রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান কতটুকু বাস্তবসম্মত


ঢাকায় ইতালির নাগরিক তাভেল্লা সিজারের হত্যাকা- ও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকার (?) এখন শুধু বাংলাদেশেই নয়, বরং বহির্বিশ্বেও বড় ধরনের সংবাদের জন্ম দিয়েছে। বহির্বিশ্বের প্রায় প্রতিটি সংবাদমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর ‘আপাতত’ স্থগিত ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে এই সফরটি বাতিল করা হয়। ৯ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল।
অস্ট্রেলিয়া দলের না আসার পেছনে DFAT-এর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল ‘নিরাপত্তা ঝুঁকির’। ইতোমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিরাপত্তাপ্রধান বাংলাদেশ ঘুরে গেছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ‘নিরাপত্তা ঝুঁকির’ প্রশ্নটি যখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল, ঠিক তখনই ঘটল তাভেল্লা সিজারের হত্যাকা-টি। এখানে অনেক বিষয় লক্ষণীয়। প্রথমত, SITE নামে একটি গবেষণা তথা কনসালটেন্সি ফার্ম তাদের ওয়েবসাইটে প্রকাশ করে যে, সিজারের হত্যাকা-ের দায়ভার গ্রহণ করেছে সিরিয়া-ইরাকের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। দ্বিতীয়ত, এই হত্যাকা- ও আইএসের সম্পৃক্ততা ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়ায় স্থান পেয়েছে। তৃতীয়ত, এর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় সতর্কতা জারি করেছে। আমেরিকান স্কুল ও কাব সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশ্ন হচ্ছে SITE (Search for internatioanl Terrorist Entities)-এর এই তথ্য কতটুকু নির্ভরশীল? সিজারের হত্যাকা-ে আইএস নিজেদের দায় স্বীকার করছে বলে SITE-এ উল্লেখ করা হয়েছে। কিন্তু এটি পুরোপুরি নির্ভরযোগ্য নয়। দ্বিতীয়ত, এটি একটি ইহুদি প্রতিষ্ঠান এবং এর মহাপরিচালক রিটা কাট্্জ (Rita katz) একজন কট্টরপন্থী ইহুদি। এক সময়ের ইরাকের নাগরিক মিসেস কাট্জ (যিনি পরে ইসরায়েলে চলে যান) আরবিতে পড়তে ও লিখতে পারেন। তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড শহরের কাছাকাছি ছোট্ট শহর ইবঃযবংফধ-তে। তিনি বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের কাছে ‘তথ্য বিক্রি’ করেন। তার মূল কর্মকা- বিশ্বব্যাপী জিহাদি তৎপরতা নিয়ে। তিনি নিয়মিত তার সংস্থার পোর্টালে তা প্রকাশ করেন (বিস্তারিত কিনতে হয়)। ফলে ইহুদি লবির সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং অর্থায়ন নানা প্রশ্নের জন্ম দিতে পারে!
অস্ট্রেলিয়া সরকারের DFAT বা পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক অধিদপ্তরের এই সিদ্ধান্ত এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এক. এতে করে বাংলাদেশের ভাবমূর্তি অনেক নষ্ট হয়েছে। এই ভাবমূর্তি এখন বাংলাদেশ কাটিয়ে উঠবে কীভাবে? দুই. বাংলাদেশে জঙ্গিবাদের ‘হুমকি’ কতটুকু বাস্তবসম্মত? তিন. তথাকথিত জঙ্গিবাদের উত্থান সম্পর্কে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা, কিছু সরকার সমর্থক বুদ্ধিজীবী যেভাবে মিডিয়ায় বক্তব্য দিয়ে আসছিলেন, তা কী ডিএফএটিকে এই সিদ্ধান্তটি নিতে প্ররোচিত করেছিল? এই তিনটি প্রশ্নের জবাব এক জায়গাতেই সীমাবদ্ধÑ তা হচ্ছে বাংলাদেশে চরমপন্থী জঙ্গিরা আছে (?) বলে অস্ট্রেলিয়া মনে করছে এবং বিষয়টিকে তারা তাদের খেলোয়াড়দের প্রতি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে বলে মনে করছেন। যদিও বাংলাদেশ সরকার অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা হলেও নষ্ট হয়েছে এই ঘটনায়। এই ভাবমূর্তি উদ্ধারে বাংলাদেশকে এখন সতর্ক পায়ে এগোতে হবে।
