
গত সোমবার দেশে আবার ‘লকডাউন’ দেওয়া হলেও করোনা নিয়ন্ত্রণে তা তেমন কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুহার বাড়ছে। এ ‘লকডাউনে’র সময় অন্তত দুটি ছবি ও সংবাদ আমাদের জানিয়ে দিল ২০২০ সালের করোনাভাইরাস থেকে আমরা আদৌ কোনো শিক্ষা নেইনি। একটি ছবি সম্ভবত ঢাকার মুগদা হাসপাতালের সামনে থেকে তোলা।
এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি শুয়ে আছেন ফ্লোরে, মুখে অক্সিজেন সিলিন্ডার লাগানো, পাশে আত্মীয়স্বজন। হাসপাতালে কোনো ‘সিট’ খালি নেই।...