রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

এবার মোদির মাইন্ডসেট পাল্টাতে হবে

ভারতের নির্বাচনে বিজেপির এই বিজয়ে আমি অবাক হইনি। নির্বাচনের আগে ও পরে যে জনমত জরিপ ছিল, সেই জরিপই সত্য প্রমাণিত হল। ভারতের মানুষ যে পরিবর্তন চেয়েছে, বর্তমান ফলাফল তারই স্বাক্ষর বহন করছে। ১৯৮৪ সালে মাত্র দুটি আসন পেয়ে যে দলটি সংসদীয় রাজনীতির দিকে যাত্রা শুরু করেছে, তারা এখন ৩১৪টির মতো আসন পেয়েছে। এখন মোদিকে সরকার পরিচালনা করতে হলে প্রধান বিরোধী দল কংগ্রেসকে আস্থায় নিতে হবে। কেননা রাজ্যসভায় এখনও কংগ্রেসের নিয়ন্ত্রণ রয়েছে। কংগ্রেসকে আস্থায় না নিলে কোনো আইন প্রণয়ন করা সম্ভব হবে না। মোদিকে এখন মূলত উন্নয়নের রাজনীতিকে গুরুত্ব দিতে হবে। তার যে সাম্প্রদায়িক রাজনীতি- তা পরিত্যাগ করলে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে।
বাংলাদেশের সঙ্গে ভারতের একাধিক সমস্যা রয়েছে, বিশেষ করে তিস্তা চুক্তি, ছিটমহল চুক্তি, বাণিজ্য ঘাটতি কমানো, সীমান্ত হত্যা বন্ধ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে যত দ্রুত তিনি ইতিবাচক পদক্ষেপ নেবেন, ততই তিনি ভালো করবেন। অর্থাৎ ভারতের উন্নয়নের স্বার্থে বাংলাদেশের মানুষের সমর্থন তার দরকার। তথাকথিত অনুপ্রবেশকারী বলে বাংলা ভাষাভাষিদের বাংলাদেশে ফেরত পাঠানো হলে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নত হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশের মানুষ ভারতের কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় না, তারা চায় রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্ক আরও উন্নত হোক। এক্ষেত্রে ভারতের নেতৃবৃন্দের মাইন্ড সেটআপ পরিবর্তনের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু ভারতকে দেয়ার মতো অনেক কিছুই তার আছে। আজ মোদিকে এ বিষয়টি উপলব্ধি করতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে, পারস্পরিক বিশ্বাস ও আস্থা থাকলে এ দুটি দেশেরই সম্পর্ক শুধু উন্নত হবে না, বরং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও উন্নয়নে তা এক বড় অবদান রাখতে পারবে। Daily Jugantor ১৭ মে, ২০১৪

0 comments:

Post a Comment