রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

গণতন্ত্রের সংগ্রাম : দেশ থেকে দেশে

থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র সেখানে যখন মুখ থুবড়ে পড়ল, তখন ভারতের মতো দেশে জনগণের ভোটে সরকার পরিবর্তন হল। তবে ভারতের এই গণতন্ত্র নিয়েও অনেক কথা আছে। ভারতের ৩৭ ভাগ মানুষ যেখানে দারিদ্র্যসীমার নিচে বাস করে, ৫৩ ভাগ মানুষের যেখানে টয়লেট সুবিধা নেই, সেখানে ভারতের লোকসভা ধনীদের কাবে পরিণত হয়েছে। বিজয়ী এমপিদের ৮৬ শতাংশ কোটিপতি। নির্বাচনে শুধু দলগুলোই খরচ করেছে ৩০ হাজার কোটি রুপি (প্রার্থীদের নিজস্ব খরচ আলাদা)। বিজেপির ২৮২ জন এমপির মাঝে একজনও মুসলমান এমপি নেই। জনসংখ্যার ১৮ ভাগ যেখানে মুসলমান সেখানে ৫৪৩ আসনের লোকসভায় মুসলমান এমপি মাত্র ২০ জন, অর্থাৎ মাত্র ৪ শতাংশ। আর নির্বাচিত এমপিদের ৩৪ শতাংশই দাগি আসামি। উপরন্তু ভারতে নির্বাচনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির উত্থান ভারতের গণতন্ত্রকে প্রশ্নের মধ্যে ঠেলে দিয়েছে। গণতন্ত্র নিয়ে সংকট আছে। ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল ২৫ মে। বিজয়ী হয়েছেন পেট্রোপোরোসেনকো। তার সঙ্গে রাশিয়ার সম্পর্ক কোন পর্যায়ে উন্নীত হয় কিংবা বিচ্ছিন্নতাবাদী পূর্বাঞ্চলের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সে ব্যাপারেও আগ্রহ থাকবে অনেকের। ক্রিমিয়ার রাশিয়ায় অন্তর্ভুক্তিতে তিনি আপত্তি জানিয়েছেন। সম্প্রতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপে গেল বছর দ্বিতীয় দফা ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আবদুল্লাহ ইয়ামিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নাশিদ তা মেনে নিয়েছেন। গেল বছর পাকিস্তানে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নওয়াজ শরিফ আরও একবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তনও সাধিত হয়েছে পাকিস্তানে। প্রধান বিচারপতি ও সেনাপ্রধান অবসরে গেছেন। প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী নিয়মমাফিক অবসরে যাওয়ার পর তাসাদ্দুন হোসেন জিলানি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন। আর জেনারেল কায়ানির টার্ম শেষ হয়ে যাওয়ার পর জেনারেল রাহিল শরিফ নয়া সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে চলতি বছর শরিফের জন্য বড় চ্যালেঞ্জ হবে তাহরিক-ই-তালিবানকে নিষ্ক্রিয় করা ও তাদের জঙ্গিবাদী তৎপরতা বন্ধ করা। মূলত তাহরিক-ই-তালিবান সীমান্তবর্তী থাইবার পাখতুনখোয়া প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। এ অঞ্চলে এখন ইমরান খানের দল তাহরিক-ই-ইনসাফ সরকার গঠন করেছে। ধারণা করা হয় ইমরান খানের সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গি দল হিসেবে পরিচিত তাহরিক-ই-তালিবানের একটা সম্পর্ক রয়েছে। অন্যদিকে সীমান্ত অঞ্চলে মার্কিন ড্রোনহামলা বন্ধ হয়নি। প্রধানমন্ত্রী শরিফ এ হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানালেও তা রক্ষিত হয়নি। এটা খোদ নওয়াজ শরিফের জন্য একটা চ্যালেঞ্জ। পাকিস্তানের জন্য একটা বড় খবর হল- একটা নির্বাচিত সরকার তার ৫ বছরের টার্ম পূরণ করেছে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে সব বিদেশি সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে। ওবামা এই প্রতিশ্রুতি দিলেও তিনি এই প্রতিশ্রুতি কতটুকু রাখতে পারবেন, সেটা একটা প্রশ্ন। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আফগানিস্তানের কারজাই সরকারের সঙ্গে একটা নিরাপত্তা চুক্তি করতে চাইলেও তা হয়নি। এক্ষেত্রে চলতি বছর আফগানিস্তানের দিকে দৃষ্টি থাকবে অনেকের। জুন মাসে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন। কারজাই আর তৃতীয়বারের মতো দাঁড়াতে না পারায় আবদুল্লাহ আবদুল্লাহর বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। অনেকেরই ধারণা- মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটা উপস্থিতি সেখানে থাকবেই। এক্ষেত্রে পাকিস্তানেও জঙ্গি তৎপরতা বাড়বে। পাকিস্তানের কথা শুধু নয়, খোদ নেপালও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন সম্পন্ন করল। এই দুটো দেশ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সম্পন্ন করে একটা দৃষ্টান্ত স্থাপন করল। নেপালে মাওবাদীরা সাংবিধানিক পরিষদের নির্বাচনে ভালো ফল করেনি। তবে ভালো খবর হল, তারা শেষ পর্যন্ত সংসদ অধিবেশনে যোগ দিয়েছে এবং সংসদীয় কার্যক্রমে অংশ নিচ্ছে। কংগ্রেসের সুশীল কৈরালা এখন সে দেশের প্রধানমন্ত্রী। তবে নেপালের বিকাশমান গণতন্ত্র এখন নির্ভর করে মাওবাদীদের ওপর। অতীতে গণতন্ত্রের বিকাশকে তারা বারবার ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিল। এটা বলার অপেক্ষা রাখে না যে, নেপালে মাওবাদীদের অস্ত্র ত্যাগ করা ও মূল ধারার রাজনীতিতে সক্রিয় হওয়া নেপালের রাজনীতির জন্য একটা বড় খবর। নেপালে যে গণতন্ত্র বিকশিত হচ্ছে, তাতে নিঃসন্দেহে মাওবাদীরা একটি শক্তি। এখন নেপালের মাওবাদীদের মূল ধারায় ফিরে আসায়, ভারতের মাওবাদীদের তা কতটুকু উৎসাহিত করবে, সে প্রশ্ন আছে। ভারতের মাওবাদীরা কয়েকটি রাজ্যে বেশ সক্রিয়। গেল লোকসভা নির্বাচনও (২০১৪) তারা কোথাও কোথাও প- করার চেষ্টা করেছে। তবে সফল হয়নি। তবে একটা প্রবণতা আমি লক্ষ করেছি। আর তা হচ্ছে, মাওবাদীদের দু-একজন শীর্ষ নেতার এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ (যেমন ঝাড়খ-ে)। তবে নেপালের মাওবাদীদের মতো তারা সফল হননি। লোকসভা নির্বাচনে তারা হেরে গেছেন। এখন মোদি সরকার যদি প্রত্যন্ত অঞ্চলের দারিদ্র্য কমিয়ে আনার উদ্যোগ নেন, তাহলে আমার ধারণা ভবিষ্যতে ভারতের মাওবাদী আন্দোলনে ব্যাপক পরিবর্তন আসবে। লোকসভা নির্বাচনে দেখা গেছে, একমাত্র ত্রিপুরা বাদে সর্বত্র (বিশেষ করে পশ্চিমবাংলায়) রাম সমর্থকদের ভোট কমেছে। ফলে সিপিআই পুনরায় বাম ঐক্যের ডাক দিয়েছে। ২০১৬ সালে সেখানে বিধানসভার নির্বাচন। মমতা ব্যানার্জির জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করা তত সহজ হবে না। গেল বছর (২০১৩) ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যু ও ইরানের প্রেসিডেন্ট হিসেবে হাসান রুহানীর অভিষেক আন্তর্জাতিক তথা গণতান্ত্রিক রাজনীতিতে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে ‘যুদ্ধ’ করে এক সময় হেরে গেছেন হুগো শ্যাভেজ। তিনি