তিস্তা
লংমার্চ শেষ হয়েছে ২৩ এপ্রিল। ৩০ ঘণ্টার এ লংমার্চ ডেকেছিল বিএনপি।
নেতৃত্ব দিয়েছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই
লংমার্চের প্রাপ্তি কী? সরকারি দল আওয়ামী লীগ এ লংমার্চকে ‘গাড়ি মার্চ’
হিসেবে আখ্যায়িত করলেও এতে কোনো বাধা দেয়নি। অতীতে বেগম জিয়ার নেতৃত্বে
পার্বত্য চট্টগ্রাম লংমার্চ যখন অনুষ্ঠিত হয়েছিল, তখন ওই লংমার্চে বাধা
দেয়া হয়েছিল। রাস্তায় এলোপাতাড়ি গাড়ি রেখে লংমার্চকে বাধাগ্রস্ত করা
হয়েছিল। এবার তিস্তার ক্ষেত্রে...
Prof Dr Tareque Shamsur Rehman
In his Office at UGC Bangladesh
Prof Rahman With US Congressman Joseph Crowley
here you go!!!
Prof Dr Tareque Shamsur Rahman
During his stay in Germany
Prof Dr Tareque Shamsur Rahman
At Fatih University, Turkey during his recent visit.
Prof Dr Tareque Shamsur Rehman
In front of an Ethnic Mud House in Mexico
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপ এবং প্রাসঙ্গিক কিছু কথা
16:02
No comments
গত
২২ এপ্রিল ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় নিরাপত্তা সংলাপ শুরু হয়েছে।
এই সংলাপে আঞ্চলিক কৌশলগত সম্পর্ক, সামরিক সহযোগিতা, বৈশ্বিক নিরাপত্তা,
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম, সন্ত্রাসবাদ দমন এবং দুর্যোগ ব্যবস্থাপনা
নিয়ে আলোচনা হয়। যে সময় এই নিরাপত্তা সংলাপটি অনুষ্ঠিত হলো, তা যথেষ্ট
গুরুত্বপূর্ণ। প্রথমত, ভারতে নির্বাচন হচ্ছে। মে মাসের শেষদিকে সেখানে একটি
নয়া সরকার গঠিত হবে। এ ক্ষেত্রে ক্ষমতায় পরিবর্তন আসার সম্ভাবনা বেশি। যদি
বিজেপির...
ইউক্রেন-সংকটের গভীরতা বাড়ছে
15:54
No comments
ইউক্রেন-সংকটের
গভীরতা বাড়ছে। ক্রিমিয়ার রাশিয়ার সঙ্গে সংযুক্তির পর ইউক্রেনের
পূর্বাঞ্চলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। সেখানে রুশপন্থী
বিচ্ছিন্নতাবাদীরা পূর্বাঞ্চলের বেশ কটি শহর দখল করে নিয়েছিল। ক্রিমিয়ার
মতো এ শহরগুলোও রাশিয়ার সঙ্গে একত্রিত হতে চায়। সর্বশেষ ঘটনায় ইউক্রেন
বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে শহরগুলো মুক্ত করার জন্য সেখানে সেনাবাহিনী
পাঠিয়েছে। সেনাবাহিনীর গুলিতে অন্তত ৫ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। এই
অভিযানকে কেন্দ্র করে রাশিয়া ও...
নির্বাচন ও ভারতীয় গণতন্ত্র
15:47
No comments
ভারতে
লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগেই। ৩০ এপ্রিল পর্যন্ত সাত
দফা নির্বাচন সম্পন্ন হবে। এরপর বাকি থাকবে ৭ ও ১২ মে। ৭ মে অনুষ্ঠিত হবে
সাত রাজ্যের ভোট, ৬৪ আসনে। আর সর্বশেষ ১২ মে তিন রাজ্যে, ৪১ আসনে। এরপর ১৬
মে জানা যাবে নয়াদিল্লির সাত নম্বর রেসকোর্স রোডে কে হতে যাচ্ছেন পরবর্তী
বাসিন্দা। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত এই বাসভবনটিতে শেষ পর্যন্ত
একসময়ের রেলওয়ে স্টেশনগুলোতে চা বিক্রেতা নরেন্দ্র মোদিই বাসিন্দা হবেন কি
না, সে ব্যাপারটিও...
