রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

গ্রেটা থানবার্গ ও বিশ্ব পরিবেশ আন্দোলন

  মাত্র ১৬ বছর বয়স তাঁর। গ্রেটা থানবার্গ। ডেনমার্কের নাগরিক। গ্রেটা থানবার্গ এই মুহূর্তে একটি আলোচিত নাম। মাত্র ১৬ বছর বয়সী এই কিশোরী নিজেকে নিয়ে গেছেন সর্বোচ্চ পর্যায়ে। ‘ক্লাইমেট প্রটেস্ট’ মার্চ আয়োজন করে তিনি বিশ্বের পরিবেশ আন্দোলনের নেতৃত্বের সারিতে উঠে এসেছেন। গত ২০ সেপ্টেম্বর তাঁকে দেখেছি শত শত মানুষের সঙ্গে নিউ ইয়র্কের রাস্তায় মিছিল করতে। তাঁর আহ্বানে ১৮৫টি দেশের স্কুলছাত্ররা রাস্তায় নেমে এসেছিল। বিশ্বের উষ্ণতা বাড়ছে। মরু...

আওয়ামী লীগের শুদ্ধি অভিযান ও কিছু মৌলিক প্রশ্ন

গেল সপ্তাহে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগের মালিকানাধীন বেশে কয়েকটি ক্যাসিনোতে র‌্যাবের অভিযান ও বেশ কয়েকজন যুবলীগ নেতাকে গ্রেফতারের পর যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে এর শেষ কোথায়? এই ক্যাসিনো পরিচালনা, সেখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার কিংবা বিদেশি মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষ অবাক হলেও এ নিয়ে ইতোমধ্যে ‘রাজনীতি’ শুরু হয়েছে। বলা হচ্ছে সাবেক বিএনপি সরকারের আমলে ক্লাবগুলোতে...

খোলা জানালা: এ কোন বাংলাদেশকে আমরা দেখছি?

স্বাধীনতার ৪৮ বছর পর এ কোন বাংলাদেশ আমরা দেখছি? ক্যাসিনোতে টাকা, রাস্তায় টাকা, সিন্দুকের ভল্টে টাকা। লাখ লাখ নয়, কোটি কোটি। টাকা তো কাগজ! তাতে ভরসা নেই, তাই কিনে রাখা হয়েছে স্বর্ণ। কেউ নাকি জানত না মতিঝিলের ক্লাবপাড়ায় ক্যাসিনো আছে! মতিঝিল আর ফকিরেরপুলের কাছাকাছি আছে একটি থানা। এই এলাকার আইনশৃঙ্খলার দায়িত্ব ওসির হাতে। আছে তার ঊর্ধ্বতন কর্মকর্তা। ডিসি, এডিসি, এসি, কত কী! কেউ জানল না- এখানে, এসব ক্লাবে জুয়ার আসর বসে রাতে। ২৪...

মধ্যপ্রাচ্য কি চতুর্থ যুদ্ধের দিকে যাচ্ছে

  সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল স্থাপনার ওপর নাটকীয় ড্রোন হামলার পর একটা আশঙ্কা তৈরি হয়ে হয়েছে যে, মধ্যপ্রাচ্য চতুর্থ আরেকটি যুদ্ধ প্রত্যক্ষ করতে যাচ্ছে। ইয়েমেনের হুতিবিদ্রোহীদের দাবি, তারা এই ড্রোন হামলা চালিয়েছে। আর যুক্তরাষ্ট্রের দাবি এর পেছনে আছে ইরান। এ নিয়ে চলছে বাগ্যুদ্ধ। ইরান এ ধরনের হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করলেও, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তাদের প্রোপাগান্ডা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত কোনো...

কোন পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোনো নেতিবাচক সংবাদ আমাকে কষ্ট দেয়। গত ১২-১৩ বছর ধরে জাহাঙ্গীরনগর নিয়ে একের পর এক নেতিবাচক সংবাদের জন্ম হচ্ছে। একাধিক উপাচার্য আন্দোলনের মধ্য দিয়ে অপসারিত হয়েছেন। বিএনপির শাসনামলে যারা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের একজন অপসারিত হয়েছিলেন বিএনপিপন্থী একদল শিক্ষকের আন্দোলনের মুখে। বর্তমান সরকার ক্ষমতায় আছে ২০০৯ সালের জানুয়ারি থেকে। এই সরকারের আমলে প্রথমদিকে জাহাঙ্গীরনগর প্রথম একজন উপাচার্য...