আমি দীর্ঘদিন যাবৎ মিডিয়ায় বলার চেষ্টা করছি, বাংলাদেশে তথাকথিত চরমপন্থী জঙ্গি উত্থানের সম্ভাবনা ক্ষীণ। পাকিস্তান, আফগানিস্তান কিংব পারসীয় অঞ্চলে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, তাদের সঙ্গে বাংলাদেশের তথাকথিত জঙ্গিদের মেলানো যাবে না। বাংলাদেশে কিছু উগ্রপন্থী সংগঠনকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সরকারিভাবেও এদের জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়। যেমন, আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদ, হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, জামাআতুল মুজাহিদিন, জাগ্রত মুসলিম জনতা, শাহাদাত আল হিকমা। অনেককে আমি টিভিতে আমার সঙ্গে আলোচনায় অংশ নিতে গিয়ে বলতে শুনেছি আল কায়েদা অথবা ইসলামিক স্টেটের জঙ্গিদের সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের মিল আছে এবং তাদের সহযোগী মিত্র হিসেবে বাংলাদেশের জঙ্গিরা কাজ করছে! সেনাবাহিনী থেকে অবসর নেওয়া সিনিয়র অফিসারদের কেউ কেউ যখন প্রকাশ্যে মিডিয়ায় এ ধরনের মন্তব্য করেন, তখন তাদের ওইসব মন্তব্য বিবেচনায় না নিয়ে পারা যায় না! সাধারণ মানুষ এসব কথা বিশ্বাস করে। বিদেশি দূতাবাস, গবেষণা সংস্থা এসব বক্তব্য গ্রহণ করে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক অধিদপ্তর যদি ওইসব বক্তব্য বিবেচনায় নিয়ে থাকে, তাহলে আমরা তাদের দোষী হিসেবে সাব্যস্ত করতে পারব না। তাই বলে আমি বলছি না বাংলাদেশে কোনো ‘জঙ্গি’ নেই! বাংলাদেশে যারা ওইসব চরমপন্থী রাজনীতি ধারণ করে, তাদের সংখ্যা কম। তারা বিভ্রান্ত। সাধারণ মানুষের মধ্যে এদের কোনো প্রভাব নেই। এটা সত্য, বাংলাদেশের সমাজেই শায়খ আবদুর রহমান কিংবা বাংলা ভাইয়ের মতো সন্ত্রাসীর জন্ম হয়েছিল। এক সময় (২০০৫) সারা দেশে একসঙ্গে বোমা ফাটিয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করেছিল। ২১ আগস্ট বোমা ফাটিয়ে তৎকালীন বিরোধী দলের নেত্রীকে হত্যা করতে চেয়েছিল। এরা সন্ত্রাসী। কিন্তু এরা যে আদর্শ লালন করে, এ দেশে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। আল কায়েদার বর্তমান নেতা জাওয়াহিরি ২০১৪ সালের সেপ্টেম্বরে পাক-ভারত-বাংলাদেশ ও মিয়ানমারে আল কায়েদার শাখা গঠন করার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু আল কায়েদা যেভাবে তাদের ‘অপারেশন’ পরিচালনা করে (যেমন ইয়েমেন ও ইরাকে) বাংলাদেশে সেভাবে তাদের কর্মকা- পরিচালনা হতে এখনো আমরা দেখিনি। ফলে আন্তর্জাতিকভাবে জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত আল কায়েদার বাংলাদেশে কোনো শাখা আছেÑ এ ব্যাপারে আমি নিশ্চিত হতে পারছি না। যারা সন্ত্রাসবাদ নিয়ে কাজ করেন, তারা জানেন আল কায়েদার তাত্ত্বিক হচ্ছেন আবু মুসাব আল সুরি। সুরি আল কায়েদার স্ট্র্যাটেজির কথা বলতে গিয়ে ‘ঝঢ়রফবৎ বিন’-এর কথা বলেছেন। অর্থাৎ মাকড়সা যেমনটি এখানে সেখানে জাল তৈরি করে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে এবং সেই জাল ভেঙে দিলে অন্যত্র গিয়ে ঠিক তেমনি জাল তৈরি করে, আল কায়েদার স্ট্র্যাটেজিও ঠিক তেমনি। ছোট ছোট গ্রুপে