ভারতের পররাষ্ট্রনীতি নিজেদের স্বার্থের বাইরে কোনো সিদ্ধাšত্ম নেয় না
04:55
No comments
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রহমান বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য তারা নিজেদের জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধাšত্ম নেয় না। ব্যক্তিগতভাবে ভারতের পররাষ্ট্রনীতির সিদ্ধাšত্ম নেয়া হয় না। হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী ভোট নেয়ার জন্য অনেক কথাই বলছেন। তারা বাংলাদেশকে বাদ দিয়ে কিছু করতে পারবেন না। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের...
ভারতে 'মোদি ম্যাজিক' কি কোনো পরিবর্তন ডেকে আনবে
04:50
No comments
ভারতে ষোড়শ লোকসভা নির্বাচন যতই সমাপ্তির দিকে যাচ্ছে, ততই একটা শঙ্কা তৈরি
হচ্ছে যে, 'মোদি ম্যাজিক' কি সেখানে কোনো পরিবর্তন ডেকে আনছে? এই নির্বাচন
ভারতে সরকার পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি করলেও, পুনরায় ভারতকে কি একটি
সাম্প্রদায়িক রাজনীতির দিকে টেনে নিয়ে আসছে? বিজেপির প্রধানমন্ত্রী
প্রার্থী নরেন্দ্র মোদি কিংবা শীর্ষস্থানীয় বিজেপি নেতৃবৃন্দের মন্তব্য এই
আশঙ্কা তৈরি করছে যে, ভারতে পুনরায় সাম্প্রদায়িক রাজনীতির জন্ম হতে যাচ্ছে!
ভারতে গত ১০ বছরে...
গণজাগরণ মঞ্চ কি অস্তিত্ব হারাবে?
17:28
No comments
সম্প্রতি গণজাগরণ মঞ্চ নিয়ে একাধিক ঘটনা ঘটেছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ডা. ইমরান এইচ সরকারকে অব্যাহতি দিয়েছে সংগঠনের অপর এক অংশ। পাল্টা আরেকটি অংশ গণজাগরণ মঞ্চের নামে সংগঠিত হয়েছে। ফলে সঙ্গতকারণেই যে প্রশ্নটি উঠেছে তা হচ্ছে, গণজাগরণ মঞ্চ কি তার অস্তিত্ব হারিয়ে ফেলবে? যে আবেগ ও প্রত্যাশা নিয়ে গণজাগরণ মঞ্চ রাজনীতিতে আবির্ভূত হয়েছিল, এর প্রয়োজনীয়তা কি ফুরিয়ে গেছে? বলতে দ্বিধা নেই, গণজাগরণ মঞ্চ বাংলাদেশের চলমান রাজনীতিতে আবির্ভূত হয়েছিল...
তিস্তা চুক্তির ভবিষ্যৎ কোন পথে
17:29
No comments
ভারতের
ষোড়শ লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলায় নির্বাচনী প্রচারণায় আবারও তিস্তার
পানি বণ্টনের প্রস্তাবটি উঠেছে। মমতা ব্যানার্জি আবারও এ প্রশ্নটি তুলেছেন।
বলেছেন, তিস্তায় জল নেই। বাংলাদেশকে জল দিই কীভাবে? সঙ্গত কারণেই যে
প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে, তা হচ্ছে ১৬ মে'র পর নির্বাচনের একটা ফল
পাওয়া গেলেও তাতে করে তিস্তা চুক্তি প্রশ্নে কোনো সুসংবাদ থাকার সম্ভাবনা
নেই। নয়া সরকারের প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মমতা ব্যানার্জির
সমর্থনের প্রয়োজন হবে।...
