের গ্রুপের (সম্ভবত সাদা) সঙ্গেও জড়িত ছিলেন। আশির দশকে একবার তিনি ওই গ্রুপ থেকে সিন্ডিকেট (নাকি শিক্ষক সমিতি!) নির্বাচনে বিজয়ীও হয়েছিলেন। জাসদ রাজনীতির সমর্থক হিসেবে তার পরিচিতিও ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ ক’জন সিনিয়র শিক্ষক আমাকে জানিয়েছেন সাদা (নাকি গোলাপি) গ্রুপের সঙ্গে তার সংশ্লিষ্টতার খবর। গোলাপি শিক্ষকদের অনেকেই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের রাজনীতির সমর্থক। এ কারণেই অধ্যাপক হোসেন এখন এই রাজনীতির সমর্থক। তার এই ‘কালো শক্তি’র তত্ত্ব আমাদের যথেষ্ট উত্কণ্ঠায় ফেলে দিয়েছে। পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে আমরা জানতে পারি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এই সহিংস ঘটনা ঘটেছে। পাঠক, এতদিনে জেনে গেছেন ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপ-এক গ্রুপ, যারা বহিষ্কৃত, কিন্তু কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত। এদের দুয়েকজন কর্মীকে হলে ওঠার অনুমতি দিয়েছেন নয়া উপাচার্য। অন্য গ্রুপ, যারা ‘ভিসি লীগ’ হিসেবে পরিচিত, তাদের নিয়ন্ত্রণে রয়েছে ক্যাম্পাস! অভিযোগ আছে, এরা সাবেক উপাচার্যের আশীর্বাদপুষ্ট। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কাদেরকে (কোন অংশকে) উপাচার্য মহোদয় ‘কালো শক্তি’ বা স্বাধীনতাবিরোধী হিসেবে চিহ্নিত করলেন? আমরা তার বক্তব্যকে সমর্থন করি। চাই একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি। যে কমিটি সকল ঘটনার অনুসন্ধান করবে। এতে ক ‘জাবির কালো বিড়াল’-এর পেছনের ঘটনাও আমরা জানতে পারব।
Daily SAKALER KHOBOR
17.08.12

0 comments:

Post a Comment