যে ‘সমাজতন্ত্রের নতুন এক ধারা’ প্রবর্তন করেছিলেন তার মৃত্যুর পর সেটার স্থায়িত্ব কতটুকু থাকবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে উন্নীত হয় সে ব্যাপারেও দৃষ্টি থাকবে অনেকের। চলতি বছর যুক্তরাষ্ট্রের জন্য ভেনিজুয়েলা হবে একটি ‘টেস্ট কেস’। ইতোমধ্যেই সরকার পরিবর্তনের আন্দোলন শুরু হয়েছে সেখানে। আর তাতে রয়েছে মার্কিনি ইন্ধন। আরব বিশ্বে আরব বসন্ত যে সম্ভাবনার জন্ম দিয়েছিল, সে সম্ভাবনার এখন ‘মৃত্যু’ ঘটেছে। আরব বসন্ত সেখানকার দীর্ঘদিনের শাসকদের (তিউনিসিয়ায় জইন আবেদিন বেন আলী, মিসরে হোসনি মোবারক, ইয়েমেনে সালেহ, লিবিয়ায় গাদ্দাফি) ক্ষমতা থেকে উৎখাত করলেও সেখানে গণতন্ত্রের বিকাশ ঘটেনি। উপরন্তু মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুরসি ক্ষমতাচ্যুত হয়েছেন। তিউনিসিয়ায় একটি তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের ব্যাপারে ঐকমত্য হয়েছে। চলতি বছরে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ‘আরব বসন্ত’ পুরো আরব বিশ্বে জঙ্গিবাদী রাজনীতির উত্থান ঘটিয়েছে। বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধের ফলে সেখানে একটি বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে ইসলামিক জঙ্গিদের একটি কোয়ালিশন। লিবিয়ায়ও এরা শক্তিশালী। আর ইরাকে জঙ্গিদের তৎপরতা ইরাকের অস্তিত্বকে একটি বড় হুমকির মুখে ঠেলে দিয়েছে। সিরিয়ায় গেল বছর মার্কিন বিমানহামলা এড়ানো গেছে সত্য, কিন্তু যদি সেখানে কোনও সমঝোতা না হয়, তাহলে ভবিষ্যতে বিমানহামলা হতে পারে। জেনেভা-২ আলোচনা জানুয়ারিতে শুরু হয়েছে। কিন্তু একটা প্রশ্নে কোনও সমাধান এখনও হয়নি- আর তা হচ্ছে প্রেসিডেন্ট আসাদ ক্ষমতায় থাকবেন নাকি একটা নতুন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধীদের বিচার পরিহার করবেন। জুন মাসের মাঝামাঝি সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে তিনি আবারও প্রার্থী হয়েছেন। ফলে সমাধানের পথ বের হচ্ছে না। তাই জেনেভা-২ আলোচনার দিকে দৃষ্টি থাকবে অনেকের। তবে চূড়ান্ত বিচারে এই আলোচনায় সিরীয় সরকারের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। কিন্তু তা কোনও ‘ফল’ বয়ে আনবে না- এমন আশঙ্কাই করা হচ্ছে। সিরিয়ায় গৃহযুদ্ধ নিয়ে আরও একটা ভয়- তা হচ্ছে প্রায় ৫৫ হাজার শরণার্থী বর্তমানে জর্ডানে আশ্রয় নিয়েছে। ওদের যদি দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা না হয়, তাহলে এরা জর্ডানে অস্থিতিশীলতা তৈরি করবে এবং সেখানকার সরকারের পতন ঘটাতে পারে। জাতিসংঘের এই শরণার্থীদের জন্য ৫ দশমিক ৩ মিলিয়ন ডলার দরকার। দীর্ঘদিন জাতিসংঘের জন্য এই অর্থ ব্যয় বহন করাও সম্ভব নয়। তাই জেনেভা আলোচনায় কোনও ফল পাওয়া না গেলে সীমিত বিমানহামলার (লিবিয়ার মতো) সম্ভাবনা ২০১৪ সালে পড়বে। এর পাশাপাশি তুরস্কে কী পরিবর্তন আসে, সে ব্যাপারেও দৃষ্টি থাকবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। আগস্টে সেখানে প্রেসিডেন্ট নির্বাচন। এই প্রথমবারের মতো সেখানে সরাসরি জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সংবিধানে বাধ্যবাধকতার কারণে এরদোগান তিনবারের বেশি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ধারণা করা হচ্ছে, এরদোগান প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। তুরস্কের রাজনীতির উত্থান-পতনের সঙ্গে সিরিয়ার রাজনীতির একটা সম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় স্বার্থ রয়েছে তুরস্কে। কেননা সিরিয়ায় সরকার পরিবর্তনে (যা তুরস্কও চাইছে) তুরস্কের সমর্থন প্রয়োজন পশ্চিমা বিশ্বের। সুতরাং এ অঞ্চলের রাজনৈতিক উত্থানের ব্যাপারে দৃষ্টি থাকবে অনেকের। সেই সঙ্গে পূর্ব চীন সাগরে উত্তেজনা কিংবা ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে (৯ জুলাই) দৃষ্টি পড়বে অনেকের। ব্রাজিলেও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। সংসদ সদস্যদের ভোটে জুমা পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এখানে পরিবর্তন এল না। গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ নিয়েও প্রশ্ন আছে এখানে। স্নায়ুযুদ্ধের অবসানের পর সারা বিশ্বে গণতন্ত্রের একটা ঢেউ বয়ে গিয়েছিল। প্রায় ২৩ বছর পর এসে দেখা গেল এই গণতন্ত্র সার্বিকভাবে বিকশিত হচ্ছে না। কোথাও কোথাও সরাসরি বিদেশি হস্তক্ষেপের (ইউক্রেনে নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত। অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে) অভিযোগ রয়েছে। কোথাও সামরিক বাহিনী তার স্বার্থ বজায় রাখার স্বার্থে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে (মিশর, থাইল্যান্ড)। গণতন্ত্রে পারস্পরিক বিশ্বাস ও আস্থা স্থাপনের যে কথা বলা হয়, দেখা গেছে সরকার ও বিরোধী দলের মধ্যে সেই সম্পর্ক না থাকায় গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে (থাইল্যান্ড, বাংলাদেশ)। গণতন্ত্র যে শুধু গোষ্ঠীতন্ত্রকে ক্ষমতায় বসায় না, গণতন্ত্র যে উন্নয়নকে গুরুত্ব দেয় এবং ভোটাররা যে তাতে আস্থা রাখে, আবার প্রমাণিত হল (ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া)। নতুন আঙ্গিকে এখন গণতন্ত্র বিকশিত হচ্ছে। অর্থনৈতিক বিষয়াদি এখানে গুরুত্ব পাচ্ছে। সেই সঙ্গে করপোরেট হাউসগুলোর ভূমিকা, মিডিয়ার ভূমিকা (ভারত) উন্নয়নশীল বিশ্বের গণতন্ত্রকে আজ নতুন এক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। খুব স্বাভাবিক কারণেই এই গণতন্ত্রের সঙ্গে পশ্চিমা বিশ্বের গণতন্ত্রকে মেলানো যাবে না।বাংলাদেশের গণতন্ত্র নিয়েও প্রশ্ন আছে অনেক। আগামী বছর নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন বেগম জিয়া। মোজীনা ঢাকা ছেড়ে যাওয়ার আগেও বললেন সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন। ভারতের নয়া সরকারের ভূমিকা এই মুহূর্তে স্পষ্ট নয়। তবে দিল্লিতে কংগ্রেসি সরকারের মতো মোদি সরকার কোনও একটি ‘বিশেষ দলকে’ সমর্থন করবে না, এমনটাই ধারণা করা যায়। সর্বোপরি সুষমা স্বরাজের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্তি বাংলাদেশের ক্ষেত্রে ভারতীয় দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারে। সারা বিশ্বেই গণতন্ত্রের বিকাশ নিয়ে সংকট চলছে। বাংলাদেশেও এ ক্ষেত্রে পার্থক্য নেই। Daily AMADER SOMOY 29.05.14

0 comments:

Post a Comment