অঞ্চলভিত্তিতে তারা সংগঠিত হয় এবং তাদের ওপর আক্রমণ হলে তারা অন্যত্র গিয়ে সংগঠিত হয়, ঠিক মাকড়সারা যেমনটি করে। Al-Qaeda in Arabian Peninsula, Al-Qaeda in Islamic Magreb, Al-Qaeda in Iraq  এভাবেই সংগঠিত। এর বাইরে তারা ভিন্ন নামেও অপারেট করে। যেমন আল নুসরা ফ্রন্ট (সিরিয়া), আল-গামা আল ইসলামিয়া। এ দুটি সংগঠনের সঙ্গে আদর্শগতভাবে আল কায়েদার মিল আছে। এখানে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনটির কথা উল্লেখ করা প্রয়োজন। আল কায়েদার সঙ্গে ইসলামিক স্টেটের আদর্শগতভাবে অমিল রয়েছে। আল কায়েদা যেখানে শারিয়াহভিত্তিক ইসলামিক শাসন চায়, সেখানে ইসলামিক স্টেট চায় একটি ইসলামিক খিলাফত। অর্থাৎ একটি খিলাফত রাষ্ট্রের আওতায় সব মুসলিম রাষ্ট্র একত্রিত হবে। যেখানে একজন খলিফা বা রাষ্ট্রপ্রধান থাকবেন। আল কায়েদার সঙ্গে পার্থক্য এখানেই যে আল কায়েদা খিলাফতের পরিবর্তে ইসলামিক আমিরাতে বিশ্বাসী। এখন প্রশ্ন হচ্ছে, উপমহাদেশে আল কায়েদা কী আদৌ স্থান করে নিতে পেরেছে? ভারতে এর কোনো স্থান নেই। পাকিস্তানে তালেবানদের প্রভাব বেশি, আল কায়েদা তার শাখা স্থাপন করতে পেরেছে, এমন খবর আমাদের জানা নেই। তবে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক থাকতে পারে। আর বাংলাদেশে তাদের আদৌ কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী হিসেবে যারা পরিচিত তাদের সঙ্গে আল কায়েদার যোগাযোগ আছে, এমন কোনো তথ্যভিত্তিক প্রমাণও আমাদের কাছে নেই। ফলে বাংলাদেশে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এটা ঠিক নয়। তাহলে অস্ট্রেলিয়ার নিরাপত্তার ঝুঁকি তোলার অর্থ কী? এর আগে প্রায় সব ক’টি বিদেশি টিম বাংলাদেশ সফর করে গেছে। তখন তো এই প্রশ্ন তোলা হয়নি। এখন তোলা হলো কেন? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এমন কোনো ‘ঘটনা’ ঘটেনি, যাতে করে তা বিদেশিদের জন্য নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে!
অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর ইতোমধ্যে বাতিল হয়েছে। কিন্তু তার আগেই ইতালির নাগরিক তাভেল্লা সিজারের হত্যাকা-ের ঘটনা একসূত্রে গাঁথা কি না, এটা হয়তো তদন্তের পরপরই জানা যাবে। কিন্তু বাংলাদেশের যা ক্ষতি হওয়ার, তা তো হয়ে গেছে! এই দুটো ঘটনার রেশ ধরে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে, তাও কোনো আশার কথা নয়। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আপাতত বাংলাদেশ সফর স্থগিত হওয়ার ঘটনার সঙ্গে বিশ্ব ক্রিকেটের মোড়লদের ‘ক্রিকেট কূটনীতি’র কোনো যোগাযোগ নেই, এটাও আমি হলফ করে বলতে পারব না। বিশ্ব ক্রিকেটের তিন শক্তিÑ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এখন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে। এই তিন শক্তির হাতে ক্রিকেটের উন্নয়ন, পরিচালনা তথা প্রশাসন এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণভার দেওয়া হয়েছে। ১৬ সদস্যবিশিষ্ট আইসিসির বোর্ডে এই তিন শক্তির রয়েছে অগাধ ক্ষমতা। গেল বছরের জানুয়ারিতে আইসিসির বোর্ড সভায় যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়, তখন শ্রীলংকা ও পাকিস্তানের প্রতিনিধিরা ওই সভা বয়কট করেছিল। আর ক্রিকেট সাউথ আফ্রিকা ও বাংলাদেশ ক্রিকেট তখন প্রকাশ্যে এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল। ফলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং ক্রিকেটে বিশ্বশক্তি হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা এই তিন ক্রিকেট মোড়লদের ভালো না লাগারই কথা। তাই এই মানসিকতা থেকে যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হয়নি, এটা আমি বলতে পারি না। শ্বেতাঙ্গরাই বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করতে চায়। কেননা এর সঙ্গে জড়িত রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। এখানে অশ্বেতাঙ্গরা ভাগ বসাক, এটা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট কখনোই চাইবে না। তাই বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ার ঘটনার সঙ্গে ক্রিকেট মোড়লদের কোনো দুরভিসন্ধি আমি একেবারে উড়িয়ে দিতে পারি না।
এখন তাভেল্লা সিজারের হত্যাকা-ের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হওয়ার ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা গোয়েন্দাদের খুঁজে বের করতে হবে। যত দ্রুত সম্ভব এই হত্যাকা-ের মোটিভ যদি খুঁজে বের করা না যায়, তাহলে গুজবের অনেক ডালপালা গজাবে এবং বাংলাদেশের দিকে উন্নত বিশ্বের সন্দেহজনক দৃষ্টি আরও শক্তিশালী হবে। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হওয়ায়, অন্যান্য দেশও বাংলাদেশ সফরে আসতে তাদের অপারগতা প্রকাশ করবে। বাংলাদেশের ক্রিকট যখন ধীরে ধীরে বিশ্ব ক্রিকেট আসরে তাদের অবস্থান শক্তিশালী করছে, বিশ্ব ক্রিকেট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান যখন ওপরের দিকে, ঠিক তখনই নিরাপত্তার দোহাই তোলা, সফর স্থগিত করা এক ধরনের ‘ষড়যন্ত্র’ বলেই আমার মনে হয়েছে।
প্রধানমন্ত্রী নিউইয়র্কে বলেছিলেন বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। এটাই হচ্ছে আসল কথা। বাংলাদেশে ইসলামের নামে যারা উগ্রবাদ প্রচার করছে, তারা বিভ্রান্ত। আল কায়েদা কিংবা ইসলামিক স্টেটের জঙ্গিদের সঙ্গে তাদের মেলানো যাবে না। তবে এটা সত্য, কোনো কোনো মন্ত্রী, সরকারের সমর্থক বুদ্ধিজীবী যখন মিডিয়ায়, টিভির টক শোতে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন তখন তা দেশে নয় বরং বিদেশেও বিভ্রান্তি তৈরি করে। বাংলাদেশের জনগোষ্ঠীর শতকরা ৯০ ভাগ মুসলমান। এখানে উগ্রপন্থী ইসলামিক দল আছে। ফলে বাংলাদেশ যে কোনো কোনো দেশের গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছে, তা অস্বীকার করা যাবে না। বাংলাদেশ একটি মডারেট ইসলাম ধর্মাবলম্বীদের দেশ। এখানে উগ্রবাদের কোনো স্থান নেই। উগ্রবাদকে মানুষ পছন্দ করে না। সাধারণ মানুষের মাঝে এদের কোনো গ্রহণযোগ্যতাও নেই। তাই জঙ্গিবাদকে নিয়ে যত কম কথা বলা যায়, ততই মঙ্গল। মনে রাখতে হবে দলের সিনিয়র নেতারা, মন্ত্রীরা যদি জঙ্গিবাদ নিয়ে কথা বলেন, তাতে সমর্থকরা প্রভাবান্বিত হন। তাই তাদের সংযত কথাবার্তা বলা উচিত। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আমরা কেন, কোনো দেশই এ সমস্যার বাইরে নয়। এ সমস্যার সঙ্গে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নটি সরাসরিভাবে জড়িত। এ ক্ষেত্রে সরকার ও প্রধান বিরোধী দলের মাঝে সমঝোতা প্রয়োজন। জঙ্গিবাদ নিয়ে কোনো ‘ব্লেম গেম’ নয়, বরং সরকার ও প্রধান বিরোধী দলের মধ্যে যদি ‘সমঝোতা’ প্রতিষ্ঠিত না হয় তাহলে ‘তৃতীয় পক্ষ’ এটা থেকে ফায়দা ওঠাবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের ভাবমূর্তি উদ্ধারে তাই প্রয়োজন এই মুহূর্তে একটি সমঝোতার। 
Daily Amader Somoy
03.10.15

0 comments:

Post a Comment