রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

Prof Dr Tareque Shamsur Rehman

In his Office at UGC Bangladesh

২০১২ : বিশ্বরাজনীতির গতিপ্রকৃতি

বিশ্বরাজনীতিতে ২০১২ সালে কোন বিষয়টি বেশি গুরুত্ব পাবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে এ বছরের শেষের দিকে। ওবামার প্রার্থিতা নিশ্চিত হলেও চলতি বছরের শেষ দিন পর্যন্ত এটা নিশ্চিত হয়নি কে হবেন রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ওবামার প্রতিদ্বন্দ্বী। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন মার্চে অনুষ্ঠিত হবে। পুতিন তার প্রার্থিতা নিশ্চিত করলেও ডিসেম্বরে (২০১১) রাশিয়ায় ডুমা নির্বাচন নিয়ে যা ঘটল, তা ওই নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তবে রাশিয়ায় গণতন্ত্রের...

রাষ্ট্রপতির সংলাপ ও রাজনীতির চালচিত্র

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিরোধী দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন। ইতিমধ্যে তিনি এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জেপিসহ কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় করেছেন। রাষ্ট্রপতির এই উদ্যোগ একটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রধান বিরোধী দল বিএনপি প্রথম দিকে নীতিবাচক মনোভাব প্রদর্শন করলেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সংলাপে যোগ দেবে বলে জানিয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের জানান, চারদলের শরিকদের...

কোরীয় উপদ্বীপের ভবিষ্যত্ কোন পথে

উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং ইল মারা গেছেন। তার মৃত্যুর পর তার ছোট সন্তান কিম জং উন তার স্থলাভিষিক্ত হয়েছেন। চীন এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। আর যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছে। কিন্তু যে প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে দুই কোরিয়ার একত্রীকরণের প্রশ্নটি কোন পথে! বিষয়টি এখন আলোচিত। যদিও চীন সরাসরি দুই কোরিয়ার একত্রীকরণের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে এটা সত্য, চীন যদি তার অবস্থান পরিবর্তন করে,...

ইরাক নিয়ে বড় প্রশ্ন থেকেই গেল

যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের ৯ বছর পর ১৭ ডিসেম্বর ইরাক থেকে তার সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। ইতিহাসে এই ইরাকি আগ্রাসন এখন কিভাবে চিহ্নিত হবে? ২০০৩ সালের ২০ মার্চ ইরাকের কাছে তথাকথিত WMD (Weapons of Mass Destruction) আছে, এই অভিযোগ তুলে ইঙ্গ-মার্কিন বাহিনী ইরাক আক্রমণ করেছিল। ৯ এপ্রিল তারা দখল করে নিয়েছিল বাগদাদ। তখনো জীবিত ছিলেন সাদ্দাম হোসেন। তিনি প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে পারেননি। ডিসেম্বরে নিজ শহর তিকরিতের পার্শ্ববর্তী একটি ছোট্ট শহর আদদাওরে...

মহাজোট সরকারের পররাষ্ট্রনীতি : একটি মূল্যায়ন

আগামী বছরের জানুয়ারিতে মহাজোট সরকার তার তিন বছর পার করবে। এই তিন বছরে একাধিকবার সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে কথা উঠেছে। বিশেষ করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আলোচিত হয়েছে বেশি করে। এক্ষেত্রে আমাদের স্বার্থ সব সময় রক্ষিত হয়নি। এসব অভিযোগও উঠেছে। পররাষ্ট্রমন্ত্রীর দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। সর্বশেষ ঘটনায় ভারতের সাথে টিপাইমুখ বাঁধ নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রীর দু’জন উপদেষ্টাকে যখন নয়াদিল্লি যেতে হয়, তখন এটা স্পষ্ট হয়ে ওঠে যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের...

যুক্তরাষ্ট্রকে নিয়ে শঙ্কা থেকেই গেল

গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রকে নিয়ে দুটি সংবাদ ছাপা হয়েছে। একটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তার নয় বছরের ইরাক আগ্রাসনের অবসান ঘটিয়েছে। আর দ্বিতীয়টিতে বলা হয়েছে, চাকচিক্যের দেশ আমেরিকায় প্রতি দুজনে একজন চরম গরিব। এই দুটো সংবাদের একটির সঙ্গে অপরটির আদৌ কোনো মিল নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে বিশ্বব্যাপী যে একটা 'মিল' তৈরি হয়েছিল, তা অবসান হতে বাধ্য। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালিয়ে দেশটি দখল করে নিয়েছিল। কিন্তু এই দখলি স্বত্ব...

বিশ্ব রাজনীতির চালচিত্র

আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রদের কাছে ২০১১ সালে কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ছিল? ‘ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ড?’ ‘আরব বসন্ত?’ যুক্তরাষ্ট্রের ‘তৃতীয় যুদ্ধ’, নাকি ‘অকুপাই মুভমেন্ট?’ টাইম সাময়িকী ‘অকুপাই মুভমেন্ট’ বা বিশ্ব জুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভকে ‘বর্ষ সেরা ঘটনা’ হিসেবে চিহ্নিত করেছে। এই কাজটি টাইম সাময়িকী বরাবরই করে থাকে। এবারও করেছে। তবে কোনো ব্যক্তিকে এরা বর্ষসেরা করেনি, করেছে একটি আন্দোলনকে। এই আন্দোলন শুরু হয়েছিল তিউনিসিয়ার একটি ছোট্ট...

চার দশকের বৈদেশিক নীতি : একটি মূল্যায়ন

গত চল্লিশ বছরের বাংলাদেশের বৈদেশিক নীতি যদি পর্যালোচনা করা যায়, তাহলে মূলত তিনটি ধারা আমরা লক্ষ্য করবো। স্বাধীনতার পর থেকে ১৯৭৫ সালের আগস্ট পর্যন্ত একটি ধারা। দ্বিতীয় ধারার সূচনা হয়েছিল ১৯৭৫ সালের আগস্টের পর, যা অব্যাহত থাকে ২০০৬ সাল পর্যন্ত। তৃতীয় ধারার সূচনা হয়েছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের জানুয়ারিতে। এই তিনটি ধারাতেই কিছু কিছু উল্লেখযোগ্য অগ্রগতি আমরা লক্ষ্য করি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, তার...