রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ সংক্রান্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের একটি ওয়েবসাইট। লেখকের অনুমতি বাদে এই সাইট থেকে কোনো লেখা অন্য কোথাও আপলোড, পাবলিশ কিংবা ছাপাবেন না। প্রয়োজনে যোগাযোগ করুন লেখকের সাথে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বড় বিতর্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে আরও ১৪ মাস। ২০১৬ সালের ৮ নভেম্বর সেখানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচনকে কেন্দ্র করে দুদলের প্রার্থীদের মনোনয়ন দৌড়ের প্রতিযোগিতা এখন তুঙ্গে। ডেমোক্রেট দলের পক্ষ থেকে হিলারি ক্লিনটনের প্রার্থিতা একরকম নিশ্চিত হলেও রিপাবলিকান দলের প্রার্থিতা নিয়ে আছে নানা জটিলতা। দলের মনোনয়ন প্রত্যাশী ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের একের পর এক তীব্র নারীবিদ্বেষী মন্তব্য ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দলীয় নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলেছে। ফলে নির্বাচনের আগেই রিপাবলিকান পার্টির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে। মনোনয়ন দৌড়ে একসময় এই রিয়েল এস্টেট মোগল বেশ এগিয়ে থাকলেও তার বিতর্কিত সব মন্তব্যের কারণে শেষ পর্যন্ত হয়তো সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ছোট ভাই জেব বুশই মনোনয়ন পাবেন। তবে এটা বলার অপেক্ষা রাখে না, হিলারি ক্লিনটন প্রাক-নির্বাচনী প্রচারণায় একটি বড় আবেদন সৃষ্টি করেছেন। ১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটন প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার ২২৭ বছর পর হিলারি হতে পারেন প্রথম নারী প্রেসিডেন্ট। মনোনয়ন দৌড়ে তিনি এগিয়ে আছেন। ১৯৪৭ সালে জন্ম নেয়া এবং ৬৭ বছর বয়সী হিলারি ক্লিনটন শুধু একজন আইন প্রণেতা হিসেবেই নয়; হোয়াইট হাউস ও প্রশাসনেও তার অভিজ্ঞতা অনেক দিনের। হোয়াইট হাউসে তিনি ছিলেন আট বছর, ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত একজন ফার্স্ট লেডি হিসেবে। এরপর নিউইয়র্ক থেকে সিনেটর হিসেবে তিনি কংগ্রেসে আইন প্রণয়নে সহায়তা করেন ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত। এর পর ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) হিসেবে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। এর আগে ২০০৮ সালে তিনি বারাক ওবামার সঙ্গে ডেমোক্রেট দলীয় প্রার্থী হতে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু চূড়ান্ত বিচারে তিনি ওবামার কাছে হেরে গিয়েছিলেন। এরপর বারাক ওবামা তাকে মন্ত্রিপরিষদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেও হিলারি ক্লিনটন বরাবরই আলোচনায় ছিলেন। মিডিয়া তাকে বারবার ফোকাস করেছে। শেষ পর্যন্ত সব জল্পনাকল্পনার অবসান ঘটালেন তিনি।কিন্তু হোয়াইট হাউসে যাওয়ার পথটি কি মসৃণ? তিনি কি পারবেন ইতিহাস গড়তে? যুক্তরাষ্ট্রের সমাজ ২০০৮ সালে ওবামাকে নির্বাচিত করে ট্রেডিশন ভেঙেছিল- একজন কৃষ্ণাঙ্গ প্রথমবারের মতো প্রেসিডেন্ট হয়েছেন। এ ধারাবাহিকতায় এখন যুক্তরাষ্ট্র একজন নারী প্রেসিডেন্টকে চায় কি-না সেটাই দেখার বিষয়। তবে অনেক প্রশ্ন তো আছেই। যুক্তরাষ্ট্রের সমাজ এখনও কনজারভেটিভ। তারা একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইতে নাও পারেন। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে নারীরা সরকার ও রাষ্ট্র পরিচালনায় বেশ সাফল্যের পরিচয় দিয়েছেন। জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিলসহ বেশ কিছু দেশে নারীরা এখনও রাষ্ট্র তথা সরকার পরিচালনা করে আসছেন। ইউরোপের অনেক দেশে রাষ্ট্রপ্রধান এখন নারী। ফলে একদিকে হিলারি ক্লিনটনের সম্ভাবনা যেমন আছে তেমনি এটাও সত্য, তিনি কনজারভেটিভদের বাধার সম্মুখীন হতে পারেন। বলা ভালো, জনগণের ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন না। নির্বাচিত হন নির্বাচকমণ্ডলীর ভোটে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা ৫০ আর নির্বাচকমণ্ডলীর সংখ্যা ৫৩৮। সাধারণত সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভের (প্রতিনিধি পরিষদ) সদস্য সংখ্যার ভিত্তিতে এ নির্বাচকমণ্ডলী গঠিত হয়। হিলারি ক্লিনটনের জন্য সমস্যা হচ্ছে কনজারভেটিভ রিপাবলিকানরা এখন কংগ্রেসের উভয় কক্ষ (সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভ) নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ নির্বাচকমণ্ডলীর মধ্যে রিপাবলিকানদের পাল্লা ভারি। ২০১৬ সালে এক-তৃতীয়াংশ আসনে সিনেট ও প্রতিনিধি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে যদি পরিবর্তন আসে, তাহলে তা প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে পারে। নতুবা কনজারভেটিভদের বলয় ভাঙা তার জন্য কঠিন হবে। উল্লেখ্য, হিলারিকে বলা হয় দুর্বল চিত্তের একজন মানুষ। তার স্বামী বিল ক্লিনটন যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় মনিকা লিউনেস্কির সঙ্গে অবৈধ যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন, তখন স্ত্রী হিসেবে তিনি যথাযথ ভূমিকা পালন করতে পারেননি। যদিও ওই ঘটনার পর তিনি স্বামীকে ক্ষমা করে দিয়েছিলেন এবং বৈবাহিক জীবন টিকিয়ে রাখতে পেরেছেন। তবে এটা বলার অপেক্ষা রাখে না, নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটনকে এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে হিলারি কতটুকু মানসিক শক্তির পরিচয় দেন, সেটাই বড় প্রশ্ন এখন।ক্লিনটন দম্পতির বিরুদ্ধে বেশ কিছু আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে। যখন এই দম্পতি হোয়াইট হাউস ছাড়েন, তখন তাদের আর্থিক ভিত্তি খুব শাক্তিশালী ছিল না। কিন্তু পরে তাদের নিউইয়র্কে ২৭ লাখ ডলারের একটি বাড়ি এবং ওয়াশিংটনে ২৮ লাখ ৫০ হাজার ডলারের আরেকটি বাড়ি ক্রয় নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। ক্লিনটন ফাউন্ডেশন নিয়েও প্রশ্ন আছে। অভিযোগ আছে, অনেক বিদেশী রাষ্ট্র এ ফাউন্ডেশনকে আর্থিক সুবিধা দিয়ে তাদের সুবিধা আদায় করে নিয়েছে। যদিও দুজনই বক্তৃতা আর সেমিনার করে বেশ অর্থ আয় করেছেন। একই সঙ্গে হিলারির বিরুদ্ধে বড় একটি অভিযোগ হচ্ছে, তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে জঙ্গিবাদীদের হামলা এবং ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূতের নিহত হওয়ার ঘটনা ঠেকাতে পারেননি এবং রাষ্ট্রদূতসহ অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। ওয়াশিংটনের পিউ রিচার্স ইন্সটিটিউটের এক গবেষণায় দেখা গেছে, বৈদেশিক নীতি ইস্যুতে মানুষ রিপাবলিকানদের বেশি বিশ্বাস করে। এটা হিলারি ক্লিনটনের জন্য একটা মাইনাস পয়েন্ট।অতীতে হিলারি ইরাক, বসনিয়া ও কসোভোয় যুদ্ধ সমর্থন করেছিলেন। ফলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী একটা জনমত তার বিরুদ্ধে যেতে পারে। তবে হিলারি ক্লিনটনের বেশ কিছু প্লাস পয়েন্টও রয়েছে। এক. তিনি পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ। এ ক্ষেত্রে রিপাবলিকান প্রার্থী জেব বুশের (সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ভাই ও সিনিয়র বুশের ছোট ছেলে) চেয়ে তিনি অনেক এগিয়ে আছেন। দুই. গেল বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে যে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে রিপাবলিকানরা বিজয়ী হলেও ইতিমধ্যে রিপাবলিকান স্রোতে উল্টো বাতাস বইতে শুরু করেছে। বিশেষ করে তরুণ ও গরিব আমেরিকান ভোটারদের মাঝে ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয়তা বাড়ছে। তিন. যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী তরুণ প্রজন্ম রয়েছে, যাদের নেতৃত্বে নিউইয়র্কসহ অন্যান্য শহরে অক্যুপাই মুভমেন্ট পরিচালিত হয়েছিল। এ শক্তি ডেমোক্রেটদের আবার ২০১৬ সালে কংগ্রেসে ফিরিয়ে আনতে পারে, যা হিলারিকে বিজয়ী হতে সাহায্য করবে। চার. ওবামা তার শেষ টার্মে এসে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছিলেন (স্বাস্থ্যসেবা, অভিবাসন, তরুণদের উচ্চশিক্ষায় সাহায্য ইত্যাদি), যা কি-না তিনি কংগ্রেসের বিরোধিতার কারণে বাস্তবায়ন করতে পারছেন না। এ তরুণ প্রজন্মের সমর্থন পেতে পারেন হিলারি। পাঁচ. যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী একটি জনমত রয়েছে, যা বেশ শক্তিশালী। প্রেসিডেন্ট ওবামার আমলেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আইএসবিরোধী যুদ্ধে অংশ নিয়ে নতুন একটি ফ্রন্ট ওপেন করেছে। কোটি কোটি ডলার খরচ হয় যুদ্ধে। হিলারি যদি এই যুদ্ধবিরোধী জনমতের সঙ্গে অবস্থান করেন, তাহলে তার সমর্থন ও গ্রহণযোগ্যতা বাড়বে। ছয়. রিপাবলিকান শিবিরে তেমন কোনো শক্ত প্রার্থী নেই। এটা হিলারির জন্য একটা প্লাস পয়েন্ট। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের নারীবিদ্বেষী মন্তব্য হিলারির অবস্থানকে শক্তিশালী করতে পারে।ডেমোক্রেট শিবিরে হিলারি ক্লিনটনের অবস্থান অনেক শক্তিশালী। প্রেসিডেন্ট ওবামা তাকে একজন সম্ভাব্য ভালো প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। তুলনামূলক বিচারে জনপ্রিয়তার দিক দিয়ে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও সিনেটর এলিজাবেথ ওয়ারেন অনেক পিছিয়ে আছেন। কৌশলী হিলারি অনেক আগে তার প্রার্থী পদ ঘোষণা করে প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রেখেছেন। তবে এখনও যেতে হবে অনেক দূর। পার্টি ফোরামে ও কনভেনশনে তাকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে নিজ দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। সেই সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাকে প্রচুর অর্থ সংগ্রহ করতে হবে। বড় বড় ব্যবসায়ী হাউস নির্বাচন উপলক্ষে অর্থ জোগায়। হিলারিকে তাদের আস্থা অর্জন করতে হবে। এটা কতটুকু সম্ভব হবে, তা বলা এ মুহূর্তে কঠিন।হিলারি ক্লিনটনের প্লাস পয়েন্ট অনেক। তিনি বৈদেশিক নীতিতে একটা পরিবর্তন এনেছিলেন। তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে ঘিরে যে 'Forward deployed diplomacy' প্রণয়ন করেছিলেন, তা এ অঞ্চলে মার্কিন পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ এ কূটনীতির মূলকথা হচ্ছে, এ অঞ্চলের রাজনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিশ্চিত করা। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটা আস্থা ও বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা। জন কেরি (যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হয়েছেন) হিলারি ক্লিনটন প্রণীত এ নীতি নিয়ে এগিয়ে গেলেও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উন্নত হয়েছে, এটা বলা যাবে না। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দ্বীপে চীনের একটি বিমানবন্দর নির্মাণ, বিতর্কিত টিপিপি চুক্তি নিয়ে এগিয়ে যাওয়া (যেখানে চীনকে এ চুক্তির আওতায় রাখা হয়নি) ইত্যাদি কারণে দুদেশের সম্পর্কের মাঝে সেই আস্থা ও বিশ্বাসের অভাব দেখা দিয়েছে। ফলে সম্ভাব্য প্রেসিডেন্ট হিলারি ক্লিনটন চীনের সঙ্গে সম্পর্ককে কোন পর্যায়ে উন্নীত করতে পারবেন, তা নিয়ে একটা প্রশ্ন থাকলই। উপরন্তু রয়েছে মধ্যপ্রাচ্যে আইএসএর উত্থান এবং ইরানের সঙ্গে ৬ জাতি পারমাণবিক সহযোগিতা চুক্তি। ওবামা এ চুক্তি করে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের সম্ভাবনা কমিয়ে এনেছেন সত্য। কিন্তু রিপাবলিকান সমর্থিত কংগ্রেস এ চুক্তি অনুমোদন না করলে জটিলতা আরও বাড়বে। হিলারি ক্লিনটনের জন্যও বিষয়টি খুব সহজ হবে না।স্পষ্টতই রিপাবলিকান শিবিরে খুব শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। ডোনাল্ড ট্রাম্প তার অর্থের বলে মাঠে থাকলেও নারীবিদ্বেষী মনোভাবের কারণে খোদ রিপাবলিকান শিবিরেই আস্থা হারিয়েছেন। অন্যদিকে জেব বুশ মাঠে থাকলেও তিনিও বিতর্কিত। ফ্লোরিডার গভর্নর থাকার সময়ে ফ্লোরিডার ভোট গণনায় তার হস্তক্ষেপ শেষ পর্যন্ত তার বড় ভাই জর্জ বুশকে প্রেসিডেন্ট হতে সাহায্য করেছিল। ১৪ মাস একেবারে কম সময় নয়। হয়তো এরই মাঝে রিপাবলিকান শিবিরে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে যেতে পারেন। ঘটনা যেদিকেই মোড় নিক না কেন, হিলারি ক্লিনটন যে শক্ত অবস্থানে আছেন, তা বলাই বাহুল্য। Daily Jugantor 16.08.15

0 comments:

Post a Comment