অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সদর্পে ঘোষণা করেছেন, আগামী তিন বছর বিদ্যুতের দাম বাড়তে থাকবে। তার এই ঘোষণা পত্রিকায় ছাপা হয়েছে গত ২ জানুয়ারি। গত ১ জানুয়ারি বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের সঙ্গে এর আওতাধীন কোম্পানি ও সংস্থাগুলোর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ ঘোষণা দেন। মন্ত্রীর এ ঘোষণায় অনেকে অবাক হলেও বাস্তবতা হচ্ছে বর্তমান সরকার একের পর এক বিদ্যুতের দাম বাড়িয়েই চলছে। এতে করে...
Prof Dr Tareque Shamsur Rehman
In his Office at UGC Bangladesh
Prof Rahman With US Congressman Joseph Crowley
here you go!!!
Prof Dr Tareque Shamsur Rahman
During his stay in Germany
Prof Dr Tareque Shamsur Rahman
At Fatih University, Turkey during his recent visit.
Prof Dr Tareque Shamsur Rehman
In front of an Ethnic Mud House in Mexico
সরকার পতনের জন্য বেগম জিয়া কঠিন কর্মসূচি দেননি
06:14
No comments
গেল সপ্তাহে দুই নেত্রী গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী তার শাসনের তিন বছর পালন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে রোডমার্চের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন বেগম জিয়া। প্রধানমন্ত্রীর ভাষণের চাইতে বেগম জিয়ার ভাষণ ছিল বেশ গুরুত্বপূর্ণ। কেননা তিনি সরকার পতনের জন্য কোনো হঠকারী কর্মসূচি দেননি। আগামী ১২ মার্চ তিনি ঢাকা এক সমাবেশের ডাক দিয়েছেন। তবে যা গুরুত্বপূর্ণ তা হচ্ছে তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ছাড়া তাঁর নেতৃত্বাধীন...
আসল কথাটি বলে ফেলেছে দিল্লি হাইকোর্ট ইভিএম দিয়ে কারসাজি করার সুযোগ রয়েছে
05:59
No comments
আসল কথাটি বলে ফেলেছে দিল্লির হাইকোর্ট। গত ১৭ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে বলেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম যন্ত্রটি টেম্পার প্রুফ নয়। অর্থাৎ ইভিএম দিয়ে কারসাজি করার সুযোগ রয়েছে। এই সংবাদটি পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া কর্তৃক পরিবেশিত এবং তা বাংলাদেশের পত্র-পত্রিকাতেও ছাপা হয়েছে। বিচারপতি একে সিক্রি ও বিচারপতি রাজিব সাহাই অ্যান্ডলাউর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায়টি দেন। ভোট গণনার বিষয়ে যাতে সব সন্দেহ দূর হয়, বিচারপতিরা সে নির্দেশও দেন। ইভিএম বিষয়ে নির্বাচন কমিশনকেই উপায় বের করতে হবে বলে রায় দেন হাইকোর্ট।
বাংলাদেশে...
অভ্যুত্থান চেষ্টা আত্মোপলব্ধির সুযোগ এনেছে

বাংলাদেশে একটি সেনা অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে সেনাবাহিনী। এটাকে সেনা অভ্যুত্থান না বলে সেনা ঘটনা বলাই বাঞ্ছনীয়। কেননা অভ্যুত্থানের এতটুকু পরিবেশও তারা সৃষ্টি করতে পারেনি। গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় এ সংক্রান্ত যেসব সংবাদ ছাপা হয়েছে এবং যেসব প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে, তার একদিকে যেমনি ইতিবাচক দিক রয়েছে, ঠিক তেমনি রয়েছে নেতিবাচক দিকও। ইতিবাচক দিক হচ্ছে সেনা নেতৃত্ব এ ধরনের চেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে এবং সংবাদ সম্মেলন করে জাতিকে তা জানান...
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ প্রসঙ্গে দুটি কথা

সাম্প্রতিক সময়গুলোতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব ঘটনা হতে চলেছে, তাতে করে একজন শিক্ষক হিসেবে আমি উদ্বিগ্ন না হয়ে পারি না। প্রায়ই আমাকে এক ধরনের বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয়। এতদিন ছাত্রদের রাজনীতির কারণে শিক্ষাঙ্গনে অশান্তি ছিল। এখন শিক্ষকরা এমন সব কর্মকা-ে নিজেদের জড়িত করছেন, যাতে করে শিক্ষক হিসেবে আমাকে পরিচয় দিতেও লজ্জা লাগে। একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব ছাত্র পড়ানো। কিন্তু সেই কাজটিও আমি ঠিকমতো করতে পারছি না পরিস্থিতি...
আস্থার একটা জায়গা তৈরি হয়েছে

ছাত্রীকে যৌনকর্মী সাব্যস্ত করায় ইউএনওকে হাইকোর্ট তলব করেছেন। এ ধরনের একটি সংবাদ ছাপা হয়েছে সকালের খবর-এ, গত ১৮ জানুয়ারি। একজন ইউএনও একজন স্নাতক ছাত্রীকে পতিতা হিসেবে রায় দিয়েছিলেন। এ সংক্রান্ত একটি রিপোর্ট ছাপা হয়েছিল জাতীয় দৈনিকে। ওই রিপোর্টটি হাইকোর্টের একটি বেঞ্চের নজরে আনা হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে ইউএনওকে তলব করেন। গত ২৩ জানুয়ারি ইউএনও হাইকোর্টে উপস্থিত হন। মহামান্য হাইকোর্ট উক্ত ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।...
বেসরকারি বিশ্ববিদ্যালয় চাই, বাণিজ্য নয়

শিক্ষকতার অভিজ্ঞতা ও ইউজিসির সদস্য থাকার সুবাদে নতুন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আমি বিরোধিতা করছি। কেননা এতে একদিকে সার্টিফিকেট বাণিজ্য হবে, অন্যদিকে বাংলাদেশের মতো একটি দেশে 'মাস্টার্স ডিগ্রিধারীদের' বিস্ফোরণ ঘটবে, যারা একসময় 'মামা-খালুর' জোরে কিংবা রাজনৈতিক বিবেচনায় প্রশাসনের উচ্চ পদগুলো দখল করবে এবং আমরা পরিণত হবো একটি মেধাশূন্য জাতিতে। কারা সেখানে শিক্ষক হবেন, এটা কি বিবেচনায় নিয়েছেন শিক্ষামন্ত্রী?
দু'দুটি জাতীয় দৈনিকে এখন এই জানুয়ারি...
বাংলাদেশ-ভারত সম্পর্কে দুটি কথা
সীমান্তে বাংলাদেশিদের নগ্ন করে নির্যাতন করার যে কাহিনী গত ১৯ জানুয়ারি দৈনিক ডেসটিনিসহ অন্যান্য সংবাদপত্রে ছাপা হয়েছে, তা পাঠ করে যে বিষয়টি আমার কাছে বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন কোন পর্যায়ে? ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিকটবর্তী মোহনগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে উলঙ্গ করে দল বেঁধে বিএসএফের নির্মম নির্যাতনের ঘটনা যখন ভারতীয় টেলিভিশন প্রচার করে, তখন এ দুটি দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠা...
নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি

শেষ পর্যন্ত যা আশঙ্কা করা হয়েছিল, তা-ই হয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সার্চ কমিটির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএনপি। রাষ্ট্রপতি ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করে এই সার্চ কমিটি গঠনের প্রস্তাব করেন। এর আগে বিএনপি বলে আসছিল নির্বাচন কমিশন পুনর্গঠন মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃ প্রবর্তন। বিএনপি তার এই দাবির সপক্ষে চারটি লংমার্চ পর্যন্ত করেছে। সর্বশেষ চট্টগ্রামে লংমার্চ শেষে অনুষ্ঠিত জনসভায় লাখ লাখ লোকের উপস্থিতিতে...
Subscribe to:
Posts (Atom)