ভারতের পররাষ্ট্রনীতিতে কি পরিবর্তন আসছে?
17:51
No comments
সব
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন
জোট যদি বিজয়ী হয়, তাহলে নরেন্দ্র মোদি হতে যাচ্ছেন ভারতের ১৪তম
প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে অবসান ঘটবে মনমোহন সিংয়ের ৯ বছর ৩১৪ দিনের
শাসনের। যদিও এটা অনেক আগেই নিশ্চিত ছিল যে, কংগ্রেস নির্বাচনে জিতলেও
মনমোহন সিং প্রধানমন্ত্রী হবেন না। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে এটা
চাউর হয়ে গেছে যে, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে ভারতের
পররাষ্ট্রনীতিতে পরিবর্তন...
নরেন্দ্র মোদি না তৃতীয় ফ্রন্ট
17:44
No comments
ভারতের
পরবর্তী প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদি, নাকি তৃতীয় ফ্রন্টের কেউ?
মমতা ব্যানার্জি, নাকি মায়াবতী? অঙ্কের হিসাবটা এখনও মিলছে না, সে সুযোগও
নেই। কেননা ভোট গণনা হবে ১৬ মে। আগেই জানা যাবে কে হতে যাচ্ছেন ভারতের
পরবর্তী প্রধানমন্ত্রী। তবে বলাই বাহুল্য, নরেন্দ্র মোদির পাল্লাটা বেশ
ভারী। তারপরও একটা হিসাব-নিকেষের বিষয় আছে। যদি ‘ম্যাজিক ফিগার’ ২৭২টি আসন
বিজেপি তথা এনডিএ জোট না পায়, তাহলে তৃতীয় ফ্রন্টের যে কাউকে সমর্থন করতে
পারে কংগ্রেস।...
মোদি ম্যাজিক প্রতিবেশীদের আস্থা অর্জন করবে কি?
17:34
No comments
ভারতব্যাপী
‘মোদি ম্যাজিক’ একটি বড় আবেদন সৃষ্টি করতে পারলেও যে প্রশ্নটি
গুরুত্বপূর্ণ তা হচ্ছে, ভারতের পার্শ্ববর্তী দেশগুলো এ ম্যাজিকে কতটুকু
আশ্বস্ত হতে পারছে? ৭ থেকে ১০ এপ্রিল তিন দফা ভারতে নির্বাচন হয়ে গেল। ১২
এপ্রিল ৩ রাজ্যে নির্বাচন হবে ৫টি আসনে। মূল প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে ১৭
এপ্রিল থেকে। ওইদিন ১৪২টি আসনে নির্বাচন হবে। ২৪ এপ্রিল হবে ১১৭টি আসনে আর
৩০ এপ্রিল ৮৯টি আসেন। এরই মধ্যে বিজেপি তার নির্বাচনী ইশতেহার প্রকাশ
করেছে। ওই ইশতেহারে...
গল্পটা আম্মা দিদি আর বহেনজির
18:42
No comments
গল্পটা
'আম্মা', 'দিদি' আর 'বহেনজি'র। এ তিন মহিলা এখন ভারতীয় রাজনীতির অন্যতম
নির্ধারক। ভারতে ষোড়শ লোকসভা নির্বাচন শুরু হয়েছে। শেষ হবে ১২ মে। আর ১৬ মে
জানা যাবে কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। রাজনীতির
মারপ্যাঁচে এ তিন মহিলার একজন যদি প্রধানমন্ত্রী হয়ে যান, তখন অবাক হওয়ার
কিছু থাকবে না। কেননা এনডিএ 'ম্যাজিক ফিগার' ২৭২টি আসন পাবে, তা জনমত জরিপে
প্রমাণিত হয়নি। তবে বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হবে, তা
মোটামুটি স্পষ্ট হয়েছে...
Subscribe to:
Posts (Atom)