
ছোট্ট মাইসার অপহরণ ও তার মায়ের কোলে ফিরে আসার কাহিনী একটি ‘বড় সংবাদ’-এ পরিণত হয়েছিল গত ২৩ এপ্রিল সংবাদপত্রগুলোতে। মাত্র আট মাসের শিশু মাইসাকে এই ঢাকা শহর থেকেই ধরে নিয়ে গিয়েছিল ডাকাতরা। তারপর ওকে ডাকাতরা আটকে রেখেছিল প্রায় ১৮ ঘণ্টা। পুলিশ মাইসাকে উদ্ধার করতে পারেনি। ডাকাতরাই ওকে ফেলে রেখে গিয়েছিল। এই ১৮ ঘণ্টা মাইসার কেমন কেটেছে মাছাড়া, আমরা তা কোনো দিনই জানতে পারব না। কিন্তু বাবা-মায়ের সঙ্গে ওর ছবি যখন সকালের খবর-এ দেখলাম গত ২৩ এপ্